বংশাবলির দ্বিতীয় খণ্ড
৭ শলোমনের প্রার্থনা শেষ হওয়ার সঙ্গেসঙ্গে আকাশ থেকে আগুন নেমে এল আর হোমবলি এবং অন্যান্য বলি গ্রাস করল আর গৃহটা যিহোবার মহিমায় ভরে গেল। ২ যাজকেরা যিহোবার গৃহে ঢুকতে পারল না কারণ যিহোবার গৃহ যিহোবার মহিমায় ভরে গিয়েছিল। ৩ যখন আকাশ থেকে আগুন নেমে এল আর গৃহের উপর যিহোবার মহিমা ছিল, তখন সমস্ত ইজরায়েলীয় তা দেখছিল। তারা নত হয়ে মেঝেতে মাথা ঠেকাল আর এই বলে যিহোবাকে ধন্যবাদ দিল, “কারণ তিনি ভালো, তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”
৪ তারপর, রাজা এবং সমস্ত লোক যিহোবার সামনে বলি উৎসর্গ করলেন। ৫ রাজা শলোমন ২২,০০০টা ষাঁড় এবং ১,২০,০০০টা মেষ উৎসর্গ করলেন। এভাবে রাজা এবং সমস্ত লোক সত্য ঈশ্বরের গৃহের উদ্বোধন করলেন। ৬ যাজকেরা সেবার জন্য নির্ধারিত জায়গাগুলোতে দাঁড়িয়ে ছিল আর লেবীয়েরাও যিহোবার উদ্দেশে গাওয়া গানের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো নিয়ে দাঁড়িয়ে ছিল। (রাজা দায়ূদ এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করেছিলেন, যাতে এগুলো সেই সময় বাজানো হয়, যখন তিনি তাদের* সঙ্গে মিলে ঈশ্বরের প্রশংসা করবেন এবং এই বলে যিহোবাকে ধন্যবাদ দেবেন, “কারণ তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”) তাদের সামনে যাজকেরা জোরে জোরে তূরী বাজাচ্ছিল আর সমস্ত ইজরায়েলীয় সেখানে দাঁড়িয়ে ছিল।
৭ তারপর, শলোমন যিহোবার গৃহের সামনে থাকা প্রাঙ্গণের মাঝখানের অংশটা পবিত্র করলেন কারণ সেখানে তাকে হোমবলি এবং মঙ্গলার্থক বলির চর্বি উৎসর্গ করতে হত। তিনি সেই বলিগুলো সেখানে উৎসর্গ করলেন কারণ তার তৈরি করা তামার বেদিটা এত পরিমাণে হোমবলি, শস্য নৈবেদ্য* এবং চর্বি উৎসর্গ করার জন্য যথেষ্ট বড়ো ছিল না। ৮ এই উপলক্ষ্যে শলোমন ইজরায়েলীয়দের এক বড়ো দলের সঙ্গে মিলে সাত দিন ধরে উৎসব পালন করলেন। এই দলের মধ্যে লিবো-হমাৎ* থেকে শুরু করে মিশর উপত্যকা* পর্যন্ত এলাকার সমস্ত লোক উপস্থিত ছিল। ৯ কিন্তু, অষ্টম দিনে* তারা একটা পবিত্র সভার আয়োজন করল কারণ তারা সাত দিন ধরে বেদির উদ্বোধন করেছিল এবং সাত দিন ধরে উৎসব পালন করেছিল। ১০ তারপর, সপ্তম মাসের ২৩তম দিনে শলোমন লোকদের নিজের নিজের বাড়ি পাঠিয়ে দিলেন। যিহোবা দায়ূদ ও শলোমন এবং তাঁর প্রজা ইজরায়েলের জন্য যে-সমস্ত ভালো কাজ করেছিলেন, সেগুলোর জন্য তাদের হৃদয় আনন্দে ভরে গেল আর তারা সবাই আনন্দ করতে করতে নিজেদের বাড়ি ফিরে গেল।
