গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়।
৬১ হে ঈশ্বর, সাহায্য চেয়ে করা আমার বিনতি শোনো।
আমার প্রার্থনার প্রতি মনোযোগ দাও।
২ আমার হৃদয় যখন হতাশায় ডুবে থাকবে,*
তখন আমি পৃথিবীর প্রান্ত থেকে তোমাকে ডাকব।
তুমি আমাকে আমার চেয়েও উঁচু একটা শৈলে নিয়ে যাও।
৩ কারণ তুমি আমার আশ্রয়স্থান,
এক দৃঢ় দুর্গ, যেটা শত্রুর হাত থেকে আমাকে সুরক্ষিত রাখে।
৪ আমি চিরকাল তোমার তাঁবুতে অতিথি হয়ে থাকব,
তোমার ডানার নীচে আশ্রয় নেব। (সেলা)
৫ কারণ হে ঈশ্বর, তুমি আমার অঙ্গীকারগুলো শুনেছ।
যারা তোমার নামকে ভয় করে, তুমি তাদের যে-উত্তরাধিকার দিয়ে থাক,
সেই উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।
৬ তুমি রাজার আয়ু বৃদ্ধি করবে,
তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবেন।