বংশাবলির প্রথম খণ্ড
২৭ এটা ইজরায়েলীয়দের সৈন্যদলগুলোর সংখ্যা। এগুলোর মধ্যে বাবার বংশের প্রধান ব্যক্তিরা, হাজার জন এবং এক-শো জনের অধ্যক্ষেরা আর তাদের অধীনে যে-আধিকারিকেরা* কাজ করত, তারা ছিল। সারাবছর এই দলগুলো পালা করে প্রতি মাসে রাজার সেবা করত। প্রতিটা সৈন্যদলে ২৪,০০০ জন লোক ছিল।
২ প্রথম মাসের প্রথম দলের প্রধান ছিলেন সব্দীয়েলের ছেলে যাশবিয়াম। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ৩ পেরসের ছেলেদের মধ্য থেকে তিনিই সেইসমস্ত দলের অধ্যক্ষদের প্রধান ছিলেন, যে-দলগুলোকে প্রথম মাসে সেবা করার জন্য নিযুক্ত করা হয়েছিল। ৪ দ্বিতীয় মাসের দলের প্রধান ছিলেন অহোহীয় দোদয়। তার দলের নেতা ছিলেন মিক্লোৎ। সেই দলে ২৪,০০০ জন লোক ছিল। ৫ তৃতীয় মাসে সেবা করার জন্য যে-দলকে নিযুক্ত করা হয়েছিল, সেটার প্রধান ছিলেন বনায়, যিনি প্রধান যাজক যিহোয়াদার ছেলে। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ৬ এই বনায় সেই তিরিশ জনের মধ্যে একজন বীরযোদ্ধা ছিলেন আর সেই তিরিশ জনের অধ্যক্ষ ছিলেন। তার দলের উপর তার ছেলে অম্মীষাবাদ নিযুক্ত ছিল। ৭ চতুর্থ মাসের জন্য চতুর্থ প্রধান ছিলেন যোয়াবের ভাই অসাহেল। তার পরে তার ছেলে সবদিয় ছিল আর তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ৮ পঞ্চম মাসের জন্য পঞ্চম প্রধান ছিলেন যিষ্রাহীয় শমহূৎ। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ৯ ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ প্রধান ছিলেন তকোয়ের বাসিন্দা ইক্কেশের ছেলে ঈরা। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১০ সপ্তম মাসের জন্য সপ্তম প্রধান ছিলেন ইফ্রয়িমীয়দের পলোনীয় হেলস। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১১ অষ্টম মাসের জন্য অষ্টম প্রধান ছিলেন সেরহীয়দের হূশাতীয় সিব্বখয়। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১২ নবম মাসের জন্য নবম প্রধান ছিলেন বিন্যামীনীয়দের অনাথোতীয় অবীয়েষর। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১৩ দশম মাসের জন্য দশম প্রধান ছিলেন সেরহীয়দের নটোফাতীয় মহরয়। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১৪ একাদশতম মাসের জন্য একাদশতম প্রধান ছিলেন ইফ্রয়িমীয়দের পিরিয়াথোনীয় বনায়। তার দলে ২৪,০০০ জন লোক ছিল। ১৫ দ্বাদশতম মাসের জন্য দ্বাদশতম প্রধান ছিলেন নটোফাতীয় হিল্দয়, যিনি অৎনীয়েলের বংশধর। তার দলে ২৪,০০০ জন লোক ছিল।
