ইয়োব
২৬ তখন ইয়োব বললেন:
২ “যারা দুর্বল, তুমি তাদের কতই-না সাহায্য করেছ!
যাদের হাতে শক্তি নেই, তাদের কী দারুণভাবে রক্ষা করেছ!
৩ যাদের প্রজ্ঞা নেই, তুমি তাদের কী অপূর্ব পরামর্শ দিয়েছ!
তুমি তোমার বুদ্ধির* কী দারুণ পরিচয় দিয়েছ!
৪ তুমি কাকে বোঝানোর চেষ্টা করছ?
তুমি এই সমস্ত কথা কার কাছ থেকে শিখে এসেছ?
৫ মৃতেরা, যারা শক্তিহীন অবস্থায় রয়েছে, তারা থরথর করে কাঁপে,
তারা সমুদ্র এবং সেটাতে থাকা প্রাণীগুলোর চেয়েও নীচু জায়গায় থাকে।
৮ তিনি মেঘের মধ্যে জল ভরে রেখেছেন,
সেগুলো এত ভারী হওয়া সত্ত্বেও ফেটে যায় না।
৯ তিনি মেঘগুলো এমনভাবে বিছিয়ে রেখেছেন যে,
কেউ তাঁর সিংহাসন দেখতে পায় না।
১০ তিনি জলের উপর সীমারেখা টেনে দিয়েছেন,
আলো ও অন্ধকারের মধ্যে সীমা নির্ধারণ করেছেন।
১১ তাঁর ধমকে আকাশের স্তম্ভগুলো নড়ে যায়,
সেগুলো ভয়ে কাঁপতে থাকে।
১২ তিনি তাঁর শক্তিতে সমুদ্রকে উত্তাল করে তোলেন,
তিনি তাঁর প্রজ্ঞায় বিশাল সামুদ্রিক প্রাণীকে* টুকরো টুকরো করে দেন।
১৩ তিনি তাঁর নিঃশ্বাসে আকাশকে পরিষ্কার করেন,
তিনি পালাতে থাকা সাপকে বিদ্ধ করেন।
১৪ দেখো! তিনি যে-সমস্ত কাজ করেছেন, এগুলো হল তার মধ্যে মাত্র কয়েকটা।
তাঁর বিষয়ে কেবল মৃদু ফিসফিস আওয়াজ শোনা গিয়েছে!
তাই, তাঁর ভয়ংকর গর্জন কে বুঝতে পারবে?”