ইষ্রা
৭ এই সমস্ত কিছু ঘটার পর পারস্যের রাজা অর্তক্ষস্তের রাজত্ব চলাকালীন ইষ্রা* ফিরে এলেন। তিনি সরায়ের ছেলে, সরায় অসরিয়ের ছেলে, অসরিয় হিল্কিয়ের ছেলে, ২ হিল্কিয় শল্লুমের ছেলে, শল্লুম সাদোকের ছেলে, সাদোক অহীটুবের ছেলে, ৩ অহীটুব অমরিয়ের ছেলে, অমরিয় অসরিয়ের ছেলে, অসরিয় মরায়োতের ছেলে, ৪ মরায়োৎ সরহিয়ের ছেলে, সরহিয় উষির ছেলে, উষি বুক্কির ছেলে, ৫ বুক্কি অবিশূয়ের ছেলে, অবিশূয় পীনহসের ছেলে, পীনহস ইলিয়াসরের ছেলে আর ইলিয়াসর প্রধান যাজক হারোণের ছেলে। ৬ এই ইষ্রা ব্যাবিলন থেকে এলেন। তিনি একজন প্রতিলিপিকারী* ছিলেন আর ইজরায়েলের ঈশ্বর যিহোবা মোশিকে যে-ব্যবস্থা দিয়েছিলেন, সেই সম্বন্ধে তার খুব ভালো জ্ঞান ছিল।* তার ঈশ্বর যিহোবা তার সঙ্গে ছিলেন,* তাই তিনি রাজার কাছে যা-কিছু চাইলেন, রাজা তাকে সেই সমস্ত কিছু দিলেন।
৭ রাজা অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে কয়েক জন ইজরায়েলীয়, যাজক, লেবীয়, গায়ক, দারোয়ান এবং মন্দিরের দাস* ইষ্রার সঙ্গে জেরুসালেমের উদ্দেশে রওনা হল। ৮ ইষ্রা রাজা অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরের পঞ্চম মাসে জেরুসালেমে এলেন। ৯ তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে রওনা হয়েছিলেন এবং পঞ্চম মাসের প্রথম দিনে জেরুসালেমে এসে পৌঁছোলেন। সমগ্র যাত্রায় তার সদয় ঈশ্বর তার সঙ্গে ছিলেন।* ১০ ইষ্রা নিজের হৃদয়কে প্রস্তুত করেছিলেন,* যাতে তিনি যিহোবার ব্যবস্থা অধ্যয়ন করতে পারেন, সেই অনুযায়ী চলতে পারেন এবং সেটায় লেখা নিয়ম এবং বিচার সংক্রান্ত রায় সম্বন্ধে ইজরায়েলকে শেখাতে পারেন।
১১ ইষ্রা, যিনি একজন যাজক ও প্রতিলিপিকারী* ছিলেন আর যিহোবার আজ্ঞা এবং ইজরায়েলকে দেওয়া তাঁর নিয়ম সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতেন,* তিনি রাজা অর্তক্ষস্তের কাছ থেকে একটা চিঠি পেলেন। সেই চিঠিতে লেখা ছিল:
১২ * “স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার প্রতিলিপিকারী* যাজক ইষ্রার উদ্দেশে রাজাদের রাজা অর্তক্ষস্তের বার্তা: তোমার মঙ্গল হোক। ১৩ আমি এই আদেশ জারি করছি, আমার এলাকায় বসবাসরত ইজরায়েলীয় যাজক ও লেবীয়দের মধ্য থেকে যে-কেউ তোমার সঙ্গে জেরুসালেমে যেতে চায়, সে যেন যায়। ১৪ রাজা এবং তার সাত জন পরামর্শদাতার পক্ষ থেকে তোমাকে যিহূদা ও জেরুসালেমে পাঠানো হচ্ছে। তুমি গিয়ে খোঁজখবর নিয়ে দেখো যে, তোমার কাছে* তোমার ঈশ্বরের যে-ব্যবস্থা রয়েছে, লোকেরা সেটা পালন করছে কি না। ১৫ আর ইজরায়েলের ঈশ্বর, যিনি জেরুসালেমে থাকেন, তাঁর উদ্দেশে রাজা এবং তার পরামর্শদাতারা যে-সোনা ও রুপো দিয়েছেন, তুমি সেটা নিয়ে যাও। ১৬ আর তুমি পুরো ব্যাবিলন প্রদেশ থেকে যে-সোনা ও রুপো পাবে আর ইজরায়েলীয়েরা ও যাজকেরা স্বেচ্ছায় জেরুসালেমে অবস্থিত তাদের ঈশ্বরের গৃহের উদ্দেশে যে-সমস্ত উপহার দেবে, সেগুলোও সঙ্গে করে নিয়ে যাও। ১৭ আর সেখানে পৌঁছোনোর সঙ্গেসঙ্গে তুমি সেগুলো দিয়ে ষাঁড়, পুংমেষ ও মেষশাবক এবং সেগুলোর সঙ্গে উৎসর্গ করা হয় এমন শস্য নৈবেদ্য* ও পেয় নৈবেদ্য কিনবে। তুমি এই সমস্ত কিছু জেরুসালেমে তোমার ঈশ্বরের গৃহের বেদির উপর উৎসর্গ করবে।
