গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
৬৪ হে ঈশ্বর, আমি যখন বিনতি করব, তখন আমার কথা শুনো।
শত্রুর মারাত্মক আক্রমণ থেকে আমার প্রাণকে সুরক্ষিত রাখো।
২ মন্দ লোকদের গোপন ষড়যন্ত্র থেকে,
মন্দ কাজ করে এমন লোকদের দল থেকে আমাকে রক্ষা করো।
৩ তারা তলোয়ারের মতোই নিজেদের জিভে ধার দেয়,
তারা তাদের নিষ্ঠুর কথাগুলোকে তিরের মতোই তাক করে,
৪ যাতে তারা তাদের লুকিয়ে থাকার জায়গা থেকে নির্দোষ ব্যক্তির দিকে তির ছুড়তে পারে।
তারা কোনোরকম ভয় ছাড়াই আচমকা তার দিকে তির ছোড়ে।
৫ তারা তাদের মন্দ উদ্দেশ্যগুলো আঁকড়ে ধরে রাখে,*
তারা নিজেদের মধ্যে আলোচনা করে, কীভাবে তাদের ফাঁদগুলো লুকোবে।
তারা বলে: “এই ফাঁদগুলো কে দেখতে পাবে?”
৬ তারা মন্দ কাজ করার নতুন নতুন উপায় খুঁজে বের করে,
অত্যন্ত চালাকির সঙ্গে ফাঁদ পাতার জন্য গোপনে পরিকল্পনা করে,
তাদের মনের চিন্তা বোঝা অসম্ভব।
৭ কিন্তু, ঈশ্বর তাদের দিকে তির ছুড়বেন
আর তারা হঠাৎই তিরের আঘাতে আহত হবে।
৮ তাদের জিভই তাদের পতনের কারণ হবে,
যারা তাদের দেখবে, তারা সবাই অবাক হয়ে মাথা নাড়াবে।
৯ তখন সমস্ত লোক ভয় পেয়ে যাবে,
ঈশ্বর যা করেছেন, তারা সেগুলো ঘোষণা করবে,
তারা তাঁর কাজের বিষয়ে বোঝার ক্ষমতা লাভ করবে।