যিহোশূয়ের পুস্তক
২২ এরপর, যিহোশূয় রূবেণীয়দের, গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে ডাকলেন ২ এবং তাদের বললেন: “যিহোবার দাস মোশি তোমাদের যে-আজ্ঞাগুলো দিয়েছিলেন, তোমরা সেই সমস্ত আজ্ঞা পালন করেছ আর তোমরা আমার কথারও বাধ্য হয়েছ। ৩ তোমরা এখনও পর্যন্ত তোমাদের ভাইদের ছেড়ে যাওনি আর তোমাদের ঈশ্বর যিহোবার আজ্ঞা মেনে চলার দ্বারা তোমরা তোমাদের কর্তব্য ভালোভাবেই পালন করেছ। ৪ এখন তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন, ঠিক যেমনটা তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। তাই, এখন তোমরা তোমাদের তাঁবুতে, জর্ডনের ওপারে* তোমাদের এলাকায় ফিরে যাও, যেটা যিহোবার দাস মোশি তোমাদের দিয়েছিলেন। ৫ কিন্তু, তোমরা খেয়াল রেখো, যেন তোমরা সেই আজ্ঞা ও ব্যবস্থা পালন করতে থাক, যেটা যিহোবার দাস মোশি তোমাদের দিয়েছিলেন। এর অর্থ তোমরা তোমাদের ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে, সমস্ত বিষয়ে তাঁর দেখানো পথে চলবে, তাঁর আজ্ঞাগুলো পালন করবে, তাঁকে আঁকড়ে ধরে রাখবে এবং সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে তাঁর সেবা করবে।”
৬ এরপর, যিহোশূয় তাদের আশীর্বাদ করলেন এবং বিদায় দিলেন আর তারা তাদের তাঁবুতে ফিরে গেল। ৭ মোশি মনঃশির অর্ধেক বংশকে বাশনে উত্তরাধিকারের এলাকা দিয়েছিলেন আর যিহোশূয় বাকি অর্ধেক বংশকে জর্ডনের পশ্চিম দিকে তাদের ইজরায়েলীয় ভাইদের সঙ্গে এলাকা দিয়েছিলেন। শুধু তা-ই নয়, তাদের নিজেদের তাঁবুতে পাঠানোর সময় যিহোশূয় তাদের আশীর্বাদ করলেন ৮ এবং বললেন: “তোমরা তোমাদের তাঁবুতে ফিরে যাও আর সঙ্গে করে প্রচুর ধনসম্পদ, অনেক পশুপাল, সোনা, রুপো, তামা, লোহা এবং অনেক পোশাক-আশাক নিয়ে যাও। শত্রুদের কাছ থেকে লুট করা এই সমস্ত জিনিসপত্র তোমরা তোমাদের ভাইদের সঙ্গে ভাগ করে নেবে।”
৯ এরপর, রূবেণীয়েরা ও গাদীয়েরা এবং মনঃশির অর্ধেক বংশ কনানের শীলোতে তাদের ইজরায়েলীয় ভাইদের কাছ থেকে বিদায় নিল। তারা গিলিয়দের উদ্দেশে রওনা হল, যেটা তাদের উত্তরাধিকারের এলাকা ছিল আর যেখানে বাস করার বিষয়ে যিহোবা মোশির মাধ্যমে তাদের আদেশ দিয়েছিলেন। ১০ যখন রূবেণীয়েরা ও গাদীয়েরা এবং মনঃশির অর্ধেক বংশ কনান দেশে জর্ডনের পাশে এসে পৌঁছাল, তখন তারা সেখানে এক বিশাল বড়ো বেদি তৈরি করল। ১১ পরে, অন্য ইজরায়েলীয়েরা এই খবরটা শুনতে পেল: “ইজরায়েলীয়দের এলাকায় রূবেণীয়েরা ও গাদীয়েরা এবং মনঃশির অর্ধেক বংশ জর্ডনের পাশে কনানের সীমানায় এক বেদি তৈরি করেছে।” ১২ এতে ইজরায়েলের সমস্ত মণ্ডলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার জন্য শীলোতে একত্রিত হল।
