ইষ্রা
৮ রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে আমার সঙ্গে ব্যাবিলন থেকে বাবার বংশের যে-প্রধান ব্যক্তিরা ফিরে এসেছিল, তাদের নাম ও বংশতালিকা এই: ২ পীনহসের ছেলেদের* মধ্য থেকে গের্শোম; ঈথামরের ছেলেদের মধ্য থেকে দানিয়েল; দায়ূদের ছেলেদের মধ্য থেকে হটূশ; ৩ শখনিয়ের ছেলেদের মধ্য থেকে এবং পরোশের ছেলেদের মধ্য থেকে সখরিয় এবং তার সঙ্গে ১৫০ জন পুরুষ, যাদের নাম বংশতালিকায় রয়েছে; ৪ পহৎ-মোয়াবের ছেলেদের মধ্য থেকে সরহিয়ের ছেলে ইলিহৈনয় এবং তার সঙ্গে ২০০ জন পুরুষ; ৫ সত্তূর ছেলেদের মধ্য থেকে যহসীয়েলের ছেলে শখনিয় এবং তার সঙ্গে ৩০০ জন পুরুষ; ৬ আদীনের ছেলেদের মধ্য থেকে যোনাথনের ছেলে এবদ এবং তার সঙ্গে ৫০ জন পুরুষ; ৭ এলমের ছেলেদের মধ্য থেকে অথলিয়ের ছেলে যিশায়াহ এবং তার সঙ্গে ৭০ জন পুরুষ; ৮ শফটিয়ের ছেলেদের মধ্য থেকে মীখায়েলের ছেলে সবদিয় এবং তার সঙ্গে ৮০ জন পুরুষ; ৯ যোয়াবের ছেলেদের মধ্য থেকে যিহীয়েলের ছেলে ওবদিয় এবং তার সঙ্গে ২১৮ জন পুরুষ; ১০ বানির ছেলেদের মধ্য থেকে যোষিফিয়ের ছেলে শলোমীৎ এবং তার সঙ্গে ১৬০ জন পুরুষ; ১১ বেবয়ের ছেলেদের মধ্য থেকে বেবয়ের ছেলে সখরিয় এবং তার সঙ্গে ২৮ জন পুরুষ; ১২ অস্গদের ছেলেদের মধ্য থেকে হকাটনের ছেলে যোহানন এবং তার সঙ্গে ১১০ জন পুরুষ; ১৩ অদোনীকামের অবশিষ্ট ছেলেরা অর্থাৎ ইলীফেলট, যিয়ীয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গে ৬০ জন পুরুষ; ১৪ আর বিগ্বয়ের ছেলেদের মধ্য থেকে ঊথয় ও সব্বূদ এবং তাদের সঙ্গে ৭০ জন পুরুষ।
১৫ আমি এই লোকদের সেই নদীর কাছে একত্রিত করলাম, যেটা অহবার দিকে বয়ে গিয়েছে। আমরা সেখানে তিন দিন ধরে শিবির স্থাপন করে থাকলাম। আমি যখন লোকদের ও যাজকদের পরীক্ষা করছিলাম, তখন দেখলাম, সেখানে কোনো লেবীয় নেই। ১৬ তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুল্লমকে ডেকে পাঠালাম, যারা নেতৃত্ব দিচ্ছিল। আমি যোয়ারীব ও ইল্নাথনকেও ডেকে পাঠালাম, যারা শিক্ষক ছিল। ১৭ আমি তাদের ইদ্দো নামে একজন নেতার কাছে পাঠালাম, যে কাসিফিয়ায় থাকত। আমি তাদের ইদ্দো এবং তার ভাইদের, যারা মন্দিরের দাস* ছিল এবং কাসিফিয়ার বাসিন্দা ছিল, তাদের বলতে বললাম, তারা যেন আমাদের ঈশ্বরের গৃহের জন্য সেবকদের পাঠায়। ১৮ আমাদের সদয় ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন,* তাই তারা শেরেবিয় এবং তার ছেলেদের ও ভাইদের, মোট ১৮ জন পুরুষকে নিয়ে এল। শেরেবিয় একজন বিচক্ষণ ব্যক্তি ছিল। সে ইজরায়েলের ছেলে লেবির নাতি মহলির একজন বংশধর ছিল। ১৯ এ ছাড়া, তারা হশবিয়কে এবং মরারীয়দের মধ্য থেকে যিশায়াহকে এবং তার ভাইদের ও ছেলেদের, মোট ২০ জন পুরুষকে নিয়ে এল। ২০ আর মন্দিরের দাসদের* মধ্য থেকে ২২০ জন ব্যক্তিকে আনা হল, যাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। দায়ূদ ও অধ্যক্ষেরা লেবীয়দের সাহায্য করার জন্য মন্দিরের দাসদের* রেখেছিলেন।
