তীতের প্রতি চিঠি
৩ তুমি ভাইদের সবসময় মনে করিয়ে দাও, যেন তারা সরকারের ও কর্তৃপক্ষের বশীভূত হয় এবং বাধ্য থাকে, সমস্ত ভালো কাজ করার জন্য প্রস্তুত থাকে, ২ কারো সম্বন্ধে নিন্দাজনক কথা না বলে, ঝগড়াঝাঁটি না করে, বরং যুক্তিবাদী* হয় এবং সমস্ত মানুষের প্রতি মৃদুতা দেখায়। ৩ কারণ আমরাও আগে অবোধ, অবাধ্য এবং অন্যদের দ্বারা ভ্রান্ত ছিলাম, বিভিন্ন মন্দ আকাঙ্ক্ষা ও সুখভোগের দাস ছিলাম, মন্দ কাজ করতাম, হিংসা করতাম, ঘৃণার যোগ্য ছিলাম এবং পরস্পরকে ঘৃণা করতাম।
৪ কিন্তু, আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া এবং মানবজাতির প্রতি তাঁর ভালোবাসা যখন প্রকাশিত হয়েছিল ৫ (আমরা কোনো ধার্মিক কাজ করেছি বলে নয়, বরং তাঁর করুণার কারণে), তখন তিনি স্নানের দ্বারা আমাদের নতুন জীবন দান করার মাধ্যমে এবং পবিত্র শক্তির দ্বারা নতুন করার মাধ্যমে আমাদের রক্ষা করেছেন। ৬ তিনি আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্টের মাধ্যমে আমাদের উপর প্রচুর পরিমাণে পবিত্র শক্তি বর্ষণ করেছেন, ৭ যেন আমরা তাঁর মহাদয়ার মাধ্যমে ধার্মিক বলে গণ্য হওয়ার পর আমাদের প্রত্যাশা অনুসারে অনন্তজীবনের উত্তরাধিকারী হতে পারি।
৮ এই কথাগুলো বিশ্বাসযোগ্য আর আমি চাই, তুমি এই বিষয়গুলোর উপর বার বার জোর দাও, যাতে ঈশ্বরের উপর যাদের বিশ্বাস রয়েছে, তারা উত্তম কাজে ব্যস্ত থাকার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে পারে। এই বিষয়গুলো সমস্ত মানুষের পক্ষে উত্তম ও উপকারজনক।
৯ কিন্তু, তুমি অর্থহীন তর্কবিতর্ক করা, বংশ তালিকা খুঁজে বের করা এবং ব্যবস্থা* নিয়ে ঝগড়া করা এড়িয়ে চলো, কারণ এগুলো নিষ্ফল ও অসার। ১০ যে-ব্যক্তি দলাদলির সৃষ্টি করে, তাকে প্রথম বার এবং এরপর দ্বিতীয় বার সাবধান করার* পর যদি সে না শোনে, তা হলে তার সঙ্গে মেলামেশা করা এড়িয়ে চলো। ১১ কারণ তুমি জান যে, এইরকম ব্যক্তি সঠিক পথ থেকে সরে গিয়েছে এবং পাপ করছে। এভাবে সে নিজেই নিজেকে দোষী বলে প্রমাণ করে।
১২ আমি যখন আর্ত্তিমা অথবা তুখিককে তোমার কাছে পাঠাব, তখন তুমি নীকপলিতে আমার কাছে আসার জন্য যথাসাধ্য কোরো, কারণ আমি শীত কালটা সেখানেই কাটাব বলে ঠিক করেছি। ১৩ ব্যবস্থাবেত্তা সীনা ও আপল্লোকে যতটা সম্ভব সাহায্য করো, যেন যাত্রাপথে তাদের কোনো কিছুর অভাব না হয়। ১৪ কিন্তু, আমাদের সহবিশ্বাসীরা উত্তম কাজে রত থাকতে শিখুক, যাতে তারা জরুরি প্রয়োজনের সময় সাহায্য করতে পারে। এতে তারা তাদের সেবায় ফলহীন থাকবে না।
১৫ আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের প্রতি প্রেম* রয়েছে এমন সহখ্রিস্টানদের আমার শুভেচ্ছা জানিয়ো।
ঈশ্বরের মহাদয়া তোমাদের সকলের সঙ্গে থাকুক।