যিহোশূয়ের পুস্তক
৪ পুরো জাতি জর্ডন পার হওয়ামাত্রই যিহোবা যিহোশূয়কে বললেন: ২ “প্রত্যেক বংশের মধ্য থেকে এক জনকে, মোট ১২ জন পুরুষকে ডাকো ৩ আর তাদের এই আজ্ঞা দাও: ‘জর্ডনের মাঝখানে, যেখানে যাজকেরা দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে ১২টা বড়ো পাথর তোলো আর সেগুলো নদীর ওপারে সেই জায়গায় নিয়ে গিয়ে রাখো, যেখানে তোমরা আজ রাত কাটাবে।’”
৪ তখন যিহোশূয় ১২ জন পুরুষকে ডাকলেন, যাদের তিনি ইজরায়েলীয়দের মধ্য থেকে বেছে নিয়েছিলেন, প্রত্যেক বংশ থেকে এক জন পুরুষ। ৫ তিনি তাদের বললেন: “তোমরা তোমাদের ঈশ্বর যিহোবার সিন্দুকের আগে জর্ডনের মাঝখানে যাও আর ইজরায়েলের বংশের সংখ্যা অনুযায়ী প্রত্যেকে একটা করে পাথর কাঁধে তুলে নাও। ৬ এই পাথরগুলো তোমাদের স্মরণ করিয়ে দেবে, ঈশ্বর তোমাদের জন্য কী করেছেন। পরবর্তী সময়ে তোমাদের সন্তানেরা* যখন তোমাদের জিজ্ঞেস করবে, ‘এই পাথরগুলো এখানে কেন রয়েছে?’ ৭ তখন তাদের বলবে: ‘যিহোবার চুক্তির সিন্দুক যখন জর্ডন পার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেটার সামনে জর্ডনের জল বওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো এইজন্য এখানে রাখা হয়েছে, যাতে এগুলো ইজরায়েলের লোকদের সবসময় সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়।’”
৮ যিহোশূয় যেমনটা বললেন, ইজরায়েলীয়েরা ঠিক তেমনটাই করল। সেই লোকেরা ইজরায়েলের বংশের সংখ্যা অনুযায়ী জর্ডনের মাঝখান থেকে ১২টা পাথর তুলল। তারা সেগুলো সেই জায়গায় নিয়ে এল, যেখানে তারা রাত কাটাতে চলেছিল আর সেগুলোকে সেখানেই রাখল, ঠিক যেমনটা যিহোবা যিহোশূয়কে নির্দেশনা দিয়েছিলেন।
৯ যিহোশূয় জর্ডনের মাঝখানেও ১২টা পাথর স্থাপন করলেন, যেখানে যাজকেরা চুক্তির সিন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল। এই পাথরগুলো আজও সেখানে রয়েছে।
১০ সিন্দুক বহনকারী যাজকেরা ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না লোকেরা সেই সমস্ত কাজ শেষ করল, যেগুলোর বিষয়ে যিহোবা যিহোশূয়কে আজ্ঞা দিয়েছিলেন এবং মোশি যিহোশূয়কে বলেছিলেন। এই সময়ের মধ্যে লোকেরা তাড়াতাড়ি করে নদী পার হল। ১১ সমস্ত লোক নদী পার হওয়ার পর তাদের চোখের সামনেই যাজকেরাও যিহোবার সিন্দুক নিয়ে জর্ডন পার হল। ১২ রূবেণীয়েরা, গাদীয়েরা এবং মনঃশির অর্ধেক বংশও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বাকি ইজরায়েলীয়দের আগে আগে নদী পার হল, ঠিক যেমনটা মোশি তাদের নির্দেশনা দিয়েছিলেন। ১৩ প্রায় ৪০,০০০ জন সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যিহোবার সামনে নদী পার হল আর যিরীহোর প্রান্তরে এসে পৌঁছাল।
১৪ সেই দিন যিহোবা যিহোশূয়কে সমস্ত ইজরায়েলীয়ের দৃষ্টিতে উচ্চে স্থাপন করলেন আর যিহোশূয় যতদিন বেঁচে ছিলেন, তারা ততদিন ধরে তাকে গভীরভাবে সম্মান* করল, ঠিক যেমনটা তারা মোশিকে গভীরভাবে সম্মান করেছিল।
১৫ তারপর, যিহোবা যিহোশূয়কে বললেন: ১৬ “সাক্ষ্যের সিন্দুক বহনকারী যাজকদের আজ্ঞা দাও, যেন তারা জর্ডন থেকে উঠে এপারে চলে আসে।” ১৭ তখন যিহোশূয় যাজকদের আজ্ঞা দিলেন: “জর্ডন থেকে উঠে এপারে চলে এসো।” ১৮ যিহোবার চুক্তির সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডনের মাঝখান থেকে কিনারায় এল। তারা জর্ডন থেকে বের হয়ে শুকনো মাটিতে পা রাখামাত্রই জর্ডনের জল আবারও বইতে শুরু করল এবং আগের মতোই দুই তীরে উপচে পড়তে লাগল।
১৯ এভাবে লোকেরা প্রথম মাসের দশম দিনে জর্ডন পার হল আর যিরীহোর পূর্ব সীমানার কাছে গিল্গলে শিবির স্থাপন করল।
২০ তারা যে-বারোটা পাথর জর্ডন থেকে নিয়েছিল, সেগুলো যিহোশূয় গিল্গলে স্থাপন করলেন। ২১ তারপর, তিনি ইজরায়েলীয়দের বললেন: “ভবিষ্যতে তোমাদের সন্তানেরা যখন তোমাদের জিজ্ঞেস করবে, ‘এই পাথরগুলো কেন স্থাপন করা হয়েছে?’ ২২ তখন তোমরা তাদের বুঝিয়ে বলবে: ‘ইজরায়েলীয়েরা শুকনো মাটির উপর দিয়ে হেঁটে জর্ডন নদী পার হয়েছিল। ২৩ তোমাদের ঈশ্বর যিহোবা আমাদের সামনে সেটার জল শুকিয়ে দিয়েছিলেন, যাতে আমরা সেটা পার হতে পারি, ঠিক যেমনটা তোমাদের ঈশ্বর যিহোবা আমাদের সামনে লোহিত সাগরের জল শুকিয়ে দিয়েছিলেন আর সমস্ত ইজরায়েলীয় সেটা পার হয়েছিল। ২৪ তিনি এইজন্য এমনটা করেছিলেন, যাতে পৃথিবীর সমস্ত লোক জানতে পারে যে, যিহোবার হস্ত কতটা শক্তিশালী আর তোমরাও সবসময় তোমাদের ঈশ্বর যিহোবাকে ভয় কর।’”