থিষলনীকীয়দের প্রতি প্রথম চিঠি
৩ তাই, আমরা যখন তোমাদের খবর জানার ব্যাপারে আর অপেক্ষা করতে পারিনি, তখন আমরা এথেন্সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই; ২ এবং আমাদের ভাই ও সেইসঙ্গে ঈশ্বরের সেবক,* যিনি খ্রিস্ট সম্বন্ধে সুসমাচার প্রচার করেন, সেই তীমথিয়কে তোমাদের কাছে পাঠাই, যেন তিনি তোমাদের সান্ত্বনা প্রদান করেন আর এভাবে তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করেন। ৩ আর তোমাদের মধ্যে কেউই যেন এইসমস্ত ক্লেশের কারণে দুর্বল হয়ে না পড়ে। কারণ তোমরা তো জান, আমাদের এই বিষয়গুলো ভোগ করতেই হবে।* ৪ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমরা তোমাদের বার বার বলেছি, আমাদের ক্লেশ ভোগ করতে হবে। আর তোমরা যেমন জান, ঠিক তা-ই ঘটেছে। ৫ এইজন্য আমি আর অপেক্ষা করতে পারিনি বলে তীমথিয়কে তোমাদের কাছে পাঠাই, যেন তিনি তোমাদের বিশ্বস্ততার খবর আমাকে জানাতে পারেন। কারণ আমার ভয় হচ্ছিল, দিয়াবল* হয়তো তোমাদের প্রলোভিত করেছে আর আমাদের পরিশ্রম বৃথা হয়ে গিয়েছে।
৬ কিন্তু, এখন তীমথিয় তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের বিশ্বস্ততা ও প্রেম সম্বন্ধে ভালো খবর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সবসময় আনন্দের সঙ্গে আমাদের কথা স্মরণ করে থাক এবং তোমরা আমাদের দেখার জন্য অত্যন্ত আকাঙ্ক্ষী, ঠিক যেমন আমরাও তোমাদের দেখার জন্য আকাঙ্ক্ষী। ৭ এইজন্য হে ভাইয়েরা, যদিও আমরা অনেক দুর্দশা* ও ক্লেশের মধ্যে রয়েছি, কিন্তু তোমাদের সম্বন্ধে জানতে পেরে এবং তোমাদের বিশ্বস্ততার কথা শুনে আমরা সান্ত্বনা লাভ করেছি। ৮ কারণ প্রভুর শিষ্য হিসেবে তোমরা যদি দৃঢ় থাক, তা হলে আমরা নবশক্তি লাভ করি। ৯ সত্যিই, তোমাদের কারণে ঈশ্বরের সামনে আমরা যে-মহানন্দ বোধ করি, সেটার প্রতিদানে তোমাদের জন্য ঈশ্বরকে যে কীভাবে ধন্যবাদ জানাব, তা জানি না। ১০ আমরা দিনরাত আন্তরিকভাবে প্রার্থনা করি, যেন আমরা তোমাদের সত্যিই দেখতে পারি এবং তোমাদের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য যা প্রয়োজন, তা জোগাতে পারি।
১১ হ্যাঁ, আমরা প্রার্থনা করি, যেন আমাদের পিতা ঈশ্বর নিজে এবং আমাদের প্রভু যিশু তোমাদের কাছে যাওয়ার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দেন। ১২ এ ছাড়া, প্রভু যেন পরস্পরের প্রতি এবং সকলের প্রতি তোমাদের প্রেম বৃদ্ধি করেন, হ্যাঁ, তোমাদের আরও বেশি প্রেম দেখাতে সাহায্য করেন, ঠিক যেমনটা আমরা তোমাদের প্রতি দেখিয়ে থাকি। ১৩ এভাবে তাঁর সমস্ত পবিত্র ব্যক্তি-সহ প্রভু যিশুর উপস্থিতির সময় আমাদের পিতা ঈশ্বরের সামনে তোমাদের হৃদয় দৃঢ় হবে এবং তোমরা পবিত্র ও নির্দোষ হতে পারবে।