গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
৪১ সুখী সেই ব্যক্তি, যে গরিব-দুঃখীদের প্রতি বিবেচনা দেখায়,
যিহোবা তাকে বিপদের দিনে উদ্ধার করবেন।
২ যিহোবা তাকে সুরক্ষা জোগাবেন এবং তাকে বাঁচিয়ে রাখবেন।
তাকে পৃথিবীতে সুখী ব্যক্তি বলে গণ্য করা হবে,
ঈশ্বর তাকে কখনো তার শত্রুদের হাতে তুলে দেবেন না।
৩ যখন সে বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকবে, তখন যিহোবা তাকে সাহায্য করবেন,
তার অসুস্থতার সময় ঈশ্বর তার যত্ন নেবেন।*
৪ কারণ আমি বললাম: “হে যিহোবা, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি,
তাই আমার প্রতি অনুগ্রহ দেখাও, আমাকে সুস্থ করো।”
৫ কিন্তু, আমার শত্রুরা আমার বিষয়ে এই মন্দ কথা বলে:
“ও কখন মরবে? ওর নাম কবে মুছে যাবে?”
৬ তাদের মধ্য থেকে কেউ যখন আমাকে দেখতে আসে, তখন সে মিথ্যা কথা বলে।
সে আমার ক্ষতি করার জন্য কিছু-না-কিছু খুঁজে বের করে
আর তারপর বাইরে গিয়ে সেটা বলে বেড়ায়।
৭ যারা আমাকে ঘৃণা করে, তারা সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে,
তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
৮ তারা বলে: “ওর উপর বিপর্যয় নেমে এসেছে,
ও পড়ে গিয়েছে, আর কখনো উঠতে পারবে না।”
১০ কিন্তু হে যিহোবা, আমার প্রতি অনুগ্রহ দেখাও আর আমাকে ওঠাও,
যাতে আমি তাদের প্রতিফল দিতে পারি।
১১ আমার শত্রুরা যখন আমার উপর জয় লাভ করতে পারবে না,
তখন আমি বুঝব যে, তুমি আমার উপর সন্তুষ্ট।
১২ আমার বিশ্বস্ততার কারণে তুমি আমাকে উপরে ওঠাও,
তুমি আমাকে চিরকাল তোমার চোখের সামনে রাখবে।