বংশাবলির দ্বিতীয় খণ্ড
৩৬ তারপর, যিহূদার লোকেরা যোশিয়ের ছেলে যিহোয়াহসকে জেরুসালেমে তার বাবার জায়গায় রাজা করল। ২ যিহোয়াহস ২৩ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে তিন মাস রাজত্ব করলেন। ৩ কিন্তু, মিশরের রাজা তাকে জেরুসালেমে রাজার পদ থেকে সরিয়ে দিলেন আর দেশকে ১০০ তালন্ত* রুপো এবং এক তালন্ত সোনা জরিমানা করলেন। ৪ আর মিশরের রাজা যিহোয়াহসের দাদা ইলীয়াকীমকে যিহূদা ও জেরুসালেমের রাজা করলেন এবং তার নাম পরিবর্তন করে যিহোয়াকীম রাখলেন। কিন্তু, নখো যিহোয়াকীমের ভাই যিহোয়াহসকে মিশরে নিয়ে গেলেন।
৫ যিহোয়াকীম ২৫ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে যিহূদার উপর এগারো বছর ধরে রাজত্ব করলেন। তিনি তার ঈশ্বর যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন। ৬ ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসর তার উপর আক্রমণ করলেন, যাতে তাকে তামার দুটো শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে যেতে পারেন। ৭ আর নবূখদ্নিৎসর যিহোবার গৃহের কিছু বাসনপত্র ব্যাবিলনে নিয়ে গেলেন আর সেখানে তার রাজপ্রাসাদে সেগুলো রাখলেন। ৮ যিহোয়াকীমের জীবনের বাকি কাহিনি, তিনি যে-সমস্ত জঘন্য কাজ করেছিলেন এবং তার মধ্যে যে-সমস্ত মন্দ বিষয় পাওয়া গিয়েছিল, সেই সমস্ত কিছুর বিবরণ ইজরায়েল ও যিহূদার রাজাদের বইয়ে লেখা আছে। তার জায়গায় তার ছেলে যিহোয়াখীন রাজা হলেন।
৯ যিহোয়াখীন ১৮ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে যিহূদার উপর তিন মাস দশ দিন ধরে রাজত্ব করলেন। তিনি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন। ১০ বছরের শুরুতে* রাজা নবূখদ্নিৎসর তার লোকদের পাঠালেন, যাতে তারা যিহোয়াখীনকে ধরে ব্যাবিলনে নিয়ে আসে ও সেইসঙ্গে যিহোবার গৃহের মূল্যবান জিনিসপত্রও নিয়ে আসে। তারপর, তিনি যিহোয়াখীনের কাকা সিদিকিয়কে যিহূদা ও জেরুসালেমের রাজা করলেন।
১১ সিদিকিয় ২১ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেমে এগারো বছর ধরে রাজত্ব করলেন। ১২ তিনি তার ঈশ্বর যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন। তিনি ভাববাদী যিরমিয়ের সামনে নিজেকে নত করলেন না, যিনি যিহোবার আদেশে কথা বলতেন। ১৩ এ ছাড়া, সিদিকিয় রাজা নবূখদ্নিৎসরের বিরুদ্ধেও বিদ্রোহ করলেন, যিনি তাকে দিয়ে ঈশ্বরের নামে শপথ করিয়েছিলেন। সিদিকিয় একগুঁয়ে হয়ে থাকলেন আর তিনি ইজরায়েলের ঈশ্বর যিহোবার কাছে ফিরে আসতে চাইলেন না। ১৪ যাজকদের সমস্ত প্রধান এবং লোকেরাও ঈশ্বরের প্রতি একেবারে অবিশ্বস্ত হয়ে পড়ল। তারা সেইসমস্ত জঘন্য কাজ করল, যেগুলো অন্য জাতিগুলো করত আর তারা যিহোবার গৃহকে অশুচি করে দিল, যেটাকে ঈশ্বর জেরুসালেমে পবিত্র করেছিলেন।
