যোহনের কাছে প্রকাশিত বাক্য
২০ এরপর আমি স্বর্গ থেকে একজন স্বর্গদূতকে নেমে আসতে দেখলাম। তাঁর হাতে অতল গহ্বরের* চাবি এবং একটা বড়ো শিকল রয়েছে। ২ তিনি সেই ভয়ংকর সাপকে অর্থাৎ সেই পুরোনো সাপকে ধরলেন, যেটাকে দিয়াবল ও শয়তান বলা হয়; তাকে ১,০০০ বছরের জন্য বেঁধে রাখা হল। ৩ স্বর্গদূত তাকে অতল গহ্বরে* নিক্ষেপ করলেন এবং সেটার মুখ সিলমোহর দিয়ে বন্ধ করে দিলেন, যাতে ১,০০০ বছর শেষ না হওয়া পর্যন্ত সে জাতিগুলোকে আর ভ্রান্ত করতে না পারে। এরপর তাকে অল্প সময়ের জন্য মুক্ত করতে হবে।
৪ পরে আমি কতগুলো সিংহাসন দেখলাম আর সেগুলোতে যারা বসলেন, তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হল। হ্যাঁ, আমি সেই ব্যক্তিদের রক্ত দেখলাম, যে-ব্যক্তিদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার এবং ঈশ্বরের বিষয়ে কথা বলার জন্য হত্যা* করা হয়েছিল এবং যে-ব্যক্তিরা হিংস্র পশুর কিংবা এটার মূর্তির উপাসনা করেনি এবং তাদের কপালে ও হাতে এটার চিহ্ন গ্রহণ করেনি। তারা জীবিত হল এবং ১,০০০ বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। ৫ (সেই ১,০০০ বছর শেষ না হওয়া পর্যন্ত বাকি মৃত লোকেরা জীবিত হল না।) এটা হল প্রথম পুনরুত্থান।* ৬ যে-কেউ প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে সুখী ও পবিত্র; তাদের উপর দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই; বরং তারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হবে এবং ১,০০০ বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে।
৭ সেই ১,০০০ বছর শেষ হওয়ার সঙ্গেসঙ্গে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা হবে; ৮ আর সে গিয়ে পৃথিবীর চার কোণের জাতিগুলোকে অর্থাৎ গোগ ও মাগোগকে ভ্রান্ত করবে এবং যুদ্ধের জন্য তাদের একত্রিত করবে। তাদের সংখ্যা সমুদ্রের বালির মতো। ৯ আর তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং পবিত্র ব্যক্তিদের শিবির ও সেইসঙ্গে প্রিয় নগরটা ঘেরাও করল। কিন্তু, স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করল। ১০ আর দিয়াবল, যে তাদের ভ্রান্ত করছিল, তাকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে ইতিমধ্যে সেই হিংস্র পশু এবং মিথ্যা ভাববাদী রয়েছে; যুগে যুগে চিরকাল ধরে দিন-রাত তাদের যন্ত্রণা দেওয়া হবে।*
১১ পরে আমি একটা বড়ো সাদা সিংহাসন এবং যিনি সেটাতে বসে আছেন, সেই ঈশ্বরকে দেখলাম। তাঁর সামনে থেকে পৃথিবী ও আকাশমণ্ডল পালিয়ে গেল আর এগুলোর কোনো অস্তিত্ব রইল না। ১২ আর আমি দেখলাম, সাধারণ ও উঁচুশ্রেণী, সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে; আর কয়েকটা গোটানো পুস্তক খোলা হল। পরে আরেকটা গোটানো পুস্তক খোলা হল; এটা হল জীবনপুস্তক। গোটানো পুস্তকগুলোতে লিখিত বিষয় অনুসারে মৃত ব্যক্তিদের তাদের কাজ অনুযায়ী বিচার করা হল। ১৩ সমুদ্র এটার মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করল এবং মৃত্যু ও কবর* এগুলোর মধ্যে থাকা মৃত ব্যক্তিদের সমর্পণ করল; আর তাদের প্রত্যেককে নিজ নিজ কাজ অনুযায়ী বিচার করা হল। ১৪ মৃত্যু ও কবরকে* আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। এটা অর্থাৎ আগুনের হ্রদ দ্বিতীয় মৃত্যুকে চিত্রিত করে। ১৫ আর যে-কারো নাম জীবনপুস্তকে লেখা নেই, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।