ইব্রীয়
৮ আমরা যা বলছি, সেটার মূল বিষয় হল: আমাদের এইরকম একজন মহাযাজক আছেন, যিনি স্বর্গে মহান ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন; ২ তিনি মহাপবিত্র স্থানের এবং সেই প্রকৃত তাঁবুর সেবক,* যা কোনো মানুষ নয়, বরং যিহোবা* স্থাপন করেছেন। ৩ কারণ প্রত্যেক মহাযাজককে উপহার ও বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত করা হয়; তাই এই মহাযাজকেরও কিছু উৎসর্গ করার প্রয়োজন ছিল। ৪ তিনি যদি পৃথিবীতে থাকতেন, তা হলে তিনি যাজক হতেন না, কারণ ব্যবস্থা অনুযায়ী উপহার উৎসর্গ করার জন্য ইতিমধ্যেই অন্যান্য যাজক ছিল। ৫ এই যাজকদের পবিত্র সেবা কেবল স্বর্গীয় বিষয়গুলোর একটা নমুনা ও ছায়া মাত্র; যেমন মোশি যখন তাঁবু নির্মাণ করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর তাকে এই আদেশ দিয়েছিলেন: “দেখো, পর্বতের উপরে তোমাকে যে-নমুনা দেখানো হয়েছে, সমস্ত কিছু ঠিক সেভাবেই তৈরি কোরো।” ৬ কিন্তু, এখন যিশু আরও শ্রেষ্ঠ সেবাকাজের* দায়িত্ব পেয়েছেন, কারণ তিনি আরও উত্তম এক চুক্তির মধ্যস্থতাকারীও, যে-চুক্তি আরও উত্তম প্রতিজ্ঞাগুলোর উপর বৈধভাবে প্রতিষ্ঠিত।
৭ আসলে, প্রথম চুক্তি যদি ত্রুটিহীন হতো, তা হলে তো দ্বিতীয় চুক্তির কোনো দরকার হতো না। ৮ তিনি লোকদের মধ্যে ত্রুটি দেখতে পেয়েছিলেন, কারণ: “যিহোবা* বলেন, ‘দেখো! এমন সময় আসছে, যখন আমি ইজরায়েলের ও যিহূদার লোকদের সঙ্গে এক নতুন চুক্তি করব।’ ৯ যিহোবা* আরও বলেন, ‘এই চুক্তি, সেই চুক্তির মতো নয়, যা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম, যখন আমি মিশর দেশ থেকে তাদের হাত ধরে বের করে নিয়ে এসেছিলাম। কিন্তু, তারা যেহেতু আমার চুক্তির অধীনে থাকেনি, তাই আমি তাদের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম।’
১০ “যিহোবা* বলেন, ‘ভবিষ্যতে আমি ইজরায়েলের সঙ্গে এই চুক্তি করব, আমি তাদের মনের মধ্যে আমার আইনকানুন রাখব এবং আমি তাদের হৃদয়ের মধ্যে সেগুলো লিখব। আর আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার লোক হবে।
১১ “‘তাদের মধ্যে কেউই সহনাগরিককে এবং নিজ নিজ ভাইকে এই বলে আর শিক্ষা দেবে না: “যিহোবাকে* জানো!” কারণ ক্ষুদ্র থেকে মহান, সবাই আমাকে জানবে। ১২ কারণ আমি তাদের অন্যায় কাজ ক্ষমা করব এবং তাদের পাপ আর কখনো স্মরণ করব না।’”
১৩ “এক নতুন চুক্তি,” এই কথা বলার মাধ্যমে তিনি আগের চুক্তিকে বাতিল করে দিয়েছেন। আর যা-কিছু বাতিল ও পুরোনো হয়ে যাচ্ছে, তা শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে।