রাজাবলির প্রথম খণ্ড
৫ সোরের রাজা হীরম যখন শুনলেন যে, শলোমনকে অভিষেক করে তার বাবার জায়গায় রাজা হিসেবে নিযুক্ত করা হয়েছে, তখন তিনি শলোমনের কাছে তার সেবকদের পাঠালেন। হীরম চিরকালই দায়ূদের ভালো বন্ধু ছিলেন।* ২ পরে, শলোমন হীরমের কাছে এই বার্তা পাঠালেন: ৩ “আপনি ভালোভাবেই জানেন যে, আমার বাবা দায়ূদ তার ঈশ্বর যিহোবার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করতে পারেননি কারণ তাকে তার চারপাশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। শেষে, যিহোবা তার সমস্ত শত্রুকে তার পায়ের তলায় এনেছিলেন। ৪ কিন্তু, এখন আমার ঈশ্বর যিহোবা আমাকে চারপাশের শত্রুদের হাত থেকে রেহাই দিয়েছেন। এখন আমার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ নেই আর আমার রাজ্যে কোনো সমস্যাও নেই। ৫ তাই, আমি আমার ঈশ্বর যিহোবার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করতে চাই, ঠিক যেমনটা যিহোবা আমার বাবা দায়ূদের কাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন: ‘তোমার ছেলে, যাকে আমি তোমার জায়গায় সিংহাসনে বসাব, সে-ই আমার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করবে।’ ৬ তাই, এখন আপনি আপনার লোকদের আদেশ দিন, যেন তারা আমার জন্য লেবাননের দেবদারু গাছ কাটে। আমার দাসেরা আপনার দাসদের সঙ্গে কাজ করবে আর আপনি আপনার দাসদের জন্য যতটা মজুরি নির্ধারণ করবেন, আমি তাদের ততটা মজুরি দেব। আপনি ভালোভাবেই জানেন যে, আমাদের এখানে এমন কেউই নেই, যে সীদোনীয়দের মতো গাছ কাটতে পারে।”
৭ হীরম যখন শলোমনের বার্তা পেলেন, তখন তিনি খুবই আনন্দিত হলেন আর বললেন: “আজ যিহোবার প্রশংসা হোক কারণ এই বিরাট জাতির উপর রাজত্ব করার জন্য তিনি দায়ূদকে একটি বিজ্ঞ ছেলে দিয়েছেন!” ৮ তারপর, হীরম শলোমনের কাছে এই বার্তা পাঠালেন: “আমি আপনার বার্তা পেয়েছি। আপনি যেমনটা চান, আমি ঠিক তেমনটাই করব। আমি আপনার কাছে দেবদারু ও জুনিপার* কাঠ পাঠাব। ৯ আমার দাসেরা লেবানন থেকে গাছ কেটে সমুদ্র পর্যন্ত নিয়ে আসবে। আমি সেই গুঁড়িগুলো দিয়ে ভেলা তৈরি করে সমুদ্রপথে আপনার নির্ধারিত জায়গায় পৌঁছে দেব। তারপর, আমি সেখানে আমার লোকদের দিয়ে সেগুলো খুলে দেব আর আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন। এর বিনিময়ে আপনি আমার পরিবারের জন্য সেই খাবারদাবার জোগাবেন, যেগুলোর বিষয়ে আমি অনুরোধ করছি।”
১০ তাই, শলোমন যতটা দেবদারু ও জুনিপার* কাঠ চেয়েছিলেন, হীরম তাকে ততটা কাঠ দিলেন। ১১ আর শলোমন হীরমের পরিবারের জন্য ২০,০০০ কোর* গম এবং ২০ কোর উচ্চমানের জলপাই তেল* দিলেন। শলোমন বছরের পর বছর এই জিনিসগুলো হীরমকে দিতে থাকলেন। ১২ আর যিহোবা শলোমনকে প্রজ্ঞা দিলেন, ঠিক যেমনটা তিনি তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন। শলোমন ও হীরমের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ছিল আর তারা একে অন্যের সঙ্গে একটা চুক্তি করলেন।
১৩ রাজা শলোমন গৃহ নির্মাণের কাজের জন্য পুরো ইজরায়েলে যাদের দিয়ে জোর করে দাসের কাজ করানো হত, তাদের মধ্য থেকে ৩০,০০০ জন মজুরকে নিযুক্ত করলেন। ১৪ তিনি তাদের মধ্য থেকে প্রতি মাসে ১০,০০০ জনকে পালাক্রমে লেবাননে পাঠাতেন। তারা এক মাস লেবাননে কাজ করত আর দু-মাস নিজেদের বাড়িতে থাকত। অদোনীরাম এই সমস্ত মজুরের আধিকারিক* ছিলেন। ১৫ শলোমনের ৭০,০০০ জন সাধারণ মজুর ছিল আর পর্বতে পাথর কাটে এমন ৮০,০০০ জন মজুর* ছিল। ১৬ এ ছাড়া, শলোমন ৩,৩০০ জন পুরুষকে মজুরদের কাজের দেখাশোনা করার জন্য নিযুক্ত করলেন। ১৭ রাজার আদেশে মজুরেরা গৃহের ভিত্তির জন্য খনি থেকে বড়ো বড়ো পাথর কেটে আনল। এগুলো খুবই দামি পাথর ছিল। ১৮ এভাবে শলোমনের রাজমিস্ত্রিরা, হীরমের রাজমিস্ত্রিরা এবং গিব্লীয়েরা একসঙ্গে পাথর ও কাঠ কাটল, যাতে সেগুলো দিয়ে গৃহ নির্মাণ করা যায়।