ইষ্রা
৬ তখন রাজা দারিয়াবস আদেশ দিলেন, যেন ব্যাবিলনের সেই ঘরটা পরীক্ষা করে দেখা হয়, যেখানে ঐতিহাসিক নথিপত্র এবং ধনসম্পদ রাখা হত। ২ পরে, মাদিয়া প্রদেশে এক্বাতানার দুর্গে একটা গোটানো পুস্তক পাওয়া গেল, যেটাতে এই আদেশ লেখা ছিল:
৩ “রাজা কোরস তার রাজত্বের প্রথম বছরে জেরুসালেমে অবস্থিত ঈশ্বরের গৃহের বিষয়ে এই আদেশ জারি করেছিলেন: ‘গৃহের ভিত্তি স্থাপন করা হোক এবং সেটা পুনর্নির্মাণ করা হোক, যাতে সেখানে বলি উৎসর্গ করা যায়। গৃহের উচ্চতা যেন ৬০ হাত* এবং প্রস্থ ৬০ হাত হয়। ৪ দেওয়াল নির্মাণ করার সময় যেন তিন সারি বড়ো বড়ো পাথর এবং এক সারি কাঠ থাকে। এগুলোর খরচ যেন রাজকোষ থেকে মেটানো হয়। ৫ আর জেরুসালেমের মন্দির থেকে নবূখদ্নিৎসর ঈশ্বরের গৃহের যে-সমস্ত সোনা-রুপোর বাসনপত্র ব্যাবিলনে নিয়ে এসেছিলেন, সেগুলো যেন জেরুসালেমে ঈশ্বরের গৃহে পুনরায় নিজের জায়গায় রাখা হয়।’”
৬ “তাই আমি দারিয়াবস, নদীর* ওপারের এলাকার রাজ্যপাল তত্তনয়কে, শথর-বোষণয়কে এবং তোমাদের সঙ্গীদের অর্থাৎ নদীর ওপারের উপরাজ্যপালদের এই আদেশ দিচ্ছি: তোমরা সেখান থেকে দূরে থাকো। ৭ ঈশ্বরের গৃহের কাজে বাধা দিয়ো না। যিহুদিদের রাজ্যপাল এবং তাদের প্রাচীনেরা ঈশ্বরের গৃহটা সেটার আগের জায়গাতেই পুনর্নির্মাণ করবে। ৮ আমি এই আদেশও দিচ্ছি: এই যে-প্রাচীনেরা ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করছে, তোমরা তাদের সাহায্য করো। নদীর ওপারের এলাকা থেকে আমাদের রাজকোষে যতটা কর সংগ্রহ করা হয়, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদের নির্মাণকাজের খরচ দেওয়া হয়, যাতে তাদের কাজ বিনা বাধায় চলতে পারে। ৯ আর জেরুসালেমে তাদের যাজকেরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করার জন্য ষাঁড়, পুংমেষ, মেষশাবক, যা-কিছুই চাক না কেন, সেগুলো যেন তাদের দেওয়া হয়। এ ছাড়া, গম, লবণ, দ্রাক্ষারস* ও তেল, তাদের যা-কিছু প্রয়োজন, সেগুলো যেন তাদের প্রতিদিন অবশ্যই দেওয়া হয়, ১০ যাতে তারা এমন বলি উৎসর্গ করে চলে, যেগুলো স্বর্গের ঈশ্বরকে খুশি করে আর তারা রাজা এবং তার ছেলেদের দীর্ঘায়ু চেয়ে প্রার্থনা করে চলে। ১১ আর আমি এই আদেশও দিচ্ছি: যে-কেউ এই আদেশ পালন করবে না, তার বাড়ি থেকে একটা কাঠ বের করে তাকে সেই কাঠেই ঝুলিয়ে দেওয়া* হবে আর এই অপরাধের কারণে তার বাড়িকে জনসাধারণের জন্য শৌচাগারে* পরিণত করা হবে। ১২ রাজা কিংবা প্রজা, যে-কেউ আমার আদেশ লঙ্ঘন করে জেরুসালেমে ঈশ্বরের গৃহ ধ্বংস করবে, ঈশ্বর যিনি এই গৃহকে নিজের নামের গৌরব করার জন্য বেছে নিয়েছেন, তিনি যেন তাকে ধ্বংস করে দেন। আমি দারিয়াবস এই আদেশ জারি করছি। এই আদেশ যেন অবিলম্বে পালন করা হয়।”
