মথি লিখিত সুসমাচার
১ এই বইয়ে যিশুর জীবনী* রয়েছে, যাঁকে খ্রিস্ট* বলা হয়। তিনি দায়ূদের সন্তান, অব্রাহামের সন্তান:
২ অব্রাহামের ছেলে ইস্হাক;
ইস্হাকের ছেলে যাকোব;
যাকোবের ছেলে যিহূদা এবং তার ভাইয়েরা;
৩ যিহূদার ছেলে পেরস ও সেরহ আর তাদের মা হলেন তামর;
পেরসের ছেলে হিষ্রোণ;
হিষ্রোণের ছেলে রাম;
৪ রামের ছেলে অম্মীনাদব;
অম্মীনাদবের ছেলে নহশোন;
নহশোনের ছেলে সল্মোন;
৫ সল্মোনের ছেলে বোয়স আর বোয়সের মা হলেন রাহব;
বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের মা হলেন রূৎ;
ওবেদের ছেলে যিশয়;
৬ যিশয়ের ছেলে রাজা দায়ূদ।
দায়ূদের ছেলে শলোমন আর শলোমনের মা আগে ঊরিয়ের স্ত্রী ছিলেন;
৭ শলোমনের ছেলে রহবিয়াম;
রহবিয়ামের ছেলে অবিয়;
অবিয়ের ছেলে আসা;
৮ আসার ছেলে যিহোশাফট;
যিহোশাফটের ছেলে যোরাম;
যোরামের ছেলে উষিয়;
৯ উষিয়ের ছেলে যোথম;
যোথমের ছেলে আহস;
আহসের ছেলে হিষ্কিয়;
১০ হিষ্কিয়ের ছেলে মনঃশি;
মনঃশির ছেলে আমোন;
আমোনের ছেলে যোশিয়;
১১ যোশিয়ের ছেলে যিকনিয় এবং তার ভাইয়েরা; ইজরায়েল জাতি বাবিলে নির্বাসনে যাওয়ার কাছাকাছি সময়ে তাদের জন্ম হয়।
১২ যিকনিয়ের ছেলে শল্টীয়েল; বাবিলে নির্বাসনে যাওয়ার পর শল্টীয়েলের জন্ম হয়;
শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল;
১৩ সরুব্বাবিলের ছেলে অবীহূদ;
অবীহূদের ছেলে ইলীয়াকীম;
ইলীয়াকীমের ছেলে আসোর;
১৪ আসোরের ছেলে সাদোক;
সাদোকের ছেলে আখীম;
আখীমের ছেলে ইলীহূদ;
১৫ ইলীহূদের ছেলে ইলিয়াসর;
ইলিয়াসরের ছেলে মত্তন;
মত্তনের ছেলে যাকোব;
১৬ যাকোবের ছেলে যোষেফ, যিনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভ থেকে যিশুর জন্ম হয়, যাঁকে খ্রিস্ট বলা হয়।
১৭ অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত মোট ১৪ প্রজন্ম; দায়ূদ থেকে বাবিলের নির্বাসন পর্যন্ত মোট ১৪ প্রজন্ম; বাবিলের নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত মোট ১৪ প্রজন্ম।
১৮ এভাবে যিশুর জন্ম হয়। তাঁর মা মরিয়মের সঙ্গে যোষেফের বাগ্দান হয়েছিল। কিন্তু, তাদের বিয়ের আগে জানা গেল, মরিয়ম পবিত্র শক্তির* ক্ষমতায় গর্ভবতী হয়েছেন। ১৯ তবে, তার স্বামী যোষেফ যেহেতু ধার্মিক ছিলেন এবং তাকে সবার সামনে লজ্জার পাত্র করতে চাননি, তাই তিনি গোপনে মরিয়মের সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নিলেন। ২০ কিন্তু, তিনি এইসমস্ত বিষয় নিয়ে চিন্তা করার পর, দেখো! যিহোবার* একজন স্বর্গদূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন: “যোষেফ, দায়ূদসন্তান, মরিয়মকে বিয়ে করতে* ভয় পেয়ো না, কারণ তার গর্ভে যে-সন্তান রয়েছে, তা পবিত্র শক্তির ক্ষমতায় হয়েছে। ২১ তিনি একজন ছেলের জন্ম দেবেন আর তুমি তাঁর নাম রাখবে যিশু,* কারণ তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে মুক্ত করবেন।” ২২ এই সমস্ত কিছু এইজন্যই ঘটেছে, যেন তাঁর ভাববাদীর মাধ্যমে বলা যিহোবার* এই কথাগুলো পরিপূর্ণ হয়: ২৩ “দেখো! এক কুমারী গর্ভবতী হবে এবং একজন ছেলের জন্ম দেবে আর লোকেরা তাঁকে ইম্মানূয়েল বলে ডাকবে,” অনুবাদ করলে যে-নামের অর্থ, “আমাদের সঙ্গে ঈশ্বর।”
২৪ পরে যোষেফ ঘুম থেকে জেগে উঠলেন এবং যিহোবার* স্বর্গদূত তাকে যে-নির্দেশনা দিয়েছিলেন, সেইমতো কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন।* ২৫ কিন্তু, মরিয়ম সেই ছেলের জন্ম না দেওয়া পর্যন্ত যোষেফ তার সঙ্গে যৌনসম্পর্ক করলেন না। তিনি সেই ছেলের নাম রাখলেন যিশু।