যিশাইয়
৫৬ যিহোবা এই কথা বলেন:
“ন্যায়বিচার বজায় রাখো এবং যা সঠিক, তা করো
কারণ আমার পরিত্রাণ শীঘ্রই আসবে,
আমার ন্যায়বিচার প্রকাশিত হবে।
২ সুখী সেই ব্যক্তি, যে এটা করে,
সেই মানুষ, যে এটা ধরে রাখে,
যে বিশ্রামবার পালন করে এবং সেটাকে অপবিত্র করে না
আর যে সমস্ত ধরনের মন্দতা থেকে নিজের হাত সরিয়ে রাখে।
৩ যে-বিদেশি যিহোবার উপাসনা করে, সে যেন না বলে,
‘যিহোবা আমাকে তাঁর লোকদের কাছ থেকে নিশ্চয়ই আলাদা করে দেবেন।’
আর নপুংসক যেন না বলে, ‘দেখো! আমি একটা শুকিয়ে যাওয়া গাছ।’”
৪ কারণ যিহোবা এই কথা বলেন: “যে-নপুংসকেরা আমার বিশ্রামবার পালন করে, আমি যেগুলোতে খুশি হই, সেগুলো করা বেছে নেয় এবং আমার চুক্তি শক্ত করে ধরে রাখে,
৫ আমি আমার গৃহে, আমার প্রাচীরের মধ্যে তাদের একটা স্তম্ভ এবং একটা নাম দেব,
যেটা ছেলে-মেয়ে হওয়ার চেয়ে আরও ভালো।
আমি তাদের এক চিরস্থায়ী নাম দেব,
যে-নাম কখনো ধ্বংস হবে না।
৬ আর যে-বিদেশিরা যিহোবার সেবা করার জন্য,
যিহোবার নামকে ভালোবাসার জন্য
এবং তাঁর দাস হওয়ার জন্য তাঁর উপাসনা করে
আর যে-সমস্ত বিদেশি বিশ্রামবার পালন করে, সেটাকে অপবিত্র করে না
এবং যারা আমার চুক্তি শক্ত করে ধরে রাখে,
৭ তাদেরও আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব
এবং আমার প্রার্থনাগৃহের মধ্যে তাদের আনন্দিত করে তুলব।
আমার বেদিতে তাদের হোমবলি এবং অন্যান্য বলি গ্রহণ করা হবে।
কারণ আমার গৃহকে সমস্ত জাতির প্রার্থনাগৃহ বলা হবে।”
৮ নিখিলবিশ্বের প্রভু যিহোবা, যিনি ইজরায়েলের ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকদের একত্রিত করছেন, তিনি ঘোষণা করেন:
“যাদের ইতিমধ্যে একত্রিত করা হয়েছে, তাদের সঙ্গে আমি অন্যদেরও একত্রিত করব।”
৯ হে মাঠের সমস্ত বন্যপশু,
হে বনের সমস্ত বন্যপশু, খাওয়ার জন্য এসো।
১০ তার পাহারাদারেরা অন্ধ, তারা কেউই মনোযোগ দেয়নি।
তারা সবাই বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না।
তারা হাঁপাচ্ছে আর শুয়ে রয়েছে, তারা ঘুমোতে ভালোবাসে।
১১ তারা এমন কুকুর, যাদের প্রচণ্ড খিদে,
তারা কখনো পরিতৃপ্ত হয় না।
তারা এমন পালক, যাদের বোঝার ক্ষমতা নেই।
তারা সবাই নিজের নিজের পথে গিয়েছে।
তারা প্রত্যেকে অসৎ উপায়ে লাভ করার চেষ্টা করে আর বলে:
১২ “চলো, আমি একটু দ্রাক্ষারস* নিয়ে আসি
আর মদ খেয়ে মাতাল হই।
আগামীকাল আজকের মতোই হবে, এর চেয়েও ভালো হবে!”