গীতসংহিতা
দায়ূদের সংগীত।
১০৮ হে ঈশ্বর, আমার হৃদয় বিশ্বস্ত।
আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার উদ্দেশে গান গাইব এবং সংগীত বাজাব।
২ হে তারওয়ালা বাদ্যযন্ত্র, জেগে ওঠো,
হে বীণা, তুমিও জেগে ওঠো।
আমি ভোরকে জাগাব।
৩ হে যিহোবা, আমি বিভিন্ন জাতির লোকের মাঝে তোমার প্রশংসা করব,
বিভিন্ন দেশের লোকের মাঝে তোমার প্রশংসায় গান গাইব।*
৪ কারণ তোমার অটল প্রেম কতই-না মহৎ,
সেটা আকাশের মতোই উঁচু
আর তোমার বিশ্বস্ততা আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছোয়।
৫ হে ঈশ্বর, তোমার মহিমা যেন আকাশের উপরে থাকে,
তোমার গৌরব যেন পুরো পৃথিবীর উপর বিস্তৃত হয়।
৬ তোমার ডান হাত দিয়ে আমাদের রক্ষা করো, আমাকে উত্তর দাও,
যাতে তুমি যাদের ভালোবাস, তারা উদ্ধার পায়।
৭ ঈশ্বর নিজের পবিত্রতার কারণে* বলেছেন:
“আমি আনন্দ করব, আমি উত্তরাধিকার হিসেবে শিখিম দেব
আর আমি সুক্কোৎ উপত্যকা* মেপে সেটা দেব।
৯ মোয়াব আমার হাত-পা ধোয়ার পাত্র।
ইদোমের উপর আমি আমার জুতো ছুড়ব।
পলেষ্টিয়াকে জয় করে আমি উল্লাস করব।”
১০ কে আমাকে সেই প্রাচীর দিয়ে ঘেরা নগর পর্যন্ত নিয়ে যাবে?
কে আমাকে ইদোম পর্যন্ত নিয়ে যাবে?
১১ হে আমাদের ঈশ্বর, তুমিই আমাদের সেখানে নিয়ে যাবে।
কিন্তু, তুমি তো আমাদের প্রত্যাখ্যান করেছ,
তুমি যুদ্ধে আর আমাদের সেনাবাহিনীর সঙ্গে যাও না।
১২ আমরা বিপদের মধ্যে রয়েছি, আমাদের সাহায্য করো
কারণ রক্ষা পাওয়ার জন্য মানুষের উপর নির্ভর করে কোনো লাভ নেই।
১৩ ঈশ্বরের কাছ থেকে আমরা শক্তি পাব
আর তিনি আমাদের বিরোধীদের পিষে দেবেন।