গীতসংহিতা
আসফের সংগীত।
৫০ সমস্ত ঈশ্বরের চেয়ে মহান ঈশ্বর যিহোবা কথা বলেছেন।
তিনি পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত*
পুরো পৃথিবীকে ডেকে পাঠিয়েছেন।
২ সিয়োন, যেটার সৌন্দর্য অতুলনীয়,* সেখান থেকে ঈশ্বর নিজের আলো ছড়ান।
৩ আমাদের ঈশ্বর নিশ্চিতভাবেই আসবেন আর তিনি চুপ করে থাকবেন না।
তাঁর সামনে গ্রাসকারী আগুন রয়েছে
আর তাঁর চারপাশে প্রবল ঝড় বয়ে চলে।
৪ তিনি আকাশ ও পৃথিবীকে ডেকে পাঠান,
যাতে তিনি তাঁর লোকদের বিচার করেন:
৫ “আমার অনুগত ব্যক্তিদের আমার কাছে একত্রিত করো,
যারা বলিদানের ভিত্তিতে আমার সঙ্গে একটা চুক্তি করেছে।”
৬ আকাশ ঈশ্বরের ন্যায়বিচার সম্বন্ধে ঘোষণা করে
কারণ ঈশ্বর নিজেই বিচারক। (সেলা)
৭ “হে আমার প্রজারা, আমি যা বলব, তা শোনো।
হে ইজরায়েল, আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব।
আমি ঈশ্বর, তোমার ঈশ্বর।
৮ আমি তোমার বলিদানের কারণে তোমাকে ধমক দিই না
কিংবা তুমি নিয়মিতভাবে আমার সামনে যে-হোমবলিগুলো উৎসর্গ কর, সেগুলোর কারণেও নয়।
৯ তোমার বাড়ির ষাঁড় কিংবা তোমার খোঁয়াড়ের পাঁঠা,
কোনোটারই আমার প্রয়োজন নেই।
১০ কারণ বনের প্রতিটা পশু আমার,
হাজার হাজার পর্বতে থাকা সমস্ত পশুও আমার।
১১ আমি পর্বতের প্রতিটা পাখির বিষয়ে জানি,
মাঠের অসংখ্য পশু আমারই।
১২ আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না
কারণ উর্বর জমি এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু আমারই।
১৩ আমি কি ষাঁড়ের মাংস খাব
এবং পাঁঠার রক্ত পান করব?
১৪ ঈশ্বরকে ধন্যবাদ দাও, সেটাই তোমার বলিদান হবে
আর সর্বমহান ঈশ্বরের কাছে করা তোমার অঙ্গীকারগুলো পূর্ণ করো।
১৫ বিপদের সময় আমাকে ডাকো।
আমি তোমাকে উদ্ধার করব আর তুমি আমার গৌরব করবে।”
১৬ কিন্তু, ঈশ্বর মন্দ ব্যক্তিকে বলবেন:
“আমার আইনকানুন সম্বন্ধে জানানোর
কিংবা আমার চুক্তি সম্বন্ধে কথা বলার কোন অধিকার তোমার রয়েছে?
১৭ কারণ তুমি তো শাসন* ঘৃণা কর
আর তুমি বার বার আমার কথা অমান্য কর।
১৮ যখন তুমি কোনো চোরকে দেখ, তখন তাকে সঠিক বলে মনে কর*
আর তুমি ব্যভিচারীদের সঙ্গে মেলামেশা কর।
১৯ তুমি তোমার মুখ দিয়ে খারাপ কথা ছড়াও
আর তোমার জিভ সবসময় প্রতারণামূলক কথা বলে।
২১ তুমি যখন এই কাজগুলো করলে, তখন আমি চুপ করে থাকলাম,
তাই তুমি ভাবলে, আমি ঠিক তোমারই মতো।
কিন্তু, এখন আমি তোমাকে সংশোধন করার জন্য তোমাকে ধমক দেব
আর তোমার বিরুদ্ধে মামলা করব।
২২ তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এই কথাগুলোর প্রতি একটু মনোযোগ দাও,
নাহলে আমি তোমাদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেব আর কেউ তোমাদের উদ্ধার করতে পারবে না।
২৩ যখন কেউ আমাকে ধন্যবাদ দেয়, যেটা তার বলিদান, তখন সে আমার গৌরব করে।
যে দৃঢ়ভাবে সঠিক পথে চলতে থাকে,
তাকে আমি রক্ষা করব।”