গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
১৯ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা সম্বন্ধে ঘোষণা করে
এবং তাঁর হাতের কাজ সম্বন্ধে বর্ণনা করে।
২ দিনের পর দিন তারা প্রশংসা করতে থাকে
আর রাতের পর রাত তারা জ্ঞান প্রকাশ করতে থাকে।
৩ তাদের কথাও নেই, শব্দও নেই
আর তাদের গলার স্বরও শোনা যায় না।
ঈশ্বর আকাশে সূর্যের জন্য তাঁবু খাটিয়েছেন।
৫ সূর্য সেই বরের মতো উজ্জ্বল, যে নিজের বাসরঘর থেকে বের হয়ে আসে,
সে সেই শক্তিশালী ব্যক্তির মতো, যে দৌড় প্রতিযোগিতায় আনন্দের সঙ্গে দৌড়োয়।
৬ সে আকাশের এক প্রান্ত থেকে উঠে
গোল করে ঘুরে অন্য প্রান্ত পর্যন্ত যায়,
কোনো কিছুই তার তাপ থেকে লুকিয়ে থাকে না।
৭ যিহোবার আইন নিখুঁত, সেটা একজন ব্যক্তির শক্তি ফিরিয়ে আনে।
যিহোবা যে-নির্দেশনা স্মরণ করিয়ে দেন, তা নির্ভরযোগ্য
আর তা অনভিজ্ঞ ব্যক্তিকে বিজ্ঞ করে তোলে।
৮ যিহোবার আদেশ ন্যায্য, সেগুলো হৃদয়কে আনন্দিত করে তোলে,
যিহোবার আজ্ঞা শুচি, সেটা চোখকে উজ্জ্বল করে তোলে।
৯ যিহোবার ভয় বিশুদ্ধ ও চিরস্থায়ী।
যিহোবার রায় সত্য, সমস্ত দিক দিয়ে ন্যায্য।
১০ এগুলো সোনার চেয়েও,
এমনকী উচ্চমানের* প্রচুর সোনার চেয়েও বেশি কাঙ্ক্ষিত।
এগুলো মধুর চেয়েও,
এমনকী মৌচাক থেকে ঝরে পড়া মধুর চেয়েও বেশি মিষ্টি।
১১ এগুলো তোমার দাসকে সাবধান করে,
এগুলো মেনে চলার মাধ্যমে বড়ো পুরস্কার লাভ করা যায়।
১২ কে নিজের ভুল বুঝতে পারে?
আমি অজান্তে যে-সমস্ত পাপ করেছি, সেগুলো ক্ষমা করে আমাকে নির্দোষ বলে ঘোষণা করো।
১৩ তোমার দাসকে দুঃসাহস দেখানো থেকে আটকাও,
যাতে এই মনোভাব আমার উপর কর্তৃত্ব না করে।
তাহলে, আমি নির্লজ্জভাবে করা পাপ* থেকে বিরত থাকব
আর নির্দোষ হয়ে থাকব।
১৪ হে যিহোবা, আমার শৈল এবং আমার উদ্ধারকর্তা,
আমার মুখ থেকে বের হওয়া কথা এবং আমার মনের চিন্তা যেন সবসময় তোমাকে খুশি করে।