তীমথিয়ের প্রতি প্রথম চিঠি
১ আমি পৌল, আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশার ভিত্তি, খ্রিস্ট যিশুর আদেশ অনুসারে খ্রিস্ট যিশুর একজন প্রেরিত, ২ সেই প্রকৃত সন্তান ও সহবিশ্বাসী তীমথিয়ের* প্রতি এই চিঠি লিখছি:
আমাদের পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু যেন তোমার প্রতি মহাদয়া ও করুণা দেখান এবং তোমাকে শান্তি দান করেন।
৩ ম্যাসিডোনিয়ায় যাওয়ার আগে আমি যেমন তোমাকে উৎসাহিত করেছিলাম, তেমনই এখনও উৎসাহিত করছি, তুমি ইফিষেই থাকো এবং কয়েক জনকে এই আদেশ দাও, যেন তারা মিথ্যা শিক্ষা ছড়িয়ে না দেয় ৪ কিংবা মিথ্যা গল্পের প্রতি এবং বংশ তালিকা খুঁজে বের করার প্রতি মনোযোগ না দেয়। কারণ এই ধরনের বিষয়গুলোর কোনো মূল্যই নেই, বরং এগুলো কেবল মনগড়া ধারণার সৃষ্টি করে। এগুলো ঈশ্বরদত্ত এমন কোনো কিছুরই অংশ নয়, যেগুলো বিশ্বাসকে শক্তিশালী করতে পারে। ৫ এই নির্দেশনার* উদ্দেশ্য হল, আমরা যেন এমন প্রেম দেখাই, যা এক শুচি হৃদয়, এক উত্তম বিবেক এবং নিষ্কপট বিশ্বাস থেকে উৎপন্ন হয়। ৬ কেউ কেউ এই বিষয়গুলো থেকে সরে গিয়েছে এবং অসার কথাবার্তায় জড়িয়ে পড়েছে। ৭ তারা আইনের শিক্ষক হতে চায়, অথচ তারা যা বলে এবং যে-বিষয়গুলো আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে, সেগুলো তারা নিজেরাই বোঝে না।
৮ কিন্তু, আমরা জানি, ব্যবস্থা* উত্তম, যদি কেউ তা সঠিকভাবে* পালন করে। ৯ আর আইন ধার্মিক ব্যক্তির জন্য নয়, বরং আইন অমান্যকারী ও বিদ্রোহী, ঈশ্বরভক্তিহীন ও পাপী, আনুগত্যহীন* এবং পবিত্র বিষয়ের অবজ্ঞাকারী, বাবা কিংবা মায়ের হত্যাকারী, খুনি, ১০ যৌন অনৈতিকতায়* রত আছে এমন ব্যক্তি, সমকামী পুরুষ,* অপহরণকারী, মিথ্যাবাদী, মিথ্যাদিব্যকারী এবং উপকারজনক শিক্ষার বিপরীত কোনো কাজ করে এমন ব্যক্তির জন্য। ১১ এই শিক্ষার ভিত্তি হল, সুখী ঈশ্বরের কাছ থেকে পাওয়া সেই মহিমাপূর্ণ সুসমাচার, যা ঘোষণা করার দায়িত্ব তিনি আমাকে আস্থা সহকারে দিয়েছেন।
১২ যিনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশুর কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে এই সেবায় নিযুক্ত করেছেন, ১৩ যদিও আগে আমি ঈশ্বরনিন্দুক, তাড়নাকারী ও অহংকারী ছিলাম। কিন্তু, আমার প্রতি করুণা দেখানো হয়েছে, যেহেতু আমি না বুঝে এবং প্রকৃত বিশ্বাস না থাকার কারণে এইসমস্ত বিষয় করতাম। ১৪ কিন্তু, আমাদের প্রভু আমার প্রতি বিশেষ মহাদয়া দেখিয়েছেন আর আমি খ্রিস্ট যিশুর কাছ থেকে বিশ্বাস ও প্রেম লাভ করেছি। ১৫ এই কথাগুলো বিশ্বাসযোগ্য এবং পুরোপুরিভাবে গ্রহণ করারও যোগ্য: খ্রিস্ট যিশু পাপীদের রক্ষা করার জন্য এই জগতে এসেছেন। আর এই পাপীদের মধ্যে আমি সর্বপ্রধান। ১৬ কিন্তু, আমার প্রতি করুণা দেখানো হয়েছে, যাতে সর্বপ্রধান পাপী যে আমি, সেই আমার মাধ্যমে খ্রিস্ট যিশু তাঁর সমস্ত ধৈর্য দেখাতে পারেন এবং তাঁর উপর বিশ্বাস করার ফলে যারা অনন্তজীবন লাভ করবে, তাদের জন্য আমি এক উদাহরণ হতে পারি।
১৭ সমাদর ও গৌরব যুগে যুগে চিরকাল সেই অনন্তকালীন রাজা এবং অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বরেরই হোক। আমেন।
১৮ হে আমার সন্তান তীমথিয়, তোমার বিষয়ে যে-ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, সেই অনুযায়ী আমি তোমাকে আস্থা সহকারে এই নির্দেশনা* দিচ্ছি, যেন তুমি সেগুলোর সঙ্গে মিল রেখে উত্তম যুদ্ধ চালিয়ে যেতে পার ১৯ আর বিশ্বাস এবং উত্তম বিবেক বজায় রাখ। এই উত্তম বিবেকের কথা না শোনার কারণে কারো কারো বিশ্বাসরূপ জাহাজ ভেঙে গিয়েছে। ২০ হুমিনায় ও আলেক্সান্দার সেই ব্যক্তিদের মধ্যে রয়েছে আর আমি তাদের শয়তানের হাতে সমর্পণ করেছি, যেন তারা এই শাস্তির মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে যে, ঈশ্বরনিন্দা করতে নেই।