গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “ধ্বংস কোরো না” অনুসারে। মিক্তাম।* এই গান সেই সময়ের, যখন শৌল দায়ূদের বাড়ির* উপর নজর রাখার জন্য লোক পাঠিয়েছিলেন, যাতে তারা তাকে মেরে ফেলে।
৫৯ হে আমার ঈশ্বর, আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করো,
আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করো।
২ যারা মন্দ কাজ করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো
এবং হিংস্র* লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।
৩ দেখো! তারা আমার জন্য ওত পেতে বসে থাকে,
শক্তিশালী লোকেরা আমাকে আক্রমণ করে,
কিন্তু হে যিহোবা, আমি বিদ্রোহ করিনি কিংবা পাপও করিনি।
৪ যদিও আমি কোনো মন্দ কাজ করিনি, তারপরও তারা আমাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসে।
আমার বিনতি শুনে ওঠো আর দেখো।
৫ কারণ হে স্বর্গীয় বাহিনীর ঈশ্বর যিহোবা, তুমি ইজরায়েলের ঈশ্বর।
তুমি উঠে সমস্ত জাতির প্রতি মনোযোগ দাও।
যে-মন্দ লোকেরা বিশ্বাসঘাতকতা করে, তাদের মধ্যে কারো প্রতিই করুণা দেখিয়ো না। (সেলা)
৬ তারা প্রতি সন্ধ্যায় ফিরে আসে,
কুকুরের মতো ঘেউ ঘেউ করে এবং শিকার করার জন্য পা টিপে টিপে পুরো নগরে ঘুরে বেড়ায়।
৭ দেখো, তাদের মুখ থেকে কোন ধরনের কথা বের হয়,
তাদের ঠোঁট তলোয়ারের মতো
কারণ তারা বলে: “কে শুনছে?”
৮ কিন্তু হে যিহোবা, তুমি তাদের দেখে হাসবে,
সমস্ত জাতিকে নিয়ে ঠাট্টা করবে।
৯ হে আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করব
কারণ হে ঈশ্বর, তুমি আমার নিরাপদ আশ্রয়স্থান।*
১০ ঈশ্বর, যিনি আমার প্রতি অটল প্রেম দেখান, তিনি আমাকে সাহায্য করতে আসবেন,
তিনি আমাকে আমার শত্রুদের পরাজয় দেখাবেন।
১১ তাদের মেরে ফেলো না, যাতে আমার লোকেরা ভুলে না যায়।
তোমার শক্তি ব্যবহার করে তাদের ঘুরে বেড়াতে বাধ্য করো,
হে যিহোবা, আমাদের ঢাল, তুমি তাদের ফেলে দাও।
১২ তারা নিজেদের মুখ দিয়ে, নিজেদের ঠোঁট দিয়ে পাপ করে।
তারা যেন নিজেদের অহংকারের ফাঁদেই আটকে পড়ে
কারণ তারা অভিশাপ দেয় এবং প্রতারণামূলক কথা বলে।
১৩ তুমি প্রচণ্ড রেগে গিয়ে তাদের শেষ করে দাও,
তাদের শেষ করে দাও, যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়।
তাদের বুঝিয়ে দাও, ঈশ্বর যাকোবের উপর এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত রাজত্ব করেন। (সেলা)
১৪ সন্ধ্যা বেলায় তাদের ফিরে আসতে দাও,
কুকুরের মতো ঘেউ ঘেউ করতে দাও এবং শিকার করার জন্য পা টিপে টিপে পুরো নগরে ঘুরে বেড়াতে দাও।
১৫ তাদের এমন অবস্থা করে দাও, যেন তারা দু-মুঠো খাবারের জন্য ঘুরে বেড়ায়,
তারা যেন পেট ভরে খেতে না পায় কিংবা থাকার জায়গা খুঁজে না পায়।
১৬ কিন্তু, আমি তোমার শক্তির বিষয়ে গান গাইব,
সকাল বেলায় আনন্দের সঙ্গে তোমার অটল প্রেমের বিষয়ে জানাব।
কারণ তুমি আমার নিরাপদ আশ্রয়স্থান,
আমার জন্য এমন এক স্থান, যেখানে আমি বিপদের সময় পালিয়ে যেতে পারি।
১৭ হে আমার শক্তি, আমি তোমার প্রশংসায় গান গাইব*
কারণ ঈশ্বর আমার নিরাপদ আশ্রয়স্থান, তিনি সেই ঈশ্বর, যিনি আমার প্রতি অটল প্রেম দেখান।