১৮ “বেঁচে যাওয়া সোনা-রুপো দিয়ে তোমার এবং তোমার ভাইদের যা ভালো বলে মনে হয়, তোমার ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে তা-ই কোরো। ১৯ তোমাকে তোমার ঈশ্বরের গৃহের সেবাকাজের জন্য যে-বাসনপত্র দেওয়া হচ্ছে, জেরুসালেমে পৌঁছে তুমি সেগুলো তোমার ঈশ্বরের সামনে রেখে দিয়ো। ২০ এগুলো ছাড়া তোমার ঈশ্বরের গৃহের জন্য আর যা-কিছুর প্রয়োজন হবে, সেগুলোর খরচ রাজকোষ থেকে মিটিয়ে দিয়ো।
২১ “আমি রাজা অর্তক্ষস্ত, নদীর* ওপারের সমস্ত কোষাধ্যক্ষকে এই আদেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার প্রতিলিপিকারী* যাজক ইষ্রা যা-কিছু চাইবেন, সেই সমস্ত কিছু যেন তাকে সঙ্গেসঙ্গে দেওয়া হয়। ২২ তাকে যেন এই সমস্ত কিছু দেওয়া হয়: ১০০ তালন্ত* রুপো, ১০০ কোর* গম, ১০০ বাৎ* দ্রাক্ষারস,* ১০০ বাৎ তেল এবং প্রচুর পরিমাণে লবণ। ২৩ স্বর্গের ঈশ্বর তাঁর গৃহের বিষয়ে যে-সমস্ত আদেশ দিয়েছেন, সেগুলো যেন উদ্যোগের সঙ্গে পালন করা হয়, যাতে স্বর্গের ঈশ্বরের ক্রোধের আগুন আমার ছেলেদের এবং আমার রাজ্যের লোকদের বিরুদ্ধে জ্বলে না ওঠে। ২৪ আর আমি এই আদেশও দিচ্ছি: যাজক, লেবীয়, বাদক, দারোয়ান, মন্দিরের দাস* এবং ঈশ্বরের গৃহের অন্য দাসদের মধ্যে কারো কাছ থেকেই যেন কর* নেওয়া না হয়।
২৫ “হে ইষ্রা, তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রজ্ঞার সাহায্যে নদীর ওপারে আধিকারিক* ও বিচারকদের নিযুক্ত করবে, যাতে তারা সেই সমস্ত লোকের বিচার করে, যারা তোমার ঈশ্বরের আইন জানে। কিন্তু, যারা এই আইনগুলো জানে না, তাদের তোমরা শিক্ষা দেবে। ২৬ কেউ যদি তোমার ঈশ্বরের ব্যবস্থা এবং রাজার আইন না মানে, তা হলে তোমরা সঙ্গেসঙ্গে তাকে শাস্তি দেবে। তুমি চাইলে তাকে জরিমানা করতে পার, কারাগারে বন্দি করতে পার, দেশ থেকে বের করে দিতে পার কিংবা মৃত্যুদণ্ড দিতে পার।”
২৭ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার প্রশংসা হোক! তিনিই রাজার হৃদয়ে এই ইচ্ছা দিলেন, যেন রাজা জেরুসালেমে যিহোবার গৃহের সৌন্দর্য বৃদ্ধি করেন। ২৮ ঈশ্বর আমার প্রতি অটল প্রেম দেখিয়েছেন বলেই রাজা, তার পরামর্শদাতারা এবং তার বড়ো বড়ো অধ্যক্ষেরা আমার প্রতি দয়া দেখিয়েছেন। আমার ঈশ্বর যিহোবা আমার সঙ্গে রয়েছেন, তাই আমি সাহস অর্জন করলাম এবং ইজরায়েলের নেতাদের একত্রিত করলাম, যাতে তারা আমার সঙ্গে যায়।