গীতসংহিতা
দায়ূদের সংগীত। নিহিলতের* জন্য সংগীত পরিচালককে দেওয়া নির্দেশনা।
৫ হে যিহোবা, আমার কথা শোনো।
আমি যে দীর্ঘশ্বাস ফেলছি, সেটার প্রতি মনোযোগ দাও।
২ সাহায্য চেয়ে করা আমার বিনতি শোনো
কারণ হে আমার রাজা, আমার ঈশ্বর, আমি তোমার কাছেই প্রার্থনা করি।
৩ হে যিহোবা, তুমি ভোর বেলায় আমার কণ্ঠস্বর শুনবে,
ভোর বেলায় আমি তোমাকে আমার চিন্তার কথা বলব আর তোমার উত্তরের অপেক্ষায় থাকব।
৪ কারণ তুমি এমন ঈশ্বর নও, যিনি মন্দতায় আনন্দিত হন।
কোনো মন্দ ব্যক্তিই তোমার সঙ্গে থাকতে পারবে না।
৫ কোনো অহংকারী ব্যক্তিই তোমার সামনে দাঁড়াতে পারবে না।
তুমি সেইসমস্ত ব্যক্তিকে ঘৃণা কর, যারা মন্দ কাজ করে।
৬ তুমি মিথ্যাবাদীদের ধ্বংস করে দেবে।
যিহোবা এমন লোকদের ঘৃণা করেন, যারা হিংস্র* এবং অন্যদের ঠকায়।
৭ কিন্তু, আমি তোমার মহৎ অটল প্রেমের কারণে তোমার গৃহে আসব,
আমি তোমার পবিত্র মন্দিরের* দিকে মুখ করে শ্রদ্ধা ও ভয় সহকারে মাথা নত করব।
৮ হে যিহোবা, আমার শত্রুদের কারণে তুমি আমাকে তোমার ধার্মিক পথে নিয়ে চলো,
সেই পথে আসা সমস্ত বাধা দূর করে দাও।
৯ তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না,
তাদের মন কেবল মন্দতায় পূর্ণ,
তাদের গলা খোলা কবরের মতো,
তারা তাদের জিভ দিয়ে তোষামোদ করে।
১০ কিন্তু, ঈশ্বর তাদের দোষী সাব্যস্ত করবেন,
তাদের নিজেদের ষড়যন্ত্রই তাদের পতনের কারণ হবে।
তাদের অগণিত অপরাধের কারণে তাদের যেন তাড়িয়ে দেওয়া হয়
কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
১১ কিন্তু, যারা তোমার কাছে আশ্রয় নেয়, তারা সবাই আনন্দ করবে,
তারা সবসময় আনন্দে চিৎকার করবে।
যারা তাদের ক্ষতি করতে আসে, তুমি তাদের পথ আটকে দেবে
আর যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমার কারণে আনন্দ করবে।
১২ কারণ হে যিহোবা, তুমি প্রত্যেক ধার্মিক ব্যক্তিকে আশীর্বাদ করবে,
তোমার অনুমোদন একটা বড়ো ঢালের মতো তাদের রক্ষা করবে।