শমূয়েলের দ্বিতীয় পুস্তক
৬ দায়ূদ আবারও ইজরায়েলের সেনাবাহিনী থেকে সমস্ত ভালো ভালো সৈন্যদলকে একত্রিত করলেন। সেই পুরুষদের সংখ্যা ছিল ৩০,০০০ জন। ২ তারপর, দায়ূদ এবং তার সমস্ত লোক বালি-যিহূদার উদ্দেশে রওনা হলেন, যাতে তারা সেখান থেকে সত্য ঈশ্বরের সিন্দুক নিয়ে আসেন, যিনি করূবদের উপরে* সিংহাসনে বসে থাকেন। সেই সিন্দুকের সামনেই লোকেরা স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার নামে ডাকে। ৩ কিন্তু, দায়ূদ এবং তার লোকেরা সেখান থেকে সত্য ঈশ্বরের সিন্দুকটা আনার জন্য সেটাকে একটা নতুন গাড়ির উপর রাখলেন। সিন্দুকটা পাহাড়ের উপরে অবীনাদবের বাড়িতে ছিল। সিন্দুকটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অবীনাদবের ছেলে উষঃ ও অহিয়ো গাড়ির আগে আগে যাচ্ছিল।
৪ এভাবে তারা পাহাড়ের উপরে অবীনাদবের বাড়িতে গেল আর সেখান থেকে সত্য ঈশ্বরের সিন্দুক নিয়ে যেতে শুরু করল। অহিয়ো সিন্দুকের আগে আগে যাচ্ছিল। ৫ দায়ূদ এবং ইজরায়েলের পুরো পরিবার যিহোবার সামনে আনন্দ করছিলেন। তারা জুনিপার* কাঠের বিভিন্ন বাদ্যযন্ত্র, বীণা, অন্যান্য তারযুক্ত বাদ্যযন্ত্র, খঞ্জনি, ঝুনঝুনি ও করতাল বাজিয়ে আনন্দ করছিল। ৬ তারা যখন নাখোন নামক শস্য মাড়াই করার জায়গায় এসে পৌঁছোল, তখন যে-ষাঁড়গুলো গাড়িটাকে টানছিল, সেগুলো গাড়িটাকে প্রায় উলটেই ফেলছিল, এমন সময় উষঃ হাত বাড়িয়ে সত্য ঈশ্বরের সিন্দুকটা ধরল। ৭ এতে উষঃয়ের প্রতি যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠল আর সত্য ঈশ্বর সেখানেই তাকে মেরে ফেললেন কারণ সে ঈশ্বরের আইনের প্রতি সম্মান দেখায়নি। উষঃ সত্য ঈশ্বরের সিন্দুকের পাশেই মারা গেল। ৮ কিন্তু, উষঃয়ের প্রতি যে যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, তা দেখে দায়ূদ রেগে গেলেন।* এই ঘটনার কারণে আজ পর্যন্ত সেই জায়গাটা পেরস-উষঃ* নামে পরিচিত। ৯ তাই, সেই দিন দায়ূদ যিহোবার কারণে খুব ভয় পেয়ে গেলেন আর বললেন: “যিহোবার সিন্দুক কীভাবে আমার কাছে নিয়ে আসা হবে?” ১০ দায়ূদ যিহোবার সিন্দুকটা দায়ূদ-নগরে নিজের কাছে আনতে চাইছিলেন না। তাই, তিনি সেই সিন্দুকটা গাতে বসবাসকারী ওবেদ-ইদোমের বাড়িতে পৌঁছে দিলেন।
১১ যিহোবার সিন্দুক তিন মাস ধরে গাতে বসবাসকারী ওবেদ-ইদোমের বাড়িতেই থাকল। যিহোবা ওবেদ-ইদোম এবং তার পুরো পরিবারকে আশীর্বাদ করতে থাকলেন। ১২ রাজা দায়ূদকে এই খবর দেওয়া হল: “যিহোবা ওবেদ-ইদোমের বাড়িকে এবং তার যা-কিছু রয়েছে, সেই সমস্ত কিছুকে আশীর্বাদ করেছেন কারণ সত্য ঈশ্বরের সিন্দুক তার বাড়িতে রয়েছে।” তাই, দায়ূদ ওবেদ-ইদোমের বাড়িতে গেলেন, যাতে তিনি আনন্দের সঙ্গে সত্য ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে নিয়ে আসতে পারেন। ১৩ যিহোবার সিন্দুক বহনকারীরা যখন ছ-পা এগোল, তখন দায়ূদ একটা ষাঁড় এবং একটা মোটাসোটা পশু বলি দিলেন।
১৪ দায়ূদ মিহি সুতোর এফোদ* পরে* যিহোবার সামনে অনেক উদ্যমের সঙ্গে নাচছিলেন। ১৫ তিনি এবং ইজরায়েলের পরিবারের সমস্ত লোক আনন্দে চিৎকার করতে করতে এবং শিঙা বাজাতে বাজাতে যিহোবার সিন্দুক নিয়ে আসছিলেন। ১৬ কিন্তু, যিহোবার সিন্দুক যখন দায়ূদ-নগরে এসে পৌঁছোল, তখন শৌলের মেয়ে মীখল জানালা থেকে নীচের দিকে তাকিয়ে দেখলেন, রাজা দায়ূদ যিহোবার সামনে লাফাচ্ছেন ও নাচছেন। তখন তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন। ১৭ তারপর, তারা যিহোবার সিন্দুক সেই তাঁবুর ভিতর নিয়ে এল, যেটা দায়ূদ সেই সিন্দুকের জন্য খাটিয়েছিলেন। তারা সিন্দুকটাকে তাঁবুর ভিতরে সেটার নির্ধারিত জায়গায় রাখল। এরপর, দায়ূদ যিহোবার সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। ১৮ দায়ূদ সেই বলিগুলো উৎসর্গ করার পর স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার নামে লোকদের আশীর্বাদ করলেন। ১৯ আর তিনি পুরো ইজরায়েলের সমস্ত পুরুষ ও মহিলাকে একটা করে গোলাকার রুটি, খেজুরের একটা তাল* এবং কিশমিশের একটা তাল* দিলেন। এরপর, সমস্ত লোক নিজের নিজের বাড়ি ফিরে গেল।
২০ দায়ূদ যখন তার পরিবারকে আশীর্বাদ করার জন্য ফিরে এলেন, তখন শৌলের মেয়ে মীখল তার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে এলেন। তিনি বললেন: “বাহ্! আজ ইজরায়েলের রাজা কীভাবে নিজেকে গৌরবান্বিত করলেন! তিনি তার সেবকদের দাসীদের সামনে অর্ধনগ্ন হয়ে ঠিক সেভাবে নাচছিলেন, যেভাবে কোনো মূর্খ ব্যক্তি সবার সামনে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়।” ২১ দায়ূদ মীখলকে বললেন: “আমি যিহোবার সামনে আনন্দ করছিলাম, যিনি তোমার বাবা এবং তার পুরো পরিবারের পরিবর্তে আমাকে বেছে নিয়েছেন। যিহোবা আমাকে তাঁর প্রজা ইজরায়েলের উপর নেতা হিসেবে নিযুক্ত করেছেন। তাই, আমি যিহোবার সামনে অবশ্যই আনন্দ করব ২২ আর আমি নিজেকে এর চেয়েও নীচে নামাব এবং নিজের চোখে আরও ছোটো হব। কিন্তু তারপরও, তুমি যে-দাসীদের বিষয়ে বললে, তারা আমাকে গৌরবান্বিত করবে।” ২৩ তাই, শৌলের মেয়ে মীখলের সারাজীবন কোনো সন্তান হল না।