১৬ এরা ইজরায়েলের বংশগুলোর নেতা: রূবেণীয়দের নেতা সিখ্রির ছেলে ইলীয়েষর। শিমিয়োনীয়দের নেতা মাখার ছেলে শফটিয়। ১৭ লেবি বংশের নেতা কমূয়েলের ছেলে হশবিয়। হারোণের বংশধরদের নেতা সাদোক। ১৮ যিহূদা বংশের নেতা ইলীহূ, যিনি দায়ূদের দাদাদের মধ্যে একজন। ইষাখর বংশের নেতা মীখায়েলের ছেলে অম্রি। ১৯ সবূলূন বংশের নেতা ওবদিয়ের ছেলে যিশ্ময়িয়। নপ্তালি বংশের নেতা অস্রীয়েলের ছেলে যিরেমোৎ। ২০ ইফ্রয়িমীয়দের নেতা অসসিয়ের ছেলে হোশেয়। মনঃশির অর্ধেক বংশের নেতা পদায়ের ছেলে যোয়েল। ২১ গিলিয়দে মনঃশির অর্ধেক বংশের নেতা সখরিয়ের ছেলে ইদ্দো। বিন্যামীনীয়দের নেতা অব্নেরের ছেলে যাসীয়েল। ২২ দান বংশের নেতা যিরোহমের ছেলে অসরেল। এরা সবাই ইজরায়েলের বংশগুলোর অধ্যক্ষ ছিলেন।
২৩ দায়ূদ ২০ বছর বা তার চেয়ে কমবয়সি লোকদের গোনেননি কারণ যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি ইজরায়েলকে আকাশের তারার মতো অসংখ্য করে তুলবেন। ২৪ সরূয়ার ছেলে যোয়াব লোক গণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোক গণনার কারণে ঈশ্বর ইজরায়েলের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন আর তাদের সংখ্যা রাজা দায়ূদের সময়কার ইতিহাস বইয়ে লেখা হয়নি।
২৫ অদীয়েলের ছেলে অস্মাবৎ রাজার কোষাগারগুলোর অধ্যক্ষ ছিলেন। উষিয়ের ছেলে যোনাথন খেত, নগর, গ্রাম ও দুর্গগুলোর ভাণ্ডারগুলোর* অধ্যক্ষ ছিলেন। ২৬ কলূবের ছেলে ইষ্রি কৃষকদের অধ্যক্ষ ছিলেন। ২৭ রামার বাসিন্দা শিমিয়ি আঙুরের খেতগুলোর অধ্যক্ষ ছিলেন। শিফমীয় সব্দি দ্রাক্ষারস* তৈরি করার জন্য ব্যবহৃত সামগ্রীর অধ্যক্ষ ছিলেন। ২৮ গেদরীয় বাল্হানন শফেলার* জলপাই বাগানগুলোর এবং ডুমুর গাছগুলোর অধ্যক্ষ ছিলেন। যোয়াশ তেলের ভাণ্ডারগুলোর অধ্যক্ষ ছিলেন। ২৯ শারোণের বাসিন্দা সিট্রয় সেই মেষপালগুলোর অধ্যক্ষ ছিলেন, যেগুলোকে শারোণে চরানো হত। অদ্লয়ের ছেলে শাফট সেই গরু ও ষাঁড়ের পালগুলোর অধ্যক্ষ ছিলেন, যেগুলোকে উপত্যকার সমভূমিতে* চরানো হত। ৩০ ইশ্মায়েলীয় ওবীল উটের পালের অধ্যক্ষ ছিলেন আর মেরোণোথীয় যেহদিয় গাধীর পালের অধ্যক্ষ ছিলেন। ৩১ হাগরীয় যাসীষ মেষ ও ছাগলের পালের অধ্যক্ষ ছিলেন। এরা সবাই রাজা দায়ূদের সম্পত্তির অধ্যক্ষ ছিলেন।
৩২ দায়ূদের ভাইপো যোনাথন একজন পরামর্শদাতা ছিলেন। তার ভালো বোঝার ক্ষমতা ছিল আর তিনি একজন সচিব ছিলেন। হক্মোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের দেখাশোনা করতেন। ৩৩ অহীথোফল রাজার পরামর্শদাতা ছিলেন আর অর্কীয় হূশয় রাজার বন্ধু* ছিলেন। ৩৪ অহীথোফলের পরে বনায়ের ছেলে যিহোয়াদা এবং অবিয়াথর পরামর্শদাতা হয়েছিলেন আর যোয়াব রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন।