ইষ্টের
১০ রাজা অহশ্বেরশ তার রাজ্যের সমস্ত এলাকা ও দ্বীপের লোকদের দিয়ে বলপূর্বক কাজ করালেন।
২ তিনি যত বড়ো বড়ো কাজ করেছিলেন, সেই সম্বন্ধে আর তিনি যেভাবে মর্দখয়কে উচ্চপদ দিয়েছিলেন, সেই সম্বন্ধে প্রতিটা তথ্য মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইয়ে লেখা রয়েছে। ৩ পুরো রাজ্যে রাজা অহশ্বেরশের পর যিহুদি মর্দখয়ই সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। যিহুদিদের কাছে তার খুব সুনাম ছিল আর তারা তাকে খুব সম্মান করত। মর্দখয় তার লোকদের মঙ্গলের জন্য এবং তাদের বংশধরদের কল্যাণের জন্য কাজ করতে থাকলেন।*