১৩ তখন নদীর ওপারের এলাকার রাজ্যপাল তত্তনয়, শথর-বোষণয় এবং তাদের সঙ্গীরা সঙ্গেসঙ্গে রাজা দারিয়াবসের আদেশে বলা প্রতিটা কথা পালন করলেন। ১৪ ভাববাদী হগয়ের ভবিষ্যদ্বাণীগুলো এবং ইদ্দোর নাতি সখরিয়ের ভবিষ্যদ্বাণীগুলো থেকে উৎসাহ পেয়ে যিহুদি প্রাচীনেরা গৃহ নির্মাণের কাজ চালিয়ে গেলেন এবং সেই কাজ দ্রুত করতে থাকলেন। তারা মন্দির নির্মাণের কাজ শেষ করলেন, যেটার বিষয়ে ইজরায়েলের ঈশ্বর এবং পারস্যের রাজা কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্ত* আদেশ দিয়েছিলেন। ১৫ এভাবে অদর* মাসের তৃতীয় দিনে মন্দির নির্মাণের কাজ শেষ হল। এটা ছিল রাজা দারিয়াবসের রাজত্বের ষষ্ঠ বছর।
১৬ তখন যাজকেরা, লেবীয়েরা এবং অবশিষ্ট যে-লোকেরা বন্দিত্ব থেকে ফিরে এসেছিল অর্থাৎ সমস্ত ইজরায়েলীয় আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহ উদ্বোধন* করল। ১৭ এই উপলক্ষ্যে তারা ১০০টা ষাঁড়, ২০০টা পুংমেষ এবং ৪০০টা মেষশাবক উৎসর্গ করল। আর পুরো ইজরায়েলের জন্য ১২টা পাঁঠা অর্থাৎ প্রতিটা বংশের জন্য একটা করে পাঁঠা পাপার্থক বলি হিসেবে উৎসর্গ করা হল। ১৮ আর তারা জেরুসালেমে ঈশ্বরের সেবা করার জন্য যাজকদের ও লেবীয়দের বিভিন্ন দলে নিযুক্ত করল। মোশির পুস্তকে যেমনটা লেখা ছিল, ঠিক তেমনটাই করা হল।
১৯ বন্দিত্ব থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের ১৪তম দিনে নিস্তারপর্ব পালন করল। ২০ নিস্তারপর্ব পালন করার জন্য সমস্ত যাজক ও লেবীয় নিজেদের শুচি করল, কেউই অশুচি অবস্থায় ছিল না। তারা বন্দিত্ব থেকে ফিরে আসা লোকদের জন্য, নিজেদের সহযাজকদের জন্য এবং নিজেদের জন্য নিস্তারপর্বের বলির পশু মারল। ২১ তারপর, বন্দিত্ব থেকে ফিরে আসা ইজরায়েলীয়েরা তা খেল। তাদের সঙ্গে সেই লোকেরাও তা খেল, যারা আশেপাশের দেশের জাতিগুলোর অশুচি কাজ ছেড়ে নিজেদের শুচি করেছিল এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবার উপাসনা* করার জন্য তাদের সঙ্গে যোগ দিয়েছিল। ২২ তারা সবাই আনন্দের সঙ্গে সাত দিন ধরে খামিরবিহীন রুটির উৎসবও পালন করল কারণ যিহোবা তাদের এই আনন্দ দিয়েছিলেন। ইজরায়েলের ঈশ্বরই অশূরের রাজাকে অনুপ্রাণিত করেছিলেন, যাতে তিনি ইজরায়েলীয়দের প্রতি অনুগ্রহ দেখান এবং সত্য ঈশ্বরের গৃহ নির্মাণ করার কাজে তাদের সাহায্য করেন।