যিশাইয়
৯ কিন্তু, এই অন্ধকার সেইরকম হবে না, যেমনটা সেই সময়ে হয়েছিল, যখন দেশের উপর বিপদ নেমে এসেছিল, যখন অতীতে সবূলূনের দেশ এবং নপ্তালির দেশকে তুচ্ছ করা হয়েছিল। কিন্তু, পরবর্তী সময় ঈশ্বর সেটাকে অর্থাৎ সমুদ্রের পাশের রাস্তাকে, জর্ডনের এলাকাকে এবং বিদেশিদের গালীলকে সম্মানিত করবেন।
২ যে-লোকেরা অন্ধকারে চলছিল,
তারা মহা আলো দেখতে পেয়েছে।
যারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাস করছিল,
তাদের উপর আলো পড়েছে।
৩ তুমি সেই জাতিকে বৃদ্ধি করেছ,
তুমি সেই জাতির আনন্দ বৃদ্ধি করেছ।
তারা তোমার সামনে আনন্দ করে,
ঠিক যেভাবে লোকেরা শস্য কাটার সময় আনন্দ করে,
লুট-করা জিনিস ভাগ করে নেওয়ার সময় উল্লাস করে।
৪ কারণ তুমি তাদের বোঝার জোয়াল, তাদের কাঁধের বাঁক
এবং যারা তাদের দিয়ে কাজ করায়, তাদের লাঠি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ,
যেমনটা তুমি মিদিয়নের দিনে করেছিলে।
৫ যোদ্ধার প্রতিটা জুতো, যেটা মাটি কাঁপিয়ে চলে
এবং রক্তে ভেজা প্রতিটা পোশাক
আগুনের জ্বালানি হয়ে উঠবে।
৬ কারণ আমাদের জন্য একটি শিশু জন্মেছেন,
একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে
আর তাঁর কাঁধে শাসন করার অধিকার* থাকবে।
তাঁকে বলা* হবে অসাধারণ পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, অনন্তকালীন পিতা এবং শান্তির রাজা।
৭ দায়ূদের সিংহাসনে এবং তাঁর রাজ্যে
তাঁর শাসনের* বৃদ্ধির এবং শান্তির কোনো সীমা থাকবে না,
যাতে এখন থেকে চিরকাল
ন্যায়বিচার এবং সঠিক কাজের দ্বারা
তাঁর রাজ্যকে দৃঢ়ভাবে স্থাপন করা হয় এবং টিকিয়ে রাখা হয়।
স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা
নিজের উদ্যোগের কারণে এমনটা অবশ্যই করবেন।
৮ যিহোবা যাকোবের বিরুদ্ধে এক বার্তা পাঠিয়েছেন
আর সেটা ইজরায়েলের বিরুদ্ধে এসেছে।
৯ আর সমস্ত লোক অর্থাৎ ইফ্রয়িম এবং শমরিয়ার বাসিন্দারা তা জানতে পারবে,
যারা তাদের অহংকার এবং হৃদয়ের একগুঁয়েমির কারণে বলে:
১০ “ইটগুলো পড়ে গিয়েছে,
কিন্তু আমরা কাটা পাথর দিয়ে নির্মাণ করব।
ডুমুর গাছগুলো কেটে ফেলা হয়েছে,
কিন্তু আমরা সেগুলোর পরিবর্তে দেবদারু গাছ ব্যবহার করব।”*
১১ যিহোবা রৎসীনের শত্রুদের তার বিরুদ্ধে দাঁড় করাবেন
আর ইজরায়েলের শত্রুদের আক্রমণ করার জন্য উত্তেজিত করবেন।
১২ পূর্ব দিক থেকে সিরিয়া এবং পশ্চিম* দিক থেকে পলেষ্টীয়েরা আসবে,
তারা হাঁ করে ইজরায়েলকে গিলে ফেলবে।
এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠাণ্ডা হয়নি
আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন।
১৩ কারণ লোকেরা তাঁর কাছে ফিরে আসেনি, যিনি তাদের আঘাত করেন,
তারা স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার অনুসন্ধান করেনি।
১৪ তাই, যিহোবা এক দিনের মধ্যেই
ইজরায়েলের মাথা ও লেজ, কচি ডাল এবং লম্বা লম্বা ঘাস* কেটে দেবেন।
১৫ মাথা হল প্রাচীন এবং উচ্চ সম্মাননীয় ব্যক্তি
আর লেজ হল সেই ভাববাদী, যে মিথ্যা নির্দেশনা দেয়।
১৬ এই জাতির নেতারা তাদের ভুল পথে নিয়ে যায়
আর যারা সেই নেতাদের পিছন পিছন যায়, তারা বিভ্রান্ত।
১৭ তাই, যিহোবা তাদের যুবকদের কারণে আনন্দিত হবেন না,
অনাথ* ও বিধবাদের প্রতি একটুও করুণা দেখাবেন না
কারণ তারা সবাই ধর্মভ্রষ্ট হয়ে গিয়েছে এবং তারা মন্দ কাজ করে,
তারা সবাই উলটোপালটা কথা বলে।
এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠাণ্ডা হয়নি
আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন।
১৮ কারণ মন্দতা আগুনের মতো দাউদাউ করে জ্বলে,
সেটা কাঁটাঝোপ ও আগাছা খেয়ে ফেলে।
সেটা জঙ্গলের ঘন ঝোপগুলোতে আগুন লাগিয়ে দেবে
আর সেগুলোর ধোঁয়া উপরের দিকে উঠে যাবে।
১৯ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার প্রচণ্ড রাগ
পুরো দেশে আগুন লাগিয়ে দিয়েছে,
লোকেরা সেই আগুনের জ্বালানি হয়ে উঠবে।
কেউ এমনকী নিজের ভাইকেও রেহাই দেবে না।
২০ তারা তাদের ডান দিকে মাংসের টুকরো কেটে খাবে,
তারপরও তাদের খিদে মিটবে না
আর তারা তাদের বাঁ-দিকে মাংস খাবে,
কিন্তু তারপরও তাদের পেট ভরবে না।
প্রত্যেকে নিজেরই হাতের মাংস খাবে,
২১ মনঃশি ইফ্রয়িমকে খেয়ে ফেলবে
এবং ইফ্রয়িম মনঃশিকে।
আর তারা দু-জনে মিলে যিহূদাকে আক্রমণ করবে।
এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠাণ্ডা হয়নি
আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন।