দ্বিতীয় বিবরণ
৩১ এরপর, মোশি ইজরায়েলের সমস্ত লোকের কাছে গিয়ে তাদের বললেন: ২ “এখন আমার বয়স ১২০ বছর। আমি আর তোমাদের নেতৃত্ব দিতে পারব না কারণ যিহোবা আমাকে বলেছেন, ‘তুমি এই জর্ডন পার হবে না।’ ৩ তোমার ঈশ্বর যিহোবা তোমার আগে আগে যাবেন এবং জর্ডন পার হবেন এবং সেখানে তোমার সামনে এই সমস্ত জাতিকে ধ্বংস করবেন আর তুমি তাদের দেশ দখল করে নেবে। আর যিহোবা যেমন বলেছেন, যিহোশূয় তোমাদের নেতৃত্ব দিয়ে ওপারে নিয়ে যাবে। ৪ যিহোবা ইমোরীয়দের রাজা সীহোন ও ওগ এবং তাদের দেশকে যেভাবে ধ্বংস করেছিলেন, ঠিক সেভাবেই এই জাতিগুলোকেও ধ্বংস করে দেবেন। ৫ যিহোবা তোমাদের হয়ে লড়াই করবেন এবং তাদের পরাজিত করবেন। তোমরা তাদের প্রতি সেই সমস্ত কিছু করবে, যেগুলো করার আজ্ঞা আমি তোমাদের দিয়েছি। ৬ তোমরা দৃঢ় ও সাহসী হও। তোমরা সেই জাতিগুলোকে একটুও ভয় পেয়ো না কিংবা তাদের বিষয়ে আতঙ্কিতও হোয়ো না কারণ তোমার ঈশ্বর যিহোবা তোমার সঙ্গে সঙ্গে যাবেন। তিনি কখনোই তোমাকে ছাড়বেন না এবং কখনোই তোমাকে পরিত্যাগ করবেন না।”
৭ পরে, মোশি যিহোশূয়কে ডেকে সমস্ত ইজরায়েলীয়ের সামনে তাকে বললেন: “তুমি দৃঢ় ও সাহসী হও কারণ তুমিই এই লোকদের সেই দেশে নিয়ে যাবে, যেটা দেওয়ার বিষয়ে যিহোবা এদের পূর্বপুরুষদের কাছে দিব্য করেছিলেন আর তুমিই এই লোকদের সেই দেশ উত্তরাধিকার হিসেবে দেবে। ৮ যিহোবা নিজে তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি কখনোই তোমাকে ছাড়বেন না এবং কখনোই তোমাকে পরিত্যাগ করবেন না। এইজন্য তুমি ভয় পেয়ো না কিংবা আতঙ্কিত হোয়ো না।”
৯ পরে, মোশি এই ব্যবস্থা লিখে সেটা যিহোবার চুক্তির সিন্দুক বহনকারী লেবীয় যাজকদের এবং ইজরায়েলের সমস্ত প্রাচীনকে দিলেন। ১০ মোশি তাদের এই আজ্ঞা দিলেন: “প্রতি সাত বছরের শেষে অর্থাৎ মুক্তির বছরে তুমি যখন নিরূপিত সময়ে কুটিরোৎসব* পালন করবে ১১ আর সমস্ত ইজরায়েলীয় তোমার ঈশ্বর যিহোবার সামনে তাঁর বেছে নেওয়া জায়গায় উপস্থিত হবে, তখন তুমি এই ব্যবস্থা তাদের পড়ে শোনাবে। ১২ সেই উপলক্ষ্যে তুমি সমস্ত লোককে অর্থাৎ পুরুষ, মহিলা, সন্তান* এবং তোমার নগরে* বসবাসকারী বিদেশিদের একত্রিত করবে, যাতে তারা সবাই তোমাদের ঈশ্বর যিহোবার বিষয়ে শোনে ও শেখে এবং তাঁকে ভয় করে আর এই ব্যবস্থায় লেখা সমস্ত কথা ভালোভাবে পালন করে। ১৩ এতে তোমরা যখন জর্ডন পার হয়ে সেই দেশ দখল করে নেবে, তখন সেখানে তাদের সেই সন্তানেরাও এই ব্যবস্থা সম্বন্ধে জানতে পারবে, যারা এটার বিষয়ে জানত না। তোমরা যতদিন পর্যন্ত সেই দেশে বাস করবে, ততদিন তারা এই ব্যবস্থা সম্বন্ধে শুনতে থাকবে আর তারা সবসময় তোমাদের ঈশ্বর যিহোবাকে ভয় করতে শিখবে।”
১৪ পরে যিহোবা মোশিকে বললেন: “দেখো! তোমার মৃত্যুর সময় কাছে এসে গিয়েছে। তাই, তুমি যিহোশূয়কে ডাকো আর তোমরা দু-জনে সাক্ষাৎ করার তাঁবুর সামনে উপস্থিত হও।* তারপর, আমি তাকে নেতা হিসেবে নিযুক্ত করব।” তখন মোশি ও যিহোশূয় সাক্ষাৎ করার তাঁবুর সামনে উপস্থিত হলেন। ১৫ আর যিহোবা তাদের সামনে মেঘস্তম্ভে উপস্থিত হলেন আর সেই স্তম্ভ তাঁবুর দরজার কাছে দাঁড়াল।
