পরমগীত
১ সবচেয়ে সুন্দর* গান, যেটা শলোমন লিখেছেন:
৩ তোমার তেলের সুগন্ধ খুবই মনোরম।
তোমার নাম সুগন্ধি তেলের মতো, যেটা ঢেলে দেওয়া হয়েছে।
এইজন্য যুবতীরা তোমাকে ভালোবাসে।
৪ রাজা আমাকে নিজের ভিতরের ঘরে নিয়ে এসেছেন!
আমাকে এখান থেকে নিয়ে চলো, আমরা কোথাও পালিয়ে যাই,
আমরা একসঙ্গে আনন্দ ও উল্লাস করি,
আমরা তোমার ভালোবাসার* প্রশংসা করি,* যেটা দ্রাক্ষারসের* চেয়েও ভালো।
এইজন্যই তারা* তোমাকে ভালোবাসে।
৫ হে জেরুসালেমের মেয়েরা,
আমি কালো কিন্তু সুন্দরী,
আমি কেদরের তাঁবুগুলোর মতো, শলোমনের তাঁবুর কাপড়ের মতো।
৬ আমি কালো বলে আমার দিকে তাকিয়ে থেকো না,
আমি রোদে পুড়ে গিয়েছি।
আমার দাদারা আমার উপর রেগে গিয়েছিল,
তারা আমাকে আঙুর খেতের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিল,
তাই আমি নিজের আঙুর খেতের যত্ন নিতে পারিনি।
৭ ও আমার প্রিয়তম, আমাকে বলো,
কোথায় তুমি তোমার মেষ ও ছাগল চরাও,
দুপুর বেলায় তুমি কোথায় তাদের শোয়াও।
আমাকে বলো, যাতে আমি তোমার সঙ্গীদের পশুপালের মাঝে
শোকের ওড়না পরে হেঁটে না বেড়াই।”
৮ “হে সবচেয়ে সুন্দরী মহিলা, তুমি যদি না জান,
তা হলে মেষপালের পায়ের ছাপ অনুসরণ করে যাও
আর মেষপালকদের তাঁবুগুলোর পাশে তোমার ছাগলছানাদের চরাও।”
৯ “ও আমার প্রিয়তমা,
তুমি ফরৌণের রথগুলোর মাঝে থাকা সুন্দরী* ঘোড়ার মতো।
১০ তোমার গালগুলো গয়নার সঙ্গে*
আর তোমার গলা হার পরা অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে!
১১ আমরা তোমার জন্য সোনার গয়না,
রুপো দিয়ে নকশা করা গয়না তৈরি করব।”
১২ “রাজা নিজের গোল টেবিলে বসে রয়েছেন
আর আমার সুগন্ধি* সুগন্ধ ছড়াচ্ছে।
১৩ আমার কাছে আমার প্রিয়তম সুগন্ধি গন্ধরসের* ছোটো পুঁটলির মতো,
যেটা সারারাত আমার বুকের মাঝে থাকে।
১৪ আমার কাছে আমার প্রিয়তম মেহেন্দি গাছের ফুলের গুচ্ছের মতো,
যেগুলো ঐন্-গদীর আঙুর খেতগুলোর মাঝে রয়েছে।”
১৫ “আমার প্রিয়তমা, তুমি সুন্দরী!
তুমি খুবই সুন্দরী! তোমার চোখ ঘুঘুর চোখের মতো।”
১৬ “আমার প্রিয়তম, তুমি সুন্দর আর তুমি খুব ভালো।
সবুজ গাছপালার মাঝে আমাদের বিছানা রয়েছে।