উপদেশক
১১ জলে তোমার রুটি ফেলে* দাও কারণ অনেক দিন পর তুমি সেটা ফিরে পাবে। ২ তোমার কাছে যা আছে, তা সাত জন, এমনকী আট জনের মধ্যে ভাগ করে দাও কারণ তুমি জান না, পৃথিবীর উপর কোন বিপর্যয়* আসবে।
৩ মেঘ যদি জলে পূর্ণ থাকে, তা হলে পৃথিবীতে বৃষ্টি হবেই। গাছ দক্ষিণ দিকে পড়ুক বা উত্তর দিকে, সেটা যেখানে পড়বে, সেখানেই পড়ে থাকবে।
৪ যে বাতাসের দিকে লক্ষ রাখে, সে বীজ বপন করবে না আর যে মেঘের দিকে তাকিয়ে থাকে, সে ফসল কাটবে না।
৫ ঠিক যেমন তুমি জান না, একজন গর্ভবতী মহিলার গর্ভে কীভাবে জীবনীশক্তি* একটা শিশুর হাড়ের মধ্যে কাজ করে, তেমনই তুমি সত্য ঈশ্বরের কাজ জান না, যিনি সমস্ত কিছু করেন।
৬ সকাল বেলায় তোমার বীজ বপন করো আর সন্ধ্যা পর্যন্ত তোমার হাতকে বিশ্রাম দিয়ো না। কারণ তুমি জান না, কোন বীজ থেকে অঙ্কুর বের হবে, এটা থেকে, না কি ওটা থেকে, না কি দুটো থেকেই অঙ্কুর বের হবে।
৭ আলো মনোরম আর সূর্যের আলো দেখা চোখের জন্য ভালো। ৮ একজন ব্যক্তি যদি অনেক বছর বাঁচে, তা হলে সে যেন প্রতিটা দিন আনন্দ করে। কিন্তু, তার মনে রাখা উচিত, যখন অন্ধকারের দিন আসবে, তখন তা অনেক দিন ধরে চলবে। ভবিষ্যতে যা-কিছু ঘটবে, সবই বৃথা।
৯ হে যুবক, তোমার যৌবনকালে আনন্দ করো আর তোমার যৌবনকালের দিনগুলোতে তোমার হৃদয় যেন উল্লাস করে। তোমার হৃদয়ের পথে চলো আর তোমার চোখ যেদিকে তোমাকে নিয়ে যায়, সেদিকে যাও। কিন্তু জেনে রেখো, এই সমস্ত কাজের জন্য সত্য ঈশ্বর তোমার বিচার করবেন।* ১০ তাই, তোমার হৃদয় থেকে দুঃখজনক বিষয়গুলো বের করে দাও আর তোমার শরীরকে ক্ষতিকর বিষয়গুলো থেকে দূরে রাখো। কারণ যৌবনকাল এবং যৌবনকালের শক্তি বৃথা।