যিশাইয়
৫৫ হে সমস্ত তৃষ্ণার্ত লোক, এসো, জলের কাছে এসো!
তোমরা, যাদের কাছে কোনো টাকা নেই, এসো ও খাও!
হ্যাঁ, এসো আর কোনো টাকা ছাড়াই বিনা মূল্যে দ্রাক্ষারস* ও দুধ নিয়ে যাও।
২ কেন তোমরা সেই খাবারের জন্য টাকা খরচ করতে থাক, যেটা সত্যিকারের খাবার নয়?
কেন তোমরা তোমাদের আয়* সেই বিষয়গুলোর জন্য ব্যয় কর, যেগুলো কোনো পরিতৃপ্তি নিয়ে আসে না?
আমার কথা মন দিয়ে শোনো আর যা ভালো, তা খাও।
এভাবে তোমরা সত্যিকারের ভালো খাবার খেয়ে প্রচুর আনন্দ লাভ করবে।
৩ আমার কথায় কান দাও, আমার কাছে এসো।
আমার কথা শোনো, এতে তোমরা জীবিত থাকবে
আর আমি দায়ূদের প্রতি অটল প্রেম দেখানোর যে-প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞার সঙ্গে মিল রেখে
তোমাদের সঙ্গে ইচ্ছুক মনে এক চিরস্থায়ী চুক্তি করব।
সেই প্রতিজ্ঞা বিশ্বাসযোগ্য।*
৪ দেখো! আমি তাঁকে জাতিগুলোর জন্য সাক্ষি করেছি,
আমি তাঁকে জাতিগুলোর জন্য নেতা ও শাসক করেছি।
৫ দেখো! তুমি এক জাতিকে ডাকবে, যেটাকে তুমি চেন না
আর যে-জাতি তোমাকে চেনে না, সেই জাতির লোকেরা তোমার কাছে দৌড়ে আসবে,
তারা ইজরায়েলের পবিত্র ঈশ্বর, তোমার ঈশ্বর যিহোবার কারণে আসবে
কারণ ঈশ্বর তোমাকে গৌরবান্বিত করবেন।
৬ যতক্ষণ যিহোবাকে খুঁজে পাওয়া সম্ভব, তাঁর অনুসন্ধান করো।
যতক্ষণ তিনি কাছে রয়েছেন, তাঁকে ডাকো।
৭ মন্দ ব্যক্তি নিজের মন্দ পথ পরিত্যাগ করুক
এবং দুষ্ট ব্যক্তি নিজের চিন্তাভাবনা পরিত্যাগ করুক।
সে যিহোবার কাছে ফিরে আসুক, যিনি তার প্রতি করুণা দেখাবেন,
আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসুক কারণ তিনি প্রচুররূপে* ক্ষমা করবেন।
৮ যিহোবা এই কথা ঘোষণা করেন: “কারণ আমার চিন্তাভাবনা এবং তোমাদের চিন্তাভাবনা এক নয়
আর আমার পথ এবং তোমাদের পথ এক নয়।
৯ কারণ ঠিক যেমন আকাশ পৃথিবীর চেয়ে অনেক উঁচু,
তেমনই আমার পথ তোমাদের পথের চেয়ে
এবং আমার চিন্তাভাবনা তোমাদের চিন্তাভাবনার চেয়ে অনেক উঁচু।
১০ ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি ও তুষার পড়ে এবং সেখানে ফিরে যায় না,
যতক্ষণ না সেটা পৃথিবীকে ভেজায়, শস্য অঙ্কুরিত করে, ফল উৎপন্ন করে,
যে বীজ বোনে, তাকে বীজ দেয় এবং যে খায়, তাকে রুটি দেয়,
১১ আমার মুখ থেকে বের হওয়া বাক্য তেমনই হবে।
সেটা পরিপূর্ণ না হয়ে আমার কাছে ফিরে আসবে না,
এর পরিবর্তে সেটা নিশ্চিতভাবেই আমার যেকোনো ইচ্ছা পরিপূর্ণ করবে
এবং সেটাকে যে-কাজের জন্য পাঠাই, তা অবশ্যই করবে।
১২ তোমরা আনন্দের সঙ্গে বের হবে
এবং শান্তিতে তোমাদের ফিরিয়ে আনা হবে।
তোমাদের সামনে পাহাড়পর্বত আনন্দে চিৎকার করে উঠবে এবং উল্লসিত হবে
আর মাঠের সমস্ত গাছ হাততালি দেবে।
আর সেটা যিহোবার সুনাম এনে দেবে,
সেটা এক চিরস্থায়ী চিহ্ন হবে, যেটা কখনো ধ্বংস হবে না।”