নভেম্বর ২৫–ডিসেম্বর ১
গীতসংহিতা ১০৯-১১২
গান ১৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. রাজা যিশুকে সমর্থন করুন!
(১০ মিনিট)
যিশু স্বর্গে ফিরে যাওয়ার পর যিহোবার ডান দিকে বসেছেন (গীত ১১০:১; প্রহরীদুর্গ ০৬ ৯/১ ১৩ অনু. ৬)
১৯১৪ সালে যিশু তাঁর শত্রুদের উপর জয় লাভ করতে শুরু করেছিলেন (গীত ১১০:২; প্রহরীদুর্গ ০০ ৪/১ ১৮ অনু. ৩)
যিশুকে রাজা হিসেবে সমর্থন করার জন্য আমরা আমাদের সর্বোত্তমটা করতে পারি (গীত ১১০:৩; চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫৫ বিষয় ১)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য আমি কোন কোন লক্ষ্য রাখতে পারি?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ১১০:৪—এই পদে যে-চুক্তির কথা বলা হয়েছে, তা ব্যাখ্যা করুন। (প্রহরীদুর্গ ১৪ ১০/১৫ ১১ অনু. ১৫-১৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১০৯:১-২৬ (শিক্ষা দেওয়া পাঠ ২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। ট্র্যাক্ট ব্যবহার করে কথা শুরু করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)
৫. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) নমুনা। চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৪৫ ভূমিকা এবং বিষয় ১ ও ২—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা যুদ্ধে অংশ নেয় না এবং জগতের রাজনীতিতে কারো পক্ষ নেয় না? (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৪)
৬. শিষ্য করার সময়
গান ২১
৭. কীভাবে আমরা সবসময় ঈশ্বরের রাজ্যকে সমর্থন করতে পারি?
(১৫ মিনিট) আলোচনা।
যিহোবার রাজ্য এই বিষয়ের প্রমাণ যে, তিনিই হলেন স্বর্গের এবং পৃথিবীর রাজা। (দানি ২:৪৪, ৪৫) তাই, আমরা যখন ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য আমাদের সর্বোত্তমটা করি, তখন আমরা এই বিশ্বাস প্রকাশ করি যে, যিহোবার মতো সর্বশ্রেষ্ঠ রাজা আর কেউ নেই।
সবসময় ‘শান্তিরাজকে’ সমর্থন করুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
কীভাবে আমরা সবসময় সঙ্গে ঈশ্বরের রাজ্যকে সমর্থন করি?
ঈশ্বরের রাজ্যকে সমর্থন করার জন্য বিভিন্ন বিষয় নীচে দেওয়া রয়েছে। প্রত্যেক বিষয়ের সঙ্গে জড়িত একটা শাস্ত্রপদ লিখুন।
আমরা ঈশ্বরের রাজ্যকে জীবনে প্রথমে রাখি।
আমরা ঈশ্বরের রাজ্যের নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করি।
আমরা উদ্যোগের সঙ্গে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের জানাই।
আমরা সরকারের প্রতি সম্মান দেখাই, কিন্তু তাদের আইন যখন ঈশ্বরের আইনের বিরুদ্ধে হয়, তখন আমরা ঈশ্বরের বাধ্য হই।
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১৮ অনু. ১৬-২৪