২১ তখন আমি আদেশ দিলাম, যেন আমরা সবাই অহবা নদীর কাছে উপবাস করি, যাতে আমরা আমাদের ঈশ্বরের সামনে নিজেদের নম্র করতে পারি এবং তাঁর কাছে বিনতি করতে পারি, যেন তিনি যাত্রার সময় আমাদের সঙ্গে থাকেন আর আমরা আমাদের সন্তানদের সঙ্গে এবং আমাদের জিনিসপত্রের সঙ্গে ভালোভাবে নিজেদের দেশে পৌঁছোতে পারি। ২২ আমি পথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজার কাছে সৈন্য ও অশ্বারোহী চাইতে ইতস্তত বোধ করছিলাম কারণ আমি রাজাকে বলেছিলাম: “আমাদের সদয় ঈশ্বর সেইসমস্ত ব্যক্তির সঙ্গে থাকেন,* যারা তাঁর অনুসন্ধান করে। কিন্তু, যারা তাঁকে ছেড়ে দেয়, তাদের বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে ওঠে আর তিনি তাদের বিরুদ্ধে তাঁর শক্তি দেখান।” ২৩ তাই, আমরা উপবাস করলাম এবং সুরক্ষার জন্য আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ করলাম আর তিনি আমাদের অনুরোধ শুনলেন।
২৪ তারপর, আমি যাজকদের মধ্যে ১২ জন প্রধানকে অর্থাৎ শেরেবিয়, হশবিয় এবং তাদের দশ জন ভাইকে আলাদা করলাম। ২৫ আমি তাদের সামনে সেই সোনা-রুপো ও বাসনপত্র ওজন করলাম, যেগুলো রাজা, তার পরামর্শদাতারা, তার অধ্যক্ষেরা এবং সমস্ত ইজরায়েলীয় আমাদের ঈশ্বরের গৃহের জন্য দান করেছিলেন। ২৬ আমি এই সমস্ত কিছু ওজন করে তাদের দিলাম: ৬৫০ তালন্ত* রুপো, ১০০টা রুপোর বাসন, যেগুলোর ওজন ২ তালন্ত, ১০০ তালন্ত সোনা, ২৭ ২০টা সোনার ছোটো বাটি, যেগুলোর মূল্য ১,০০০ ড্যারিক* আর উজ্জ্বল লাল রঙের এবং উচ্চ মানের তামা দিয়ে তৈরি ২টো বাসন, যেগুলো সোনার মতো মূল্যবান ছিল।
২৮ তখন আমি তাদের বললাম: “তোমরা যিহোবার দৃষ্টিতে পবিত্র আর এই বাসনগুলোও পবিত্র। আর এই সোনা-রুপো তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার উদ্দেশে স্বেচ্ছায় দেওয়া উপহার হিসেবে দেওয়া হয়েছে। ২৯ তাই, জেরুসালেমে না পৌঁছোনো পর্যন্ত এগুলো যত্ন করে রাখো। তোমরা সেখানে যিহোবার গৃহের কামরাগুলোতে* যাজকদের ও লেবীয়দের প্রধানদের সামনে এবং ইজরায়েলের বাবার বংশের প্রধানদের সামনে এগুলো ওজন করবে।” ৩০ পরে, যাজকেরা ও লেবীয়েরা সেই সোনা-রুপো ও বাসনপত্র নিল, যেগুলো ওজন করে তাদের দেওয়া হয়েছিল, যাতে তারা সেগুলো জেরুসালেমে আমাদের ঈশ্বরের গৃহে নিয়ে আসতে পারে।
৩১ পরে, প্রথম মাসের ১২তম দিনে আমরা জেরুসালেমে যাওয়ার জন্য অহবা নদী থেকে রওনা হলাম। আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন* আর পুরো যাত্রায় তিনি আমাদের শত্রুদের হাত থেকে এবং ওত পেতে থাকা লোকদের হাত থেকে উদ্ধার করলেন। ৩২ জেরুসালেমে পৌঁছোনোর পর, আমরা সেখানে তিন দিন থাকলাম। ৩৩ চতুর্থ দিনে আমরা সোনা-রুপো ও বাসনপত্র নিয়ে আমাদের ঈশ্বরের গৃহে গেলাম। সেখানে আমরা সেগুলো ওজন করে ঊরিয়ের ছেলে যাজক মরেমোৎকে দিলাম। সেখানে মরেমোতের সঙ্গে পীনহসের ছেলে ইলিয়াসর আর লেবীয়দের মধ্য থেকে যেশূয়ের ছেলে যোষাবদ এবং বিন্নূয়ির ছেলে নোয়দিয় ছিল। ৩৪ সমস্ত জিনিস গোনা হল এবং ওজন করা হল আর সেই সমস্ত কিছুর ওজন লিখে রাখা হল। ৩৫ যে-লোকেরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে নিজেদের দেশে ফিরে এসেছিল, তারা ইজরায়েলের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করল। তারা পুরো ইজরায়েলের জন্য ১২টা ষাঁড় উৎসর্গ করল। এ ছাড়া, আমরা হোমবলি হিসেবে ৯৬টা পুংমেষ এবং ৭৭টা পুংমেষশাবক আর পাপার্থক বলি হিসেবে ১২টা পাঁঠা উৎসর্গ করলাম। এই সমস্ত কিছু যিহোবার উদ্দেশে হোমবলি হিসেবে উৎসর্গ করা হল।
৩৬ পরে, আমরা নদীর* এপারে বসবাসরত রাজার সুবেদার ও রাজ্যপালদের কাছে রাজার আদেশ পৌঁছে দিলাম। তারা লোকদের ও সেইসঙ্গে সত্য ঈশ্বরের গৃহের কাজে সাহায্য করলেন।