থিষলনীকীয়দের প্রতি প্রথম চিঠি
১ আমি পৌল এবং সেইসঙ্গে সীল* ও তীমথিয়, আমরা থিষলনীকী মণ্ডলীর প্রতি, পিতা ঈশ্বরের এবং প্রভু যিশু খ্রিস্টের লোকদের প্রতি এই চিঠি লিখছি:
ঈশ্বর যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।
২ আমরা যখন প্রার্থনায় তোমাদের সকলের বিষয়ে উল্লেখ করি, তখন সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। ৩ আমাদের পিতা ঈশ্বরের সামনে আমরা তোমাদের বিশ্বস্ত কাজ, প্রেম সহকারে করা তোমাদের পরিশ্রম এবং আমাদের প্রভু যিশু খ্রিস্টের উপর তোমাদের প্রত্যাশার কারণে তোমরা যা-কিছু সহ্য করে থাক, সেই বিষয়ে সবসময় স্মরণ করে থাকি। ৪ কারণ হে ভাইয়েরা, ঈশ্বরের প্রেমের পাত্রেরা, আমরা জানি, তিনিই তোমাদের মনোনীত করেছেন। ৫ আমরা তোমাদের কাছে যে-সুসমাচার প্রচার করেছি, তা কেবল বাক্যের মাধ্যমেই নয়, কিন্তু সেইসঙ্গে ক্ষমতা, পবিত্র শক্তি ও দৃঢ়নিশ্চয়তা সহকারে করেছি। তোমরা তো জান, তোমাদের উপকারের জন্য আমরা কীভাবে কাজ করেছি। ৬ আর তোমরা আমাদের ও সেইসঙ্গে প্রভুর অনুকারী হয়েছ, কারণ অনেক ক্লেশের মধ্যে থাকা সত্ত্বেও, তোমরা ঈশ্বরের বাক্য আনন্দ সহকারে গ্রহণ করেছ, যে-আনন্দ পবিত্র শক্তির মাধ্যমে লাভ করা যায়। ৭ এভাবে তোমরা ম্যাসিডোনিয়া ও আখায়ায় বসবাসরত যিশুর সমস্ত অনুসারীর জন্য এক উদাহরণ হয়ে উঠেছ।
৮ তোমাদের দ্বারা কেবল ম্যাসিডোনিয়া ও আখায়াতেই নয়, কিন্তু সেইসঙ্গে সমস্ত জায়গায় যিহোবার* বাক্য ছড়িয়ে পড়েছে আর ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সমস্ত জায়গায় শোনা যাচ্ছে। তাই, আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই। ৯ কারণ লোকেরা নিজেরাই এই বিষয়ে বলে থাকে যে, কীভাবে আমরা প্রথম বার তোমাদের কাছে এসেছিলাম এবং কীভাবে তোমরা তোমাদের প্রতিমাগুলোর কাছ থেকে ফিরে ঈশ্বরের কাছে এসেছ, যেন জীবন্ত ও সত্য ঈশ্বরের দাসত্ব করতে পার ১০ এবং স্বর্গ থেকে তাঁর পুত্রের আসার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্র হলেন যিশু, যাঁকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। তিনিই ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে আমাদের উদ্ধার করবেন।