১৬ যিহোবা মোশিকে বললেন: “দেখো! খুব তাড়াতাড়ি তুমি মারা যাবে* আর এই লোকেরা যখন সেই দেশে গিয়ে বাস করবে, তখন তারা আশেপাশের জাতির দেব-দেবীর উপাসনা করতে শুরু করবে।* তারা আমাকে পরিত্যাগ করবে আর আমি তাদের সঙ্গে যে-চুক্তি করেছি, সেটাও ভঙ্গ করবে। ১৭ তখন তাদের বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে। আমি তাদের পরিত্যাগ করব আর ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রাখব, যতক্ষণ না তারা বিনষ্ট হয়ে যায়। তাদের উপর অনেক দুঃখকষ্ট ও সমস্যা আসবে। তখন তারা বলবে, ‘আমাদের ঈশ্বর আমাদের মাঝে নেই বলেই এই সমস্ত সমস্যা আমাদের উপর এসেছে।’ ১৮ কিন্তু, অন্য দেবতাদের অনুসরণ করে তারা যে-মন্দ কাজ করবে, সেটার জন্য আমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে রাখব।
১৯ “এখন তোমরা এই গানটা লেখো এবং এটা ইজরায়েলীয়দের শেখাও। তাদের বোলো, তারা যেন এই গান মুখস্থ করে নেয়, যাতে এই গান তাদের মনে করিয়ে দেয় যে, ঈশ্বরের আজ্ঞা পালন না করার পরিণতি কী হয়। ২০ তাদের পূর্বপুরুষদের কাছে করা দিব্য অনুযায়ী আমি যখন তাদের সেই দেশে নিয়ে যাব, যেখানে দুধ ও মধু বয়ে যায় আর সেখানে যখন তাদের খাবারদাবারের কোনো অভাব হবে না এবং তারা সমৃদ্ধিশালী* হয়ে উঠবে, তখন তারা অন্য দেবতাদের সেবা করবে। তারা আমার অসম্মান করবে এবং আমার চুক্তি ভঙ্গ করবে। ২১ পরে, তাদের উপর যখন অনেক দুঃখকষ্ট ও সমস্যা আসবে, তখন এই গান (যেটা তাদের বংশধরেরা যেন ভুলে না যায়) তাদের মনে করিয়ে দেবে, ঈশ্বরের আজ্ঞা পালন না করার পরিণতি কী হয়। আমি এখন থেকে দেখতে পাচ্ছি, যে-দেশের বিষয়ে আমি দিব্য করেছিলাম, সেখানে পা রাখার আগেই তাদের মধ্যে কোন ধরনের মনোভাব গড়ে উঠেছে।”
২২ তখন মোশি এই গান লিখলেন এবং তা ইজরায়েলীয়দের শেখালেন।
২৩ পরে, তিনি* নূনের ছেলে যিহোশূয়কে নেতা হিসেবে নিযুক্ত করলেন এবং তাকে বললেন: “তুমি দৃঢ় ও সাহসী হও কারণ তুমিই ইজরায়েলীয়দের সেই দেশে নিয়ে যাবে, যেটার বিষয়ে আমি তাদের কাছে দিব্য করেছিলাম আর আমি সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকব।”
২৪ মোশি ব্যবস্থার সমস্ত কথা পুস্তকে লেখার পরেই ২৫ তিনি যিহোবার চুক্তির সিন্দুক বহনকারী লেবীয়দের এই আজ্ঞা দিলেন: ২৬ “তোমরা এই পুস্তকটা নাও এবং এটা তোমাদের ঈশ্বর যিহোবার চুক্তির সিন্দুকের পাশে রাখো আর এটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে থাকবে। ২৭ আমি ভালো করেই জানি, তোমরা একগুঁয়ে ও বিদ্রোহী। আমি বেঁচে থাকতেই তোমরা যখন যিহোবার বিরুদ্ধে এতটা বিদ্রোহ করছ, তখন আমি মারা যাওয়ার পর আরও কত বেশিই-না বিদ্রোহ করবে! ২৮ তোমরা তোমাদের বংশের সমস্ত প্রাচীন ও আধিকারিককে* আমার সামনে একত্রিত করো। আমি তাদের এই কথা বলব এবং আকাশ ও পৃথিবীকে তাদের বিরুদ্ধে সাক্ষি রাখব। ২৯ আমি ভালো করেই জানি, আমার মৃত্যুর পর তোমরা মন্দ কাজ করবে আর আমি তোমাদের যে-পথে চলার আজ্ঞা দিয়েছি, তোমরা সেই পথ থেকে দূরে চলে যাবে। আর নিশ্চিতভাবেই তোমাদের উপর সমস্যা এসে পড়বে কারণ তোমরা যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করবে আর তোমরা তোমাদের হাত দিয়ে যে-কাজ করবে, সেটার মাধ্যমে তাঁকে রাগিয়ে তুলবে।”
৩০ এরপর, মোশি ইজরায়েলের সমস্ত মণ্ডলীকে গানের এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনালেন: