শমূয়েলের প্রথম পুস্তক
১০ এরপর, শমূয়েল তেলের পাত্র নিলেন আর শৌলের মাথায় তেল ঢেলে দিলেন। তিনি শৌলকে চুম্বন করে বললেন: “যিহোবা তোমাকেই অভিষেক করে তাঁর প্রজার নেতা হিসেবে নিযুক্ত করেছেন! ২ আজ তুমি আমার কাছ থেকে চলে যাওয়ার পর বিন্যামীনের এলাকায় সেল্সহে রাহেলের কবরের কাছে দু-জন পুরুষের সঙ্গে তোমার দেখা হবে। তারা তোমাকে বলবে, ‘তুমি যে-গাধীগুলো খুঁজতে বেরিয়েছিলে, সেগুলো পাওয়া গিয়েছে। তোমার বাবা এখন পশুদের চিন্তা ছেড়ে তোমার জন্য চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বলছেন: “আমার ছেলে তো এখনও ফিরল না। আমি কী করব?”’ ৩ তারপর, তুমি সেখান থেকে এগিয়ে গিয়ে তাবোরের বড়ো গাছের কাছে যাবে। সেখানে তিন জন পুরুষের সঙ্গে তোমার দেখা হবে, যারা সত্য ঈশ্বরের উপাসনা করার জন্য বৈথেলে যাচ্ছে। একজনের হাতে তিনটে ছাগলছানা থাকবে, আরেকজনের হাতে তিনটে রুটি থাকবে আর অন্যজনের হাতে দ্রাক্ষারসের* একটা বড়ো পাত্র থাকবে। ৪ তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কেমন আছ আর তারপর তোমাকে দুটো রুটি দেবে। তুমি তাদের কাছ থেকে রুটিগুলো নিয়ো। ৫ এরপর, তুমি সত্য ঈশ্বরের পাহাড়ে পৌঁছোবে, যেখানে পলেষ্টীয় সৈন্যদের মোতায়েন করা হয়েছে। তুমি যখন নগরে যাবে, তখন একদল ভাববাদীর সঙ্গে তোমার দেখা হবে, যারা উঁচু জায়গা থেকে নেমে আসছে। তুমি দেখবে, তারা ভবিষ্যদ্বাণী করছে আর তাদের আগে আগে তারওয়ালা বাদ্যযন্ত্র, খঞ্জনি, বাঁশি ও বীণা বাজানো হচ্ছে। ৬ তখন যিহোবার পবিত্র শক্তি তোমার উপর কাজ করবে আর তুমিও সেই ভাববাদীদের সঙ্গে ভবিষ্যদ্বাণী করবে এবং তুমি একেবারে অন্য ধরনের ব্যক্তি হয়ে উঠবে। ৭ এইসমস্ত চিহ্ন পরিপূর্ণ হওয়ার পর তোমার যা সঠিক বলে মনে হয়, তা-ই কোরো কারণ সত্য ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। ৮ তারপর, তুমি গিল্গলে নেমে যেয়ো। তোমার পরে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করার জন্য আমি সেখানে যাব। তুমি সেখানে সাত দিন আমার জন্য অপেক্ষা কোরো। তারপর, আমি এসে তোমাকে বলব, তোমাকে কী কী করতে হবে।”
৯ শমূয়েলের কাছ থেকে চলে যাওয়ার জন্য যেই-না শৌল ঘুরে দাঁড়ালেন, অমনি ঈশ্বর শৌলের হৃদয় পরিবর্তন করতে শুরু করলেন, যেটার ফলে তিনি একেবারে অন্য ধরনের ব্যক্তি হয়ে উঠতে লাগলেন। সেই দিনই সেই সমস্ত চিহ্ন পরিপূর্ণ হল। ১০ তারা সেখান থেকে পাহাড়ে গেলেন আর সেখানে একদল ভাববাদীর সঙ্গে তার দেখা হল। ঠিক সেই মুহূর্তেই ঈশ্বরের পবিত্র শক্তি শৌলের উপর কাজ করল আর তিনি তাদের সঙ্গে মিলে ভবিষ্যদ্বাণী করতে লাগলেন। ১১ যারা আগে থেকে শৌলকে চিনত, তারা যখন দেখল, তিনি ভাববাদীদের সঙ্গে ভবিষ্যদ্বাণী করছেন, তখন তারা একে অন্যকে বলল: “কীশের ছেলের কী হয়েছে? শৌলও কি ভাববাদী হয়ে গিয়েছেন?” ১২ তখন সেখানকার একজন ব্যক্তি বলল: “কিন্তু, এদের বাবা কে?” এই ঘটনা থেকেই এই প্রবাদ বাক্যের উৎপত্তি হল: “শৌলও কি ভাববাদী হয়ে গিয়েছেন?”
