গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
১৪ মূর্খ* ব্যক্তি মনে মনে বলে:
“যিহোবা বলে কেউ নেই।”
এই ধরনের লোকদের কাজ কলুষিত ও জঘন্য,
তাদের মধ্যে কেউই ভালো কাজ করে না।
২ কিন্তু, যিহোবা স্বর্গ থেকে মানুষকে লক্ষ করেন,
তিনি দেখেন, কারো বোঝার ক্ষমতা আছে কি না,
কেউ যিহোবার অনুসন্ধান করে কি না।
৩ তারা সবাই সঠিক পথ থেকে সরে গিয়েছে,
তারা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে।
কেউ ভালো কাজ করে না,
এক জনও নয়।
৪ যারা মন্দ কাজ করে, তারা কেউই কি বোঝে না?
তারা আমার লোকদের এমনভাবে খেয়ে ফেলে, যেন ওরা রুটি।
তারা যিহোবাকে ডাকে না।
৫ কিন্তু, তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যাবে
কারণ যিহোবা ধার্মিক লোকদের প্রজন্মের সঙ্গে থাকেন।
৬ তোমরা যারা মন্দ কাজ করে থাক,
তোমরা গরিবের পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা কর,
কিন্তু যিহোবা তার আশ্রয়স্থান।
৭ ইজরায়েলের পরিত্রাণ যেন সিয়োন থেকে আসে!
যিহোবা যখন তাঁর লোকদের বন্দিত্ব থেকে মুক্ত করে আনবেন,
তখন যাকোব যেন আনন্দ করে, ইজরায়েল যেন উল্লাস করে।