বংশাবলির প্রথম খণ্ড
২২ তারপর, দায়ূদ বললেন: “এটা সত্য ঈশ্বর যিহোবার গৃহ আর এটা ইজরায়েলের জন্য হোমবলির বেদি।”
২ পরে, দায়ূদ আদেশ দিলেন যেন ইজরায়েলে বসবাসরত সমস্ত বিদেশিকে একত্রিত করা হয়। তিনি তাদের সত্য ঈশ্বরের গৃহের নির্মাণ কাজের জন্য পাথর কাটার লোক হিসেবে নিযুক্ত করলেন, যেন তারা পাথর কাটে। ৩ দায়ূদ দরজাগুলোর পেরেক ও কবজার জন্য প্রচুর পরিমাণে লোহা জোগাড় করলেন আর তিনি এত তামা জোগাড় করলেন যে, সেটার ওজন করা সম্ভব ছিল না। ৪ তিনি অসংখ্য দেবদারু কাঠ জোগাড় করলেন কারণ সীদোন ও সোরের লোকেরা প্রচুর পরিমাণে দেবদারু কাঠ দায়ূদের কাছে এনেছিল। ৫ দায়ূদ বললেন: “আমার ছেলে শলোমন এখনও যুবক এবং তার কোনো অভিজ্ঞতা নেই আর যিহোবার জন্য যে-গৃহ নির্মাণ করা হবে, সেটা যেন এত মহৎ ও সুন্দর হয় যে, সেটার খ্যাতি সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। তাই, আমি শলোমনের জন্য সব কিছু প্রস্তুত করে রাখব।” দায়ূদ মৃত্যুর আগে প্রচুর পরিমাণে জিনিসপত্র জোগাড় করলেন।
৬ এ ছাড়া, তিনি তার ছেলে শলোমনকে ডাকলেন এবং তাকে ইজরায়েলের ঈশ্বর যিহোবার জন্য একটা গৃহ নির্মাণ করার বিষয়ে নির্দেশনা দিলেন। ৭ দায়ূদ তার ছেলে শলোমনকে বললেন: “আমার মনের ইচ্ছা ছিল, যেন আমি আমার ঈশ্বর যিহোবার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করি। ৮ কিন্তু, আমার কাছে যিহোবার এই বার্তা এল, ‘তুমি অনেক রক্তপাত করেছ এবং বড়ো বড়ো যুদ্ধ করেছ। তুমি আমার নামের গৌরব করার জন্য গৃহ নির্মাণ করবে না কারণ তুমি আমার সামনে ভূমিতে অনেক রক্তপাত করেছ। ৯ কিন্তু দেখো! তোমার একটি ছেলে হবে, যে শান্তি* উপভোগ করবে আর আমি তাকে আশেপাশের সমস্ত শত্রুর হাত থেকে রেহাই দেব কারণ তার নাম হবে শলোমন* আর তার সময়কালে আমি ইজরায়েলকে সুখ ও শান্তি দেব। ১০ সে-ই আমার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করবে। সে আমার ছেলে হবে আর আমি তার পিতা হব। আমি ইজরায়েলের উপর তার সিংহাসন চিরকালের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব।’
১১ “তাই ছেলে আমার, যিহোবা যেন তোমার সঙ্গে থাকেন আর তুমি যেন সফল হও এবং তোমার ঈশ্বর যিহোবার গৃহ নির্মাণ কর, ঠিক যেমনটা তিনি তোমার বিষয়ে বলেছেন। ১২ যিহোবা যখন তোমাকে ইজরায়েলের উপর ক্ষমতা দেবেন, তখন তিনি যেন তোমাকে বিচক্ষণতা এবং বোঝার ক্ষমতা দেন, যাতে তুমি তোমার ঈশ্বর যিহোবার আইন পালন করে চল। ১৩ তুমি যদি খুব ভালোভাবে সেই নিয়ম এবং বিচার সংক্রান্ত রায়গুলো পালন কর, যেগুলো ইজরায়েলকে দেওয়ার জন্য যিহোবা মোশিকে আজ্ঞা দিয়েছিলেন, তা হলে তুমি সফল হবে। তুমি দৃঢ় ও সাহসী হও। তুমি ভয় পেয়ো না কিংবা আতঙ্কিতও হোয়ো না। ১৪ আমি অনেক কষ্ট করে যিহোবার গৃহের জন্য ১,০০,০০০ তালন্ত* সোনা এবং ১০,০০,০০০ তালন্ত রুপো জোগাড় করেছি আর এত তামা ও লোহা জোগাড় করেছি যে, সেগুলোর ওজন করা সম্ভব নয়। আমি কাঠ ও পাথরও জোগাড় করেছি, কিন্তু তুমি সেগুলো আরও বাড়াবে। ১৫ তোমার কাছে অনেক কর্মীও রয়েছে, পাথর কাটার লোক, রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি এবং সমস্ত ধরনের দক্ষ কর্মী। ১৬ এই কাজের জন্য এত সোনা, রুপো, তামা ও লোহা রয়েছে যে, সেগুলোর পরিমাপ করা যাবে না। এবার তুমি এই কাজ শুরু করে দাও আর যিহোবা যেন তোমার সঙ্গে থাকেন।”
১৭ এরপর, দায়ূদ ইজরায়েলের সমস্ত অধ্যক্ষকে আদেশ দিলেন, যেন তারা তার ছেলে শলোমনকে সাহায্য করে। তিনি বললেন: ১৮ “তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের সঙ্গে রয়েছেন আর তিনি চারপাশের সমস্ত শত্রুর হাত থেকে তোমাদের রেহাই দিয়েছেন। তিনি এই দেশের বাসিন্দাদের আমার হাতে সমর্পণ করে দিয়েছেন আর যিহোবা এবং তাঁর লোকদের সামনে এই দেশটাকে আমার অধীনে করা হয়েছে। ১৯ তাই, এখন তোমরা সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হও যে, তোমরা তোমাদের ঈশ্বর যিহোবার অন্বেষণ করবে। আর তোমরা সত্য ঈশ্বর যিহোবার পবিত্র স্থান নির্মাণ করার কাজ শুরু করে দাও, যাতে যিহোবার চুক্তির সিন্দুক এবং সত্য ঈশ্বরের পবিত্র বাসনপত্র সেই গৃহে নিয়ে যাওয়া হয়, যেটা যিহোবার নামের গৌরব করার জন্য নির্মাণ করা হবে।”