গীতসংহিতা
দায়ূদের সংগীত। গিত্তীতের* বিষয়ে সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
৮ হে যিহোবা, আমাদের প্রভু, পুরো পৃথিবীতে তোমার নামের কতই-না মহিমা রয়েছে!
তুমি তোমার প্রতাপ আকাশের চেয়েও উচ্চে স্থাপন করেছ!*
২ তুমি তোমার শত্রুদের কারণে
ছোটো ছেলে-মেয়েদের আর এমনকী নবজাত শিশুদের মুখের মাধ্যমে তোমার শক্তি দেখিয়েছ,
যাতে শত্রুকে এবং যে প্রতিশোধ নেয়, তাকে চুপ করিয়ে দিতে পার।
৩ আমি যখন তোমার হাতে তৈরি করা আকাশ
এবং তোমার দ্বারা প্রস্তুতকৃত চাঁদ ও তারাগুলো দেখি,
৪ তখন আমি ভাবি,
‘মরণশীল মানুষ কী যে, তুমি তাকে মনে রাখ?
মানুষ কী যে, তুমি তার যত্ন নাও?’
৬ তুমি তাকে তোমার হাতের কাজের উপর অধিকার দিয়েছ,
সমস্ত কিছু তার পায়ের নীচে রেখেছ:
৭ মেষ, ছাগল, গরু, ষাঁড়, বন্যপশু,
৮ আকাশের পাখি, সমুদ্রের মাছ
এবং সমুদ্রে ঘুরে বেড়ায় এমন সমস্ত প্রাণী।
৯ হে যিহোবা, আমাদের প্রভু, পুরো পৃথিবীতে তোমার নামের কতই-না মহিমা রয়েছে!