১১ এভাবে শলোমন যিহোবার গৃহ এবং রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ শেষ করলেন। তিনি যিহোবার গৃহে এবং নিজের রাজপ্রাসাদে যা-কিছু নির্মাণ করতে চেয়েছিলেন, সেই সমস্ত কিছুই নির্মাণ করতে পেরেছিলেন। ১২ পরে, যিহোবা রাতের বেলায় শলোমনকে দেখা দিলেন আর তাকে বললেন: “আমি তোমার প্রার্থনা শুনেছি আর এই জায়গাটাকে আমার জন্য বলিদানের এক জায়গা হিসেবে বেছে নিয়েছি। ১৩ যখন আমি আকাশের দরজাগুলো বন্ধ করে দেব এবং বৃষ্টি হবে না আর যখন আমি পঙ্গপালকে আদেশ দেব, যেন তারা ভূমির ফসল খেয়ে নেয় আর যদি আমি আমার লোকদের মধ্যে মহামারি পাঠাই, ১৪ তখন আমার লোকেরা, যারা আমার নামে পরিচিত, তারা যদি নিজেদের নম্র করে এবং প্রার্থনা করে আমার অনুমোদন পাওয়ার চেষ্টা করে আর তাদের মন্দ পথ ত্যাগ করে ফিরে আসে, তা হলে আমি স্বর্গ থেকে তাদের প্রার্থনা শুনব আর তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সুস্থ করে তুলব। ১৫ এই জায়গায় যারা প্রার্থনা করবে, আমি তাদের প্রার্থনা শুনব এবং তাদের উপর আমার দৃষ্টি থাকবে। ১৬ আমি এই গৃহ বেছে নিয়েছি আর এটাকে পবিত্র করেছি, যাতে এটার সঙ্গে আমার নাম চিরকাল জুড়ে থাকে। আমার দৃষ্টি সবসময় এটার উপর থাকবে আর আমি সবসময় এই গৃহের যত্ন নেব।
১৭ “আর তুমি যদি সেই সমস্ত কিছু কর, যেগুলোর বিষয়ে আমি তোমাকে আজ্ঞা দিয়েছি আর আমার আইনকানুন এবং বিচার সংক্রান্ত রায় পালন কর আর এভাবে তোমার বাবা দায়ূদের মতো আমার সামনে সঠিক পথে চল, ১৮ তা হলে আমি তোমার সিংহাসন চিরকালের জন্য প্রতিষ্ঠা করব, ঠিক যেমনটা আমি তোমার বাবা দায়ূদের সঙ্গে চুক্তি করে বলেছিলাম, ‘ইজরায়েলের সিংহাসনে বসার জন্য তোমার বংশে কখনো লোকের অভাব হবে না।’ ১৯ কিন্তু, তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও এবং আমি তোমাদের যে-সমস্ত আজ্ঞা ও নিয়ম দিয়েছি, সেগুলো পালন করা ছেড়ে দাও এবং তোমরা গিয়ে অন্য দেবতাদের সেবা কর এবং তাদের সামনে মাথা নত কর, ২০ তা হলে আমি ইজরায়েলকে যে-দেশ দিয়েছি, সেখান থেকে তাদের উপড়ে ফেলব আর এই যে-গৃহকে আমি আমার নামের গৌরব করার জন্য পবিত্র করেছি, সেটাকে আমার চোখের সামনে থেকে দূর করে দেব। এই গৃহ সমস্ত দেশের কাছে হাসির পাত্রে* পরিণত হবে আর এটার বিপর্যয় দেখে সবাই ঠাট্টাতামাশা করবে। ২১ আর এই গৃহ ধ্বংসস্তূপে পরিণত হবে। এর পাশ দিয়ে যাওয়ার সময় প্রত্যেকে অবাক হয়ে এটার দিকে তাকিয়ে থাকবে আর বলবে, ‘কেন যিহোবা এই দেশ এবং এই গৃহের এমন অবস্থা করেছেন?’ ২২ তখন তারা বলবে, ‘এর কারণ হল তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবাকে ছেড়ে দিয়েছে, যিনি তাদের মিশর থেকে বের করে এনেছিলেন আর তারা অন্য দেবতাদের গ্রহণ করেছে এবং তাদের সামনে মাথা নত করে তাদের সেবা করেছে। এইজন্যই তিনি তাদের উপর এই বিপর্যয় নিয়ে এসেছেন।’”