১৩ শৌল যখন ভবিষ্যদ্বাণী করা শেষ করলেন, তখন তিনি উঁচু জায়গায় গেলেন। ১৪ পরে, শৌলের বাবার ভাই তাকে এবং তার সেবককে জিজ্ঞেস করলেন: “তোমরা দু-জন কোথায় গিয়েছিলে?” শৌল বললেন: “আমরা গাধীগুলো খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেগুলো পাইনি। তাই, আমরা শমূয়েলের কাছে গিয়েছিলাম।” ১৫ তখন শৌলের বাবার ভাই তাকে জিজ্ঞেস করলেন: “শমূয়েল তোমাদের কী বলেছেন?” ১৬ উত্তরে শৌল বললেন: “তিনি আমাদের বললেন, গাধীগুলোকে পাওয়া গিয়েছে।” কিন্তু, শৌল তাকে বললেন না যে, শমূয়েল তাকে রাজা হিসেবে নিযুক্ত করার বিষয়েও বলেছেন।
১৭ এরপর, শমূয়েল ইজরায়েলীয়দের মিস্পায় যিহোবার সামনে একত্রিত হওয়ার জন্য ডেকে পাঠালেন। ১৮ সেখানে তিনি ইজরায়েলীয়দের বললেন: “ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ‘আমি ইজরায়েলকে মিশর থেকে বের করেছিলাম। আমি তোমাদের মিশর ও সেইসঙ্গে সেই সমস্ত রাজ্যের হাত থেকে উদ্ধার করেছিলাম, যেগুলো তোমাদের উপর অত্যাচার করত। ১৯ কিন্তু, আজ তোমরা সেই ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ, যিনি তোমাদের সমস্ত বিপদ-আপদ ও দুর্দশা থেকে উদ্ধার করেছেন। তোমরা আমাকে বললে: “না, আমাদের উপর রাজত্ব করার জন্য তোমাকে একজন রাজা নিযুক্ত করতেই হবে।” তাই, তোমরা এখন নিজের নিজের বংশ ও পরিবার অনুযায়ী যিহোবার সামনে দাঁড়িয়ে পড়ো।’”
২০ তারপর, শমূয়েল ইজরায়েলের সমস্ত বংশকে এগিয়ে আসতে বললেন। সমস্ত বংশের মধ্য থেকে বিন্যামীন বংশকে বেছে নেওয়া হল। ২১ তারপর, তিনি বিন্যামীন বংশের সমস্ত পরিবারকে এগিয়ে আসতে বললেন। তাদের মধ্য থেকে মট্রীয়দের পরিবারকে বেছে নেওয়া হল। শেষে, সেই পরিবারের মধ্য থেকে কীশের ছেলে শৌলকে বেছে নেওয়া হল। কিন্তু, তারা যখন শৌলকে খুঁজতে শুরু করল, তখন তাকে কোথাও পাওয়া গেল না। ২২ তখন তারা যিহোবাকে জিজ্ঞেস করল: “সেই পুরুষ কি এখানে এসেছে?” যিহোবা বললেন: “দেখো, সে ওখানে রয়েছে, মালপত্রের মধ্যে লুকিয়ে রয়েছে।” ২৩ তখন তারা দৌড়ে মালপত্রের কাছে গেল আর তাকে সেখান থেকে নিয়ে এল। তিনি যখন লোকদের মাঝে এসে দাঁড়ালেন, তখন দেখা গেল, তিনি এত লম্বা যে, সবাই তার কাঁধ পর্যন্তই পৌঁছোচ্ছে। ২৪ শমূয়েল সমস্ত লোককে বললেন: “দেখো! যিহোবা তোমাদের জন্য কত ভালো একজন ব্যক্তিকে বেছে নিয়েছেন। সমস্ত লোকের মধ্যে তার মতো আর কেউ নেই।” তখন লোকেরা উচ্চস্বরে বলতে লাগল: “রাজা দীর্ঘজীবী হোন! রাজা দীর্ঘজীবী হোন!”
২৫ শমূয়েল লোকদের বললেন, একজন রাজার তাদের কাছ থেকে কী কী দাবি করার অধিকার রয়েছে। তারপর, তিনি সেই সমস্ত কথা একটা বইয়ে লিখে সেটা যিহোবার সামনে রেখে দিলেন। পরে, শমূয়েল সমস্ত লোককে বিদায় জানালেন আর তারা নিজের নিজের বাড়িতে ফিরে গেল। ২৬ শৌলও গিবিয়ায় নিজের বাড়িতে ফিরে গেলেন আর তার সঙ্গে সেই সমস্ত বীরযোদ্ধাও গেল, যাদের যিহোবা অনুপ্রাণিত করেছিলেন।* ২৭ কিন্তু, কয়েক জন অপদার্থ লোক বলল: “এ আবার আমাদের কী বাঁচাবে?” তারা শৌলকে তুচ্ছ বলে মনে করল আর তার জন্য কোনো উপহার নিয়ে এল না। কিন্তু, শৌল কিছুই বললেন না।*