যিশাইয়
৪৪ “হে যাকোব, আমার দাস,
হে ইজরায়েল, যাকে আমি বেছে নিয়েছি, তুমি এখন শোনো।
২ যিহোবা, যিনি তোমার নির্মাতা, যিনি তোমাকে গঠন করেছেন,
যিনি জন্ম* থেকে তোমাকে সাহায্য করে আসছেন,
তিনি এই কথা বলেন:
‘হে আমার দাস যাকোব,
হে যিশুরূণ,* যাকে আমি বেছে নিয়েছি, তুমি ভয় পেয়ো না।
৩ কারণ আমি তৃষ্ণার্ত ভূমির* উপর জল ঢেলে দেব
আর শুকনো জমির উপর নদী বইয়ে দেব।
আমি তোমার বংশের উপর পবিত্র শক্তি ঢেলে দেব
আর তোমার বংশধরদের উপর আমার আশীর্বাদ বর্ষণ করব।
৪ তারা সবুজ ঘাসের মতো দ্রুত বেড়ে উঠবে,
জলের ধারার পাশে লাগানো গাছের* মতো বেড়ে উঠবে।
৫ একজন বলবে: “আমি যিহোবার।”
আরেকজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে,
আবার আরেকজন নিজের হাতে লিখবে: “আমি যিহোবার।”
আর সে ইজরায়েলের নাম গ্রহণ করে নেবে।’
৬ যিহোবা, যিনি ইজরায়েলের রাজা এবং তার মুক্তিদাতা,
যিহোবা, যিনি স্বর্গীয় বাহিনীর শাসক, তিনি এই কথা বলেন:
‘আমিই প্রথম আর আমিই শেষ।
আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
৭ আমার মতো আর কে আছে?
যদি কেউ থাকে, তা হলে সে যেন তা বলে এবং আমাকে সেটার প্রমাণ দেয়!
অনেক আগে যখন আমি লোকদের প্রতিষ্ঠা করেছিলাম,
সেই সময় থেকে এমন কেউ কি রয়েছে, যে বলতে পারে,
খুব শীঘ্রই কী ঘটতে চলেছে এবং ভবিষ্যতে কী ঘটবে?
৮ আতঙ্কিত হোয়ো না
আর ভয়ে জড়সড় হোয়ো না।
আমি কি আগে থেকে তোমাদের প্রত্যেককে বলিনি, তোমাদের কাছে ঘোষণা করিনি?
তোমরাই আমার সাক্ষি।
আমি ছাড়া আর কোনো ঈশ্বর কি রয়েছে?
না, আর কোনো শৈল নেই, আমি এমন কারো বিষয়ে জানি না।’”
৯ যারা খোদাই-করা মূর্তি তৈরি করে, তারা সবাই অপদার্থ
আর যে-মূর্তিগুলোকে তারা মূল্যবান হিসেবে দেখে, সেগুলো কোনো কাজের নয়।
সেই ব্যক্তিদের সাক্ষি হয়ে সেগুলো* কিছু দেখতে পায় না এবং কিছু জানেও না,
তাই যারা সেই মূর্তিগুলো তৈরি করেছে, তাদের লজ্জিত করা হবে।
১০ কে এমন দেবতা তৈরি করবে
অথবা এমন ধাতব প্রতিমা* নির্মাণ করবে, যেটা কোনো কাজের নয়?
১১ দেখো! তার সমস্ত সঙ্গীকে লজ্জিত করা হবে!
কারিগরেরা মানুষ মাত্র।
তারা সবাই একত্রিত হোক এবং এগিয়ে আসুক।
তারা সবাই আতঙ্কিত হয়ে পড়বে এবং তাদের লজ্জিত করা হবে।
১২ কামার নিজের সরঞ্জাম* দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে রাখা লোহার উপর কাজ করে।
সে নিজের শক্তিশালী হাত ব্যবহার করে
হাতুড়ি দিয়ে সেটাকে আকার দেয়।
একসময় তার খিদে পায় আর সে নিজের শক্তি হারিয়ে ফেলে,
সে একটুও জল খায় না আর ক্লান্ত হয়ে পড়ে।
১৩ ছুতোর মিস্ত্রি মাপার দড়ি দিয়ে কাঠ মাপে আর লাল রঙের চক দিয়ে সেটাতে নকশা আঁকে।
সে ছেনি দিয়ে সেটার উপর কাজ করে আর কম্পাস দিয়ে সেটাতে আকার তৈরি করে।
১৪ এমন একজন রয়েছে, যে দেবদারু গাছ কাটে।
সে একটা নির্দিষ্ট গাছ,* ওক গাছ বেছে নেয়
আর সেটাকে বনের অন্য গাছগুলোর মধ্যে বেড়ে উঠতে দেয়।
সে একটা গাছ লাগায় আর সেটা বৃষ্টিতে বেড়ে ওঠে।
১৫ তারপর, একজন ব্যক্তি সেটাকে আগুন জ্বালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে।
সে সেটার কিছুটা অংশ নিয়ে আগুন পোহায়, সেটা দিয়ে আগুন ধরায় এবং রুটি সেঁকে,
