করিন্থীয়দের প্রতি দ্বিতীয় চিঠি
১৩ এই নিয়ে তৃতীয় বার আমি তোমাদের কাছে আসছি। “দু-জন বা তিন জন সাক্ষির সাক্ষ্যে* সমস্ত বিষয়ের মীমাংসা করতে হবে।” ২ যদিও আমি তোমাদের কাছ থেকে এখন দূরে আছি, কিন্তু ধরে নাও যে, আমি তোমাদের মধ্যে দ্বিতীয় বার উপস্থিত থেকেই কথাগুলো বলছি। তাই, তোমাদের মধ্যে আগে যারা পাপ করেছিল, তাদের এবং অন্য সবাইকে আমি আগে যেমন সাবধান করেছিলাম, তেমনই এখনও সাবধান করছি, আমি যদি আবার তোমাদের কাছে আসি, তা হলে কেউই শাসন থেকে রেহাই পাবে না। ৩ এভাবে আমি তোমাদের প্রমাণ দেব যে, খ্রিস্ট আমার মাধ্যমে কথা বলছেন। আর খ্রিস্ট তোমাদের ব্যাপারে দুর্বলতা প্রকাশ করেন না, বরং তিনি ক্ষমতা সহকারে কাজ করেন। ৪ এটা সত্যি যে, তাঁকে ক্ষমতাহীন অবস্থায় দণ্ডে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের শক্তিতে তিনি এখন জীবিত আছেন। আর তিনি যেমন ক্ষমতাহীন ছিলেন, তেমনই আমরাও যদিও ক্ষমতাহীন অবস্থায় রয়েছি, কিন্তু ঈশ্বরের শক্তি তোমাদের উপর রয়েছে বলে আমরা খ্রিস্টের সঙ্গে বেঁচে থাকব।
৫ সবসময় নিজেদের পরীক্ষা করে দেখো, তোমরা বিশ্বাসে আছ কি না; তোমরা কেমন ব্যক্তি, তা প্রমাণ করে চলো। তোমরা কি বুঝতে পার না, যিশু খ্রিস্ট তোমাদের সঙ্গে একতাবদ্ধ? যদি তোমরা একতাবদ্ধ না হয়ে থাক, তা হলে এর অর্থ, তোমরা ঈশ্বরের অনুমোদন হারিয়েছ। ৬ আমি সত্যিই আশা করি, তোমরা বুঝতে পারবে যে, আমরা ঈশ্বরের অনুমোদন হারাইনি।
৭ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন তোমরা কোনো মন্দ কাজ না কর। আমরা অন্যদের কাছে গ্রহণযোগ্য, এটা দেখানো আমাদের উদ্দেশ্য নয়। বরং আমরা চাই যেন তোমরা উত্তম কাজ কর, এমনকী অন্যেরা যদি আমাদের গ্রহণ না-ও করে। ৮ কারণ আমরা সত্যের বিরুদ্ধে কিছুই করতে পারি না, কেবল সত্যের পক্ষেই করতে পারি। ৯ আমরা দুর্বল হওয়া সত্ত্বেও তোমরা যখন শক্তিশালী থাক, তখন আমরা সত্যিই আনন্দিত হই। আমরা প্রার্থনা করি, যেন তোমরা ক্রমাগত নিজেদের সংশোধন কর। ১০ এই কারণে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকার সময়ই এইসমস্ত বিষয় লিখলাম, যেন আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকব, তখন প্রভু যিশু আমাকে যে-কর্তৃত্ব দিয়েছেন, তা কঠোরভাবে ব্যবহার না করি এবং যেন সেই কর্তৃত্ব তোমাদের নিরুৎসাহিত করার জন্য নয়, বরং উৎসাহিত করার জন্য ব্যবহার করি।
১১ অবশেষে, হে ভাইয়েরা, আমি তোমাদের উৎসাহিত করছি: তোমরা সবসময় আনন্দ করো, নিজেদের সংশোধন করো, অন্যদের কাছ থেকে সান্ত্বনা গ্রহণ করো, চিন্তাভাবনায় এক হও, শান্তিতে বাস করো; এতে প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। ১২ তোমরা একে অন্যকে আন্তরিকভাবে* শুভেচ্ছা জানিয়ো। ১৩ সমস্ত পবিত্র ব্যক্তি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
১৪ প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া, ঈশ্বরের প্রেম এবং পবিত্র শক্তির আশীর্বাদ তোমাদের সকলের সঙ্গে থাকুক।