১৩ তখন ইজরায়েলীয়েরা ইলিয়াসরের ছেলে যাজক পীনহসকে গিলিয়দের এলাকায় রূবেণীয়দের ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশের কাছে পাঠাল। ১৪ পীনহসের সঙ্গে প্রতিটা বংশ থেকে এক জন করে মোট দশ জন অধ্যক্ষও গেলেন। এই অধ্যক্ষেরা প্রত্যেকে তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন, যে-বংশগুলো হাজার হাজার ইজরায়েলীয় নিয়ে গঠিত হয়েছিল। ১৫ তারা যখন গিলিয়দে রূবেণীয়দের ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশের কাছে এলেন, তখন তাদের বললেন:
১৬ “যিহোবার সমস্ত মণ্ডলী বলাবলি করছে: ‘তোমরা ইজরায়েলের ঈশ্বর যিহোবার সঙ্গে এ কেমন বিশ্বাসঘাতকতা করলে? বেদি তৈরি করার মাধ্যমে তোমরা দেখিয়েছ যে, তোমরা বিদ্রোহী হয়ে গিয়েছ আর তোমরা যিহোবাকে অনুসরণ করতে চাও না। ১৭ আমরা পিয়োরে যে-পাপ করেছিলাম, সেটা কি কম ছিল? ভুলে গিয়েছ, যিহোবার মণ্ডলীর উপর কত বড়ো আঘাত এসেছিল? আজ পর্যন্ত আমরা সেটার ফল ভোগ করছি। ১৮ তোমরা যিহোবাকে অনুসরণ করা বন্ধ করে ভালো করছ না। আজ যদি তোমরা যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ কর, তা হলে কাল ইজরায়েলের পুরো মণ্ডলীর বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে উঠবে। ১৯ তোমাদের যদি মনে হয় যে, তোমাদের এলাকা অশুচি, তা হলে তোমরা এপারে যিহোবার এলাকায় এসো, যেখানে যিহোবার পবিত্র তাঁবু* রয়েছে আর আমাদের সঙ্গে বাস করো। কিন্তু, যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ কোরো না কিংবা যিহোবা ঈশ্বরের বেদি ছাড়া অন্য কোনো বেদি তৈরি করে তাঁর সামনে আমাদের বিদ্রোহী করে তুলো না। ২০ মনে নেই, যখন সেরহের ছেলে আখন ধ্বংসের যোগ্য বলে নির্ধারিত জিনিসগুলো চুরি করে আজ্ঞা লঙ্ঘন করেছিল, তখন ইজরায়েলের পুরো মণ্ডলীর বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের আগুন কতটা জ্বলে উঠেছিল? তার অপরাধের জন্য শুধু তাকেই নয়, কিন্তু সেইসঙ্গে অন্যদেরও জীবন হারাতে হয়েছিল।’”
২১ তখন রূবেণীয়েরা ও গাদীয়েরা এবং মনঃশির অর্ধেক বংশ সেই লোকদের এই কথা বলল, যারা হাজার হাজার ইজরায়েলীয় নিয়ে গঠিত আলাদা আলাদা বংশের প্রধান ব্যক্তি ছিলেন: ২২ “যিহোবা সমস্ত ঈশ্বরের চেয়ে মহান! হ্যাঁ, সমস্ত ঈশ্বরের চেয়ে মহান ঈশ্বর যিহোবা জানেন যে, সত্যটা কী আর সমস্ত ইজরায়েলও এটা জানতে পারবে। আমরা যদি সত্যিই যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করে থাকি, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকি, তা হলে তিনি যেন আমাদের রক্ষা না করেন। ২৩ আমরা যদি যিহোবার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এই বেদি তৈরি করে থাকি আর আমরা যদি এটার উপর হোমবলি, শস্য নৈবেদ্য* এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করার জন্য এটা তৈরি করে থাকি, তা হলে যিহোবা যেন আমাদের শাস্তি দেন। ২৪ কিন্তু ভাইয়েরা, আমরা এই ভয়ে এই বেদি তৈরি করেছি যে, ‘ভবিষ্যতে তোমাদের ছেলেরা আমাদের ছেলেদের বলবে: “ইজরায়েলের ঈশ্বর যিহোবার সঙ্গে তোমাদের কী সম্পর্ক? ২৫ হে রূবেণীয় ও গাদীয়েরা, যিহোবা আমাদের ও তোমাদের মাঝে জর্ডনকে সীমানা হিসেবে নির্ধারণ করেছেন। যিহোবার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই।” এই কথা বলে তোমাদের ছেলেরা যেন আমাদের ছেলেদের যিহোবার উপাসনা* করতে বাধা না দেয়।’
২৬ “তাই আমরা বললাম, ‘এসো, আমরা একটা বেদি তৈরি করি। আমরা হোমবলি কিংবা অন্যান্য বলি উৎসর্গ করার জন্য নয় ২৭ বরং তোমাদের ও আমাদের মধ্যে এবং আমাদের ভাবী বংশধরদের মধ্যে এই বিষয়ে এক সাক্ষি হিসেবে এই বেদি তৈরি করব যে, আমরা যিহোবার সেবা করে চলব আর তাঁর জন্য হোমবলি, মঙ্গলার্থক বলি এবং অন্যান্য বলি উৎসর্গ করে চলব, যেন ভবিষ্যতে তোমাদের ছেলেরা আমাদের ছেলেদের না বলে: “যিহোবার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই।”’ ২৮ তাই আমরা বললাম, ‘ভবিষ্যতে তারা যদি আমাদের কিংবা আমাদের সন্তানদের এই কথা বলে, তা হলে আমরা তাদের বলব: “এই বেদিটা দেখো, যেটা একেবারে যিহোবার বেদির মতোই দেখতে। এটা আমাদের পূর্বপুরুষেরা বানিয়েছিল। তারা এটা হোমবলি কিংবা অন্যান্য বলি উৎসর্গ করার জন্য তৈরি করেনি। এটা এই বিষয়ের এক সাক্ষি যে, আমরা ঈশ্বরের সেবা করব।”’ ২৯ আমরা আমাদের ঈশ্বর যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করার এবং তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা এমনকী ভাবতেও পারি না। যিহোবার পবিত্র তাঁবুর সামনে যখন ইতিমধ্যেই তাঁর বেদি রয়েছে, তখন কীভাবে আমরা আরেকটা বেদি তৈরি করে সেটার উপর যিহোবার জন্য হোমবলি, শস্য নৈবেদ্য এবং অন্যান্য বলি উৎসর্গ করতে পারি!”
৩০ যখন যাজক পীনহস এবং মণ্ডলীর অধ্যক্ষেরা, যারা হাজার হাজার ইজরায়েলীয় নিয়ে গঠিত আলাদা আলাদা বংশের প্রধান ব্যক্তি ছিলেন, তারা রূবেণ, গাদ ও মনঃশির বংশধরদের এই কথা শুনলেন, তখন তারা সন্তুষ্ট হলেন। ৩১ তখন ইলিয়াসরের ছেলে যাজক পীনহস রূবেণ, গাদ ও মনঃশির বংশধরদের বললেন: “আজ আমরা এই বিষয়ে নিশ্চিত হলাম যে, যিহোবা আমাদের মাঝে রয়েছেন কারণ তোমরা যিহোবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করনি। এখন যিহোবা ইজরায়েলীয়দের শাস্তি দেবেন না।”
৩২ এরপর, ইলিয়াসরের ছেলে যাজক পীনহস এবং সমস্ত অধ্যক্ষ গিলিয়দ থেকে, রূবেণীয় ও গাদীয়দের কাছ থেকে কনান দেশে ফিরে এলেন। তারা বাকি ইজরায়েলীয়দের সমস্ত ঘটনা খুলে বললেন। ৩৩ এই খবর শুনে ইজরায়েলীয়েরা সন্তুষ্ট হল আর তারা ঈশ্বরের প্রশংসা করল। তারা রূবেণীয়দের ও গাদীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের এলাকা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ত্যাগ করল।
৩৪ তাই, রূবেণীয়েরা ও গাদীয়েরা সেই বেদির* একটা নাম রাখল আর বলল, “এই বেদি আমাদের সবার জন্য এই বিষয়ের সাক্ষি যে, যিহোবাই হলেন সত্য ঈশ্বর।”