গীতসংহিতা
চতুর্থ বই
(গীতসংহিতা ৯০-১০৬)
সত্য ঈশ্বরের দাস মোশির প্রার্থনা।
কিংবা তুমি পৃথিবী এবং উর্বর জমিকে অস্তিত্বে আনার আগে,
হ্যাঁ, চিরকাল* ধরে তুমিই ঈশ্বর।
৩ তুমি মরণশীল মানুষকে ধুলোতে ফিরিয়ে দাও,
তুমি বল: “মানুষেরা, ধুলোতে ফিরে যাও।”
৪ কারণ তোমার চোখে হাজার বছর ঠিক গতকালের মতো,
ঠিক রাতের এক প্রহরের মতো।
৬ সকাল বেলায় সেটা তরতাজা থাকে এবং বাড়তে থাকে,
কিন্তু সন্ধ্যা বেলায় সেটা নেতিয়ে পড়ে এবং শুকিয়ে যায়।
৭ কারণ তোমার ক্রোধের আগুনে আমরা একেবারে শেষ হয়ে যাই
আর তোমার প্রচণ্ড রাগের কারণে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
৯ তোমার প্রচণ্ড রাগের কারণে আমাদের দিনগুলো* ধীরে ধীরে কমে যায়,
আমাদের জীবনের বছরগুলো একটা নিঃশ্বাসের* মতোই শেষ হয়ে যায়।
১০ আমাদের আয়ু ৭০ বছর
আর কেউ বেশি শক্তিশালী হলে তার আয়ু ৮০ বছর হয়।
কিন্তু, এই বছরগুলো সমস্যা ও দুঃখে পরিপূর্ণ,
এগুলো তাড়াতাড়ি কেটে যায় আর আমরা অদৃশ্য হয়ে যাই।
১১ তোমার ক্রোধের ক্ষমতা কে বুঝতে পারে?
তোমার প্রচণ্ড রাগ খুবই ভয়ংকর, তাই আমরা তোমাকে খুব ভয় করি।
১২ আমাদের নিজেদের দিন গুনতে শেখাও,
যাতে আমরা প্রজ্ঞায় পূর্ণ এক হৃদয় লাভ করতে পারি।
১৩ হে যিহোবা, আমাদের কাছে ফিরে এসো! কতদিন ধরে এমনটা চলবে?
তোমার দাসদের প্রতি দয়া দেখাও।
১৪ সকাল বেলায় তোমার অটল প্রেমের মাধ্যমে আমাদের পরিতৃপ্ত করো,
যাতে আমরা আমাদের জীবনের সমস্ত দিন উল্লাস করি এবং আনন্দে চিৎকার করি।
১৫ তুমি যতদিন আমাদের কষ্ট দিয়েছ, ততদিন আমাদের আনন্দ দাও,
যত বছর আমরা বিপর্যয় ভোগ করেছি, তত বছর আমাদের আনন্দ দাও।
১৬ তোমার দাসেরা যেন তোমার কাজ দেখে
আর তাদের ছেলেরা যেন তোমার মহিমা দেখে।
হ্যাঁ, আমাদের হাতের কাজকে সফল* করো।