১৫ তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবা তাঁর বার্তাবাহকদের পাঠিয়ে তাদের সাবধান করতে থাকলেন। তিনি বার বার তাদের সাবধান করলেন কারণ তাঁর লোকদের এবং তাঁর বাসস্থানের জন্য তিনি সমবেদনা বোধ করলেন। ১৬ কিন্তু, তারা সত্য ঈশ্বরের বার্তাবাহকদের নিয়ে ঠাট্টাতামাশা করতে থাকল আর তারা তাঁর কথাগুলোকে তুচ্ছ বলে মনে করল এবং তাঁর ভাববাদীদের উপহাস করল। তারা ততক্ষণ পর্যন্ত এমনটা করতে থাকল, যতক্ষণ না যিহোবার ক্রোধের আগুন তাঁর লোকদের বিরুদ্ধে জ্বলে উঠল এবং তাদের সুস্থ হওয়ার আর কোনো সুযোগ রইল না।
১৭ তাই, ঈশ্বর কল্দীয়দের রাজাকে দিয়ে তাদের উপর আক্রমণ করালেন। সেই রাজা এসে তাদের পবিত্র স্থানেই তাদের যুবকদের তলোয়ার দিয়ে মেরে ফেললেন। তিনি যুবক-যুবতী, বয়স্ক, অসুস্থ সবাইকে মেরে ফেললেন, কারো প্রতি সমবেদনা দেখালেন না। ঈশ্বর সমস্ত কিছু সেই রাজার হাতে তুলে দিলেন। ১৮ তিনি সত্য ঈশ্বরের গৃহের ছোটো-বড়ো সমস্ত বাসনপত্র ব্যাবিলনে নিয়ে গেলেন। এ ছাড়া, তিনি যিহোবার গৃহের ধনসম্পদ আর রাজা এবং তার অধ্যক্ষদের ধনসম্পদও লুট করে নিয়ে গেলেন। ১৯ তিনি সত্য ঈশ্বরের গৃহ আগুনে পুড়িয়ে দিলেন, জেরুসালেমের প্রাচীর ভেঙে দিলেন, সেটার প্রাচীর দিয়ে ঘেরা সমস্ত দুর্গ আগুনে পুড়িয়ে দিলেন আর সেখানকার সমস্ত মূল্যবান জিনিস নষ্ট করে দিলেন। ২০ যারা তলোয়ারের আঘাত থেকে বেঁচে গিয়েছিল, তিনি তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে গেলেন আর তারা ততদিন পর্যন্ত তার এবং তার ছেলেদের দাস হয়ে থাকল, যতদিন না পারস্যের রাজ্যের* রাজত্ব শুরু হল। ২১ এমনটা হল যাতে যিহোবার সেই কথা পূর্ণ হয়, যেটা তিনি যিরমিয়কে দিয়ে বলিয়েছিলেন আর সেইসমস্ত বিশ্রামবছরের ঋণ পরিশোধ করা হয়, যেগুলো সেই সময় পর্যন্ত দেশ পালন করেনি। যতদিন দেশ জনবসতিহীন অবস্থায় পড়ে রইল, ততদিন অর্থাৎ ৭০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ বিশ্রাম করল।
২২ পারস্যের রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে যিহোবা তাকে তার পুরো রাজ্যে একটা ঘোষণা করার জন্য অনুপ্রাণিত করলেন, যাতে যিহোবা যিরমিয়কে দিয়ে যে-কথাগুলো বলিয়েছিলেন, সেগুলো পূর্ণ হয়। রাজা কোরস এই ঘোষণাটা লেখালেনও: ২৩ “পারস্যের রাজা কোরস এই কথা বলেন, ‘স্বর্গের ঈশ্বর যিহোবা পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন আর আমাকে যিহূদার জেরুসালেমে তাঁর গৃহ নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। তাই, তোমাদের মধ্যে যে-কেউ তাঁর লোক, তার সঙ্গে যেন তার ঈশ্বর যিহোবা থাকেন আর সে যেন জেরুসালেমে যায়।’”