শমূয়েলের প্রথম পুস্তক
২৪ শৌল পলেষ্টীয়দের পিছু ধাওয়া করে ফিরে আসার সঙ্গেসঙ্গে লোকেরা তাকে বলল: “দেখুন! দায়ূদ ঐন্-গদীর প্রান্তরে রয়েছে।”
২ তাই, শৌল পুরো ইজরায়েলের মধ্য থেকে বেছে নেওয়া ৩,০০০ জন পুরুষকে নিয়ে দায়ূদ এবং তার লোকদের খুঁজতে বেরিয়ে পড়লেন। তিনি সেই সমস্ত লোককে নিয়ে পাথরের শৈল্যগুলোর দিকে যেতে লাগলেন, যেখানে