গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত।
২৬ হে যিহোবা, আমার বিচার করো কারণ আমি বিশ্বস্ততায় চলেছি,
আমি যিহোবার উপর আস্থা রেখেছি, আমার আস্থা টলে যায়নি।
২ হে যিহোবা, আমাকে যাচাই করো, আমাকে পরীক্ষা করো,
আমার হৃদয়কে এবং আমার মনের গভীরে থাকা চিন্তাভাবনাকে* পরিশোধিত করো।
৩ কারণ তোমার অটল প্রেম সবসময় আমার সামনে থাকে
আর আমি তোমার সত্যে চলি।
৪ আমি প্রতারকদের সঙ্গে মেলামেশা করি* না
আর আমি সেই ব্যক্তিদের এড়িয়ে চলি, যারা নিজেদের আসল চরিত্র লুকোয়।*
৬ হে যিহোবা, আমি আমার হাত ধুয়ে নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করব
আর তোমার বেদির চারিদিকে ঘুরব,
৭ যাতে আমি উচ্চস্বরে তোমাকে ধন্যবাদ দিতে পারি
আর তোমার সমস্ত আশ্চর্যজনক কাজ সম্বন্ধে ঘোষণা করতে পারি।
৮ হে যিহোবা, আমি তোমার গৃহ খুব ভালোবাসি, যেখানে তুমি বাস কর,
যেখানে তোমার মহিমা থাকে।
৯ পাপীদের সঙ্গে আমাকে বিনষ্ট করে দিয়ো না,
হিংস্র লোকদের* সঙ্গে আমার জীবন কেড়ে নিয়ো না,
১০ যাদের হাত লজ্জাজনক কাজ করে থাকে
আর যাদের ডান হাত ঘুসে পরিপূর্ণ।
১১ কিন্তু, আমি বিশ্বস্ততায় চলব।
আমাকে উদ্ধার* করো আর আমার প্রতি অনুগ্রহ দেখাও।