গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “লিলি ফুল” অনুসারে।
৬৯ হে ঈশ্বর, আমাকে রক্ষা করো কারণ আমি জলে ডুবে যাচ্ছি।
২ আমি গভীর পাঁকে ডুবে গিয়েছি, যেখানে শক্ত মাটি নেই।
আমি গভীর জলে ডুবে গিয়েছি
আর জলের স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে।
৩ সাহায্য চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে পড়েছি,
আমার গলা বসে গিয়েছে।
আমার ঈশ্বরের জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ নিস্তেজ হয়ে পড়েছে।
৪ যারা বিনা কারণে আমাকে ঘৃণা করে,
তাদের সংখ্যা আমার মাথার চুলের চেয়েও অনেক বেশি।
আমার যে-বিশ্বাসঘাতক শত্রুরা* আমাকে দূর করার জন্য উঠে-পড়ে লেগেছে,
তাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।
আমি যা চুরি করিনি, তা আমাকে দিতে হয়েছে।
৫ হে ঈশ্বর, তুমি আমার বোকামির বিষয়ে ভালোভাবে জান
আর আমার দোষ তোমার কাছ থেকে লুকোনো নেই।
৬ হে নিখিলবিশ্বের প্রভু, স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা,
যারা তোমার উপর আশা রাখে, তাদের যেন আমার কারণে লজ্জিত হতে না হয়।
হে ইজরায়েলের ঈশ্বর, যারা তোমাকে অনুসন্ধান করে,
তাদের যেন আমার কারণে অপমানিত হতে না হয়।
৭ আমি তোমার সেবা করি বলে লোকেরা আমার বিষয়ে খারাপ কথা বলে,
আমার অনেক অপমান করা হয়েছে।
৮ আমি নিজের ভাইদের কাছেই অপরিচিত হয়ে গিয়েছি,
আমি নিজের ভাইদের কাছেই বিদেশি হয়ে গিয়েছি।
৯ তোমার গৃহের প্রতি আমার উদ্যোগ আমাকে গ্রাস করেছে,
যারা তোমাকে অপমান করে, তাদের অপমান আমি সহ্য করলাম।
১০ যখন আমি উপবাস করে নিজেকে নত করলাম,*
তখন সেটার জন্য আমার অপমান করা হল।
১১ আমি যখন চট পরলাম,
তখন আমি তাদের কাছে হাসির পাত্রে* পরিণত হলাম।
১২ নগরের দরজায় বসে থাকা লোকেরা আমার বিষয়ে কথা বলে,
মাতালেরা আমাকে নিয়ে গান বানায়।
১৩ কিন্তু হে যিহোবা, আমার প্রার্থনা যেন উপযুক্ত সময়ে তোমার কাছে গিয়ে পৌঁছোয়।
হে ঈশ্বর, তুমি অটল প্রেমে পরিপূর্ণ আর তুমি প্রকৃত ত্রাণকর্তা,
তাই আমার প্রার্থনার উত্তর দাও।
১৪ আমাকে পাঁক থেকে উদ্ধার করো,
যাতে আমি ডুবে না যাই।
যারা আমাকে ঘৃণা করে, তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করো,
গভীর জল থেকে আমাকে উদ্ধার করো।
১৫ বন্যার জলের স্রোত যেন আমাকে ভাসিয়ে নিয়ে না যায়,
গভীর জল যেন আমাকে গিলে না ফেলে
কিংবা কুয়ো* যেন আমাকে নিজের ভিতরে টেনে না নেয়।
১৬ হে যিহোবা, আমাকে উত্তর দাও কারণ তোমার অটল প্রেম খুবই গভীর।
তুমি খুবই করুণাময়, তাই আমার প্রতি মনোযোগ দাও,
১৭ তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে নিয়ো না।
আমি অনেক বিপদের মধ্যে রয়েছি, তাই তাড়াতাড়ি আমাকে উত্তর দাও।
১৮ আমার কাছে এসো, আমাকে উদ্ধার করো,
আমার শত্রুদের হাত থেকে আমাকে মুক্ত করো।
১৯ তুমি জান, কীভাবে আমার নিন্দা করা হয়েছে,
আমাকে লজ্জিত করা হয়েছে এবং আমার অপমান করা হয়েছে।
তুমি আমার সমস্ত শত্রুকে দেখেছ।
২০ অপমান সহ্য করতে করতে আমার হৃদয় ভেঙে গিয়েছে, এখন এই ক্ষত আর সেরে উঠবে না।*
আমি সহানুভূতির আশা করেছিলাম, কিন্তু কোথাও তা পাইনি,
আমি সান্ত্বনাকারীদের আশা করেছিলাম, কিন্তু কোথাও তাদের পাইনি।
২২ তাদের ভোজ* তাদের জন্য জালের মতো হোক
এবং তাদের সমৃদ্ধি ফাঁদের মতো হোক।
২৪ তাদের উপর তোমার প্রচণ্ড রাগ ঢেলে দাও,
তোমার ক্রোধের আগুন যেন তাদের গ্রাস করে নেয়।
২৫ তাদের শিবির* জনশূন্য হয়ে যাক,
তাদের তাঁবুতে কোনো বাসিন্দা না থাকুক।
২৬ কারণ তারা সেই ব্যক্তির পিছু ধাওয়া করে, যাকে তুমি আঘাত করেছ
এবং সেই ব্যক্তিদের যন্ত্রণা নিয়ে কথা বলতে থাকে, যাদের তুমি আহত করেছ।
২৭ তাদের অপরাধের শাস্তি তাদের উপরই নেমে আসতে দাও
আর তারা যেন তোমার দৃষ্টিতে ধার্মিক না হয়।
২৮ তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে ফেলা হয়
এবং তাদের নাম যেন ধার্মিক ব্যক্তিদের তালিকায় লেখা না হয়।
২৯ আমাকে কষ্ট দেওয়া হচ্ছে আর আমি যন্ত্রণার মধ্যে রয়েছি।
হে ঈশ্বর, তোমার কাছে রক্ষা করার ক্ষমতা রয়েছে, আমাকে সুরক্ষা জোগাও।
৩০ আমি ঈশ্বরের নামের প্রশংসায় গান গাইব
এবং তাঁকে ধন্যবাদ দিয়ে তাঁর গৌরব করব।
৩১ এটা যিহোবাকে ষাঁড় বলি দেওয়ার চেয়েও বেশি খুশি করবে,
শিং ও খুরওয়ালা যুবষাঁড় বলি দেওয়ার চেয়েও বেশি খুশি করবে।
৩২ মৃদুশীলেরা এটা দেখবে এবং আনন্দ করবে।
তোমরা যারা ঈশ্বরের অনুসন্ধান কর, তোমাদের হৃদয় যেন আবারও সবল হয়।
৩৩ কারণ যিহোবা গরিবদের কথা শোনেন,
তিনি তাঁর বন্দি লোকদের তুচ্ছ করবেন না।
৩৪ পৃথিবী ও আকাশ তাঁর প্রশংসা করুক,
সমুদ্র এবং সেটার মধ্যে ঘুরে বেড়ায় এমন সমস্ত কিছু তাঁর প্রশংসা করুক।
৩৫ কারণ ঈশ্বর সিয়োনকে রক্ষা করবেন
এবং যিহূদার নগরগুলো পুনর্নির্মাণ করবেন,
তারা সেখানে বাস করবে এবং সেটা* দখল করে নেবে।
৩৬ তাঁর দাসদের বংশধরেরা সেটার উত্তরাধিকারী হবে,
যারা তাঁর নামকে ভালবাসে, তারা সেখানে বাস করবে।