শমূয়েলের প্রথম পুস্তক
১১ পরে, অম্মোনীয় নাহশ গিলিয়দের যাবেশের উপর আক্রমণ করতে এলেন এবং শিবির স্থাপন করলেন। যাবেশের সমস্ত পুরুষ নাহোশকে বলল: “আপনি আমাদের সঙ্গে একটা চুক্তি করুন, আমরা আপনার সেবা করব।” ২ অম্মোনীয় নাহশ তাদের বললেন: “আমি একটা শর্তে তোমাদের সঙ্গে চুক্তি করব। শর্তটা এই যে, তোমাদের সবার ডান চোখ উপড়ে ফেলা হবে। এভাবে আমি সমস্ত ইজরায়েলকে অপমানিত করব।” ৩ যাবেশের প্রাচীনেরা তাকে বললেন: “আমাদের সাত দিন সময় দিন, যাতে আমরা পুরো ইজরায়েলে আমাদের বার্তাবাহকদের পাঠাতে পারি। আমরা যদি এমন কাউকে না পাই, যে আমাদের উদ্ধার করবে, তা হলে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করব।” ৪ পরে, যাবেশের বার্তাবাহকেরা গিবিয়ায় পৌঁছোল, যেখানে শৌল বাস করতেন আর তারা সেখানকার লোকদের এই সমস্ত কথা জানাল। তখন সমস্ত লোক জোরে জোরে কাঁদতে লাগল।
৫ শৌল খেত থেকে ষাঁড়ের পিছন পিছন ফিরে আসছিলেন। তিনি জিজ্ঞেস করলেন: “কী হয়েছে? লোকেরা এভাবে কান্নাকাটি করছে কেন?” তখন তারা শৌলকে সেই কথাগুলো বলল, যেগুলো যাবেশের লোকেরা তাদের বলেছিল। ৬ শৌল যখন এইসমস্ত কথা শুনলেন, তখন ঈশ্বরের পবিত্র শক্তি তার উপর কাজ করল আর তিনি প্রচণ্ড রেগে গেলেন। ৭ তিনি এক জোড়া ষাঁড় নিয়ে সেগুলো কেটে টুকরো টুকরো করলেন। তিনি টুকরোগুলো সেই বার্তাবাহকদের মাধ্যমে পুরো ইজরায়েলে পাঠালেন আর তাদের এই কথা বলতে বললেন: “যে-কেউ শৌল ও শমূয়েলের কথা শুনবে না, তার ষাঁড়গুলোর প্রতি এমনটাই করা হবে!” তখন লোকদের মনে যিহোবার প্রতি ভয় জেগে উঠল। তাই, তারা সবাই একতাবদ্ধ হয়ে শৌলের কাছে এল। ৮ শৌল বেষকে সেই লোকদের গণনা করলেন। তিনি দেখলেন, সেখানে ইজরায়েলের ৩,০০,০০০ পুরুষ এবং যিহূদার ৩০,০০০ জন পুরুষ রয়েছে। ৯ শৌল এবং তার সৈন্যেরা যাবেশ থেকে আসা বার্তাবাহকদের বললেন: “তোমরা গিলিয়দে যাবেশের পুরুষদের এই কথা বলবে, ‘কাল দুপুরের মধ্যে তোমাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করা হবে।’” সেই বার্তাবাহকেরা গিয়ে যাবেশের লোকদের এই খবর দিল আর তারা খুবই আনন্দিত হল। ১০ পরে, যাবেশের পুরুষেরা অম্মোনীয়দের বলল: “কাল আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব। তারপর, তোমাদের যা ভালো বলে মনে হয়, আমাদের প্রতি তা-ই কোরো।”
১১ পরের দিন শৌল সৈন্যদের তিনটে দলে ভাগ করলেন আর তারা ভোর হওয়ার আগেই* অম্মোনীয়দের শিবিরে ঢুকে পড়ল এবং দুপুর পর্যন্ত তাদের আঘাত করল। যারা বেঁচে গেল, তারা ছড়িয়ে-ছিটিয়ে পড়ল আর তাদের সবাইকে একা একাই পালাতে হল। ১২ তখন ইজরায়েলীয়েরা শমূয়েলকে বলল: “কে বলছিল, ‘শৌল আবার আমাদের উপরে কী রাজত্ব করবে?’ তাদের আমাদের হাতে তুলে দাও। আমরা তাদের মেরে ফেলব।” ১৩ কিন্তু, শৌল বললেন: “না। আজ যেন কাউকে হত্যা করা না হয় কারণ আজ যিহোবা ইজরায়েলকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছেন।”
১৪ পরে, শমূয়েল লোকদের বললেন: “এসো, আমরা গিল্গলে যাই এবং আরও একবার ঘোষণা করি যে, শৌলই আমাদের রাজা।” ১৫ তখন সমস্ত লোক গিল্গলে গেল আর সেখানে তারা শৌলকে যিহোবার সামনে রাজা করল। পরে, তারা যিহোবার সামনে মঙ্গলার্থক বলি উৎসর্গ করল আর শৌল এবং ইজরায়েলের সমস্ত পুরুষ আনন্দোৎসব করল।