যোহনের কাছে প্রকাশিত বাক্য
১০ পরে আমি আরেকজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোশাক হল মেঘ এবং তাঁর মাথার উপরে রংধনু রয়েছে আর তাঁর মুখমণ্ডল সূর্যের মতো এবং তাঁর পা* আগুনের স্তম্ভের মতো। ২ আর তাঁর হাতে একটা ছোটো গোটানো পুস্তক, যেটা খোলা অবস্থায় রয়েছে। তিনি তাঁর ডান পা সমুদ্রের উপর এবং বাম পা স্থলভূমির উপর রাখলেন। ৩ আর তিনি সিংহের গর্জনের মতো উচ্চস্বরে চিৎকার করলেন। তিনি যখন চিৎকার করলেন, তখন আমি সাতটা বজ্রধ্বনির কণ্ঠস্বর শুনতে পেলাম।
৪ যখন সাতটা বজ্রধ্বনির কণ্ঠস্বর শোনা গেল, তখন আমি লিখতে যাচ্ছি, কিন্তু এমন সময় স্বর্গ থেকে আমি এই কণ্ঠস্বর শুনতে পেলাম: “সাতটা বজ্রধ্বনি যা বলল, সেগুলো সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো, সেগুলো লিখো না।” ৫ যে-স্বর্গদূতকে আমি সমুদ্র ও স্থলভূমির উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি, তিনি স্বর্গের দিকে তাঁর ডান হাত তুললেন ৬ এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন এবং যিনি আকাশমণ্ডল আর এর মধ্যে যা যা রয়েছে এবং পৃথিবী আর এর মধ্যে যা যা রয়েছে এবং সমুদ্র আর এর মধ্যে যা যা রয়েছে, সেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরের নামে এই দিব্য করলেন: “তিনি আর দেরি করবেন না। ৭ কিন্তু, সপ্তম স্বর্গদূত যখন তূরী বাজানোর জন্য প্রস্তুত হবেন, তখন ঈশ্বরের সেই পবিত্র রহস্য সমাপ্ত হবে, যা তিনি তাঁর দাসদের অর্থাৎ ভাববাদীদের কাছে সুসমাচার হিসেবে জানিয়েছিলেন।”
৮ পরে আমি স্বর্গ থেকে আবার আমার উদ্দেশে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম: “যাও, সমুদ্র ও স্থলভূমির উপর যে-স্বর্গদূত দাঁড়িয়ে আছেন, তাঁর হাত থেকে সেই গোটানো পুস্তকটা নাও, যেটা খোলা অবস্থায় রয়েছে।” ৯ তখন আমি সেই স্বর্গদূতের কাছে গেলাম এবং আমাকে ছোটো গোটানো পুস্তকটা দিতে বললাম। তিনি আমাকে বললেন: “নাও, এটা খেয়ে ফেলো। এটা তোমার পেটকে তেতো করে ফেলবে, কিন্তু তোমার মুখে মধুর মতো মিষ্টি লাগবে।” ১০ আমি স্বর্গদূতের হাত থেকে ছোটো গোটানো পুস্তকটা নিয়ে খেয়ে ফেললাম আর এটা আমার মুখে মধুর মতো মিষ্টি লাগল, কিন্তু খেয়ে ফেলার পর এটা আমার পেটকে তেতো করে ফেলল। ১১ আর আমি এই কথাগুলো শুনতে পেলাম: “তোমাকে আবার বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন জাতি এবং বিভিন্ন ভাষার লোকদের বিষয়ে এবং অনেক রাজার বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে।”