আবার সেটা দিয়ে একটা দেবতাও তৈরি করে এবং সেটার উপাসনা করে।
সে সেটাকে খোদাই করে একটা মূর্তি তৈরি করে এবং সেটার সামনে মাথা নত করে।
১৬ সে কাঠের অর্ধেক অংশ দিয়ে আগুন জ্বালায়
আর সেটাতে মাংস পুড়িয়ে খায় এবং পরিতৃপ্ত হয়।
সে আগুন পোহায় আর বলে:
“বাহ্! আমি আগুন দেখতে দেখতে আগুন পোহাচ্ছি।”
১৭ কিন্তু, সে সেটার বাকি অংশ দিয়ে একটা খোদাই-করা মূর্তি তৈরি করে।
সে সেটার সামনে মাথা নত করে এবং সেটার উপাসনা করে।
সে সেটার কাছে প্রার্থনা করে বলে:
“আমাকে রক্ষা করো কারণ তুমিই আমার ঈশ্বর।”
১৮ এই ধরনের লোকেরা কিছুই জানে না, কিছুই বোঝে না
কারণ তাদের চোখ বন্ধ, তারা দেখতে পায় না
আর তাদের হৃদয়ে একটুও বোঝার ক্ষমতা নেই।
১৯ কেউ মনে মনে চিন্তা করে না
কিংবা কারো জ্ঞান অথবা বোঝার ক্ষমতা নেই যে, সে বলবে:
“এটার অর্ধেক অংশ দিয়ে আমি আগুন জ্বালিয়েছি
আর এটার কয়লায় রুটি সেঁকেছি এবং মাংস পুড়িয়ে খেয়েছি।
তাহলে, আমি কি এটার বাকি অংশ দিয়ে একটা জঘন্য জিনিস তৈরি করব?
আমি কি গাছের এক টুকরো কাঠের* উপাসনা করব?”
২০ সে ছাই খেয়ে পেট ভরতি করে।
তার নিজের ভ্রান্ত হৃদয় তাকে ভুল পথে নিয়ে গিয়েছে।
সে নিজেকে রক্ষা করতে পারে না কিংবা সে স্বীকার করে না:
“আমার ডান হাতে যা রয়েছে, সেটা অপদার্থ।”
২১ “হে যাকোব, হে ইজরায়েল, এই কথাগুলো মনে রেখো
কারণ তুমি আমার দাস।
আমি তোমাকে গঠন করেছি আর তুমি আমার দাস।
হে ইজরায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
২২ আমি তোমার অপরাধ ও পাপগুলো মুছে ফেলব,
সেগুলো মেঘ দিয়ে, হ্যাঁ, ঘন মেঘ দিয়ে ঢেকে ফেলব।
আমার কাছে ফিরে এসো কারণ আমি তোমাকে মুক্ত করব।
২৩ হে আকাশ, আনন্দে চিৎকার করো
কারণ যিহোবা পদক্ষেপ নিয়েছেন!
হে পৃথিবীর গভীরতম জায়গাগুলো, উল্লসিত হয়ে চিৎকার করো!
হে পর্বত, হে বন এবং তোমার মধ্যে থাকা সমস্ত গাছ, আনন্দে চিৎকার করো!
কারণ যিহোবা যাকোবকে মুক্ত করেছেন
আর ইজরায়েলে তিনি নিজের মহিমা প্রকাশ করেন।”
২৪ যিহোবা তোমার মুক্তিদাতা,
তুমি যখন গর্ভে ছিলে, সেই সময় থেকে যিনি তোমাকে গঠন করেছেন, তিনি এই কথা বলেন:
“আমি যিহোবা, আমি সব কিছু তৈরি করেছি।
আমি নিজে আকাশকে বিছিয়েছি
এবং আমি পৃথিবীকে বিস্তৃত করেছি।
সেই সময়ে কে আমার সঙ্গে ছিল?
২৫ যারা অর্থহীন কথা বলে, তাদের* চিহ্নগুলো আমি ব্যর্থ করে দিই
আর আমি জ্যোতিষীদের দিয়ে বোকার মতো কাজ করাই।
আমি বিজ্ঞ লোকদের হতভম্ব করে দিই
আর তাদের জ্ঞানকে মূর্খতায় পরিণত করি।
২৬ আমি আমার দাসের কথা পূর্ণ করব
এবং আমার বার্তাবাহকদের ভবিষ্যদ্বাণীর সমস্ত কথা পূর্ণ করব।
আমি জেরুসালেমের বিষয়ে বলি, ‘তার মধ্যে লোক বাস করবে,’
যিহূদার নগরগুলোর বিষয়ে বলি, ‘সেগুলো পুনর্নির্মাণ করা হবে,
আমি তার ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলো পুনর্স্থাপন করব,’
২৭ আমি গভীর জলকে বলি, ‘বাষ্প হয়ে উবে যাও,
আমি তোমার সমস্ত নদী শুকিয়ে ফেলব,’
২৮ আমি কোরসের বিষয়ে বলি, ‘সে আমার নিযুক্ত পালক,
সে আমার সমস্ত ইচ্ছা ভালোভাবে পূর্ণ করবে,’
আমি জেরুসালেমের বিষয়ে বলি, ‘তাকে পুনর্নির্মাণ করা হবে,’
আর মন্দিরের বিষয়ে বলি, ‘তোমার ভিত্তি স্থাপন করা হবে।’”