ফিলীমনের প্রতি চিঠি
১ আমি পৌল, খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে একজন বন্দি। আমি এবং আমাদের ভাই তীমথিয়, আমরা আমাদের প্রিয় সহকর্মী ফিলীমনের প্রতি ২ আর সেইসঙ্গে আমাদের বোন আপ্পিয়া, আমাদের সহসেনা আর্খিপ্প এবং ফিলীমনের বাড়িতে যে-মণ্ডলী মিলিত হয়, তাদের সকলের প্রতি লিখছি:
৩ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।
৪ প্রিয় ভাই ফিলীমন, আমি যখন প্রার্থনায় তোমার বিষয়ে উল্লেখ করি, তখন সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। ৫ কারণ প্রভু যিশুর উপর তোমার বিশ্বাসের কথা আর সেইসঙ্গে তাঁর প্রতি এবং সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি তোমার যে-ভালোবাসা রয়েছে, সেই বিষয়ে আমি শুনতে পাচ্ছি। ৬ আমি প্রার্থনা করি, অন্যদের মতো তোমারও যে-বিশ্বাস রয়েছে, তা যেন তোমাকে সেই সমস্ত আশীর্বাদ উপলব্ধি করতে পরিচালিত করে, যেগুলো আমরা খ্রিস্টের মাধ্যমে লাভ করেছি। ৭ হে আমার ভাই, তোমার ভালোবাসার কথা শুনে আমি অনেক আনন্দ ও সান্ত্বনা পেয়েছি, কারণ তোমার মাধ্যমে পবিত্র ব্যক্তিদের হৃদয় শক্তিশালী হয়েছে।
৮ তাই, খ্রিস্টের একজন প্রেরিত হিসেবে যদিও আমি তোমাকে যা সঠিক, তা করার জন্য নির্দ্বিধায় আদেশ দিতে পারি, ৯ কিন্তু তোমার ভালোবাসার কারণে আমি তোমাকে তা করার জন্য অনুরোধ করছি, যেহেতু আমি পৌল, বৃদ্ধ হয়ে গিয়েছি আর এখন খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে বন্দি আছি। ১০ আমি আমার সন্তানের বিষয়ে অর্থাৎ শিকলে বাঁধা অবস্থায় আমি যার পিতা হয়েছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে অনুরোধ করছি। ১১ সে আগে তোমার কোনো কাজের ছিল না, কিন্তু এখন সে তোমার ও আমার, উভয়ের জন্যই কার্যকারী। ১২ আমি তাকেই, হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয়পাত্রকে তোমার কাছে ফেরত পাঠাচ্ছি।
১৩ আমি তাকে আমার নিজের কাছেই রাখতে চেয়েছিলাম, যাতে সুসমাচারের জন্য আমি শিকলে বাঁধা থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে। ১৪ কিন্তু, আমি তোমার সম্মতি ছাড়া কিছুই করতে চাই না, যাতে আমি তোমাকে যে-অনুগ্রহ দেখাতে বলছি, সেটা তুমি দেখাতে হবে বলে নয়, বরং নিজের ইচ্ছায় দেখাও। ১৫ সে হয়তো এই কারণে অল্পকালের* জন্য পৃথক হয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পেতে পার। ১৬ তবে, তুমি তাকে শুধু দাস হিসেবে নয়, বরং আরও মূল্যবান ব্যক্তি হিসেবে অর্থাৎ প্রিয় ভাই হিসেবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু একজন দাস এবং খ্রিস্টান ভাই হিসেবে সে তোমার কাছে আরও বেশি প্রিয় হবে। ১৭ তাই, তুমি যদি আমাকে একজন বন্ধু বলে মনে করে থাক, তা হলে তুমি আমাকে যেভাবে গ্রহণ করতে, তাকেও সেভাবে গ্রহণ করো। ১৮ আর তুমি যদি তার কারণে কোনো ক্ষতি ভোগ করে থাক কিংবা কোনো বিষয়ে সে তোমার কাছে ঋণী থাকে, তা হলে সেটা আমার দেনা হিসেবেই ধরো। ১৯ আমি পৌল, নিজের হাতে এটা লিখছি: আমি তা পরিশোধ করব। অবশ্য, তুমি তোমার জীবনের জন্য যে আমার কাছে ঋণী, সেই কথা আর উল্লেখ করতে চাই না। ২০ হ্যাঁ, হে আমার ভাই, আমরা যেহেতু দু-জনেই প্রভুর শিষ্য, তাই আমি তোমার কাছ থেকে এই সাহায্য চাই: খ্রিস্টের একজন শিষ্য হিসেবে আমার হৃদয়কে শক্তিশালী করো।
২১ তুমি আমার অনুরোধ অনুযায়ী কাজ করবে জেনেই আমি তোমাকে লিখছি আর আমি জানি, আমি যা বললাম, তুমি তার চেয়ে আরও বেশি করবে। ২২ আর সেইসঙ্গে আমার থাকার জন্য একটা স্থান প্রস্তুত কোরো, কারণ আমি আশা করছি, তোমাদের প্রার্থনার ফলে আমি তোমাদের কাছে ফিরে যাব।*
২৩ ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, যিনি খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কারণে আমার সঙ্গে বন্দি রয়েছেন। ২৪ এ ছাড়া, মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, আমার এই সহকর্মীরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
২৫ তোমরা যে-ভালো মনোভাব দেখিয়ে থাক, সেটার উপর প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া থাকুক।