গীতসংহিতা
আসফের সংগীত।
২ “তোমরা কতদিন অন্যায্যভাবে বিচার করবে
আর তোমরা কতদিন মন্দ ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব করবে? (সেলা)
৩ গরিব-দুঃখী ও অনাথদের* পক্ষসমর্থন* করো।
অসহায় ও নিঃস্ব ব্যক্তিদের প্রতি ন্যায়বিচার করো।
৪ দুঃখী ও গরিব লোকদের উদ্ধার করো,
মন্দ লোকদের হাত থেকে তাদের রক্ষা করো।”
৫ এই বিচারকেরা কিছু জানে না, কিছু বোঝেও না,
তারা অন্ধকারে হেঁটে বেড়ায়,
পৃথিবীর সমস্ত ভিত্তি নড়ানো হচ্ছে।
৭ তারপরও, তোমরা অন্যান্য মানুষের মতোই মরে যাবে,
তোমরাও অন্যান্য অধ্যক্ষের মতো পড়ে যাবে!’”
৮ হে ঈশ্বর, ওঠো এবং পৃথিবীর বিচার করো,
কারণ সমস্ত জাতি তোমারই।