গীতসংহিতা
কোরহের বংশধরদের গান। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: অলামোতের* সুর অনুসারে।
৪৬ ঈশ্বর আমাদের আশ্রয়স্থান ও শক্তি,
তিনি এমন এক সাহায্য, যা বিপদের সময় সহজেই পাওয়া যায়।
২ তাই, আমরা ভয় পাব না, এমনকী পৃথিবী ওলটপালট হয়ে গেলেও,
পর্বতগুলো ভেঙে গভীর সমুদ্রে তলিয়ে গেলেও,
৩ সমুদ্র গর্জন করে অনেক ফেনা তৈরি করলেও
কিংবা সেটার কম্পনে পর্বতগুলো কেঁপে উঠলেও। (সেলা)
৪ একটা নদী আছে, যেটার স্রোত ঈশ্বরের নগরকে,
সর্বমহান ঈশ্বরের মহিমাপূর্ণ পবিত্র তাঁবুকে* আনন্দে ভরিয়ে তোলে।
৫ সেই নগরে ঈশ্বর রয়েছেন, তাই সেটাকে ধ্বংস করা যাবে না।
ভোর হতে-না-হতেই ঈশ্বর সেটাকে সাহায্য করতে আসবেন।
৬ জাতিগুলো অস্থির হয়ে ছিল, রাজ্যগুলোকে ধ্বংস করা হল,
ঈশ্বর গর্জন করে উঠলেন আর পৃথিবী গলে গেল।
৭ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা আমাদের সঙ্গে রয়েছেন,
যাকোবের ঈশ্বর আমাদের নিরাপদ আশ্রয়স্থান।* (সেলা)
৮ এসো এবং নিজের চোখে যিহোবার কাজগুলো দেখো,
পৃথিবীতে তিনি অবাক করার মতো বিভিন্ন কাজ করেছেন।
৯ তিনি সারা পৃথিবীতে যুদ্ধ শেষ করে দিচ্ছেন।
তিনি ধনুক ভেঙে দেন এবং বর্শা টুকরো টুকরো করে দেন,
তিনি যুদ্ধের রথগুলোকে* আগুনে পুড়িয়ে দেন।
১০ তিনি বললেন: “পরাজয় মেনে নাও আর জেনে রেখো, আমিই ঈশ্বর।
জাতিগুলোর মধ্যে আমার প্রশংসা করা হবে,
সারা পৃথিবীতে আমার প্রশংসা করা হবে।”
১১ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা আমাদের সঙ্গে রয়েছেন,
যাকোবের ঈশ্বর আমাদের নিরাপদ আশ্রয়স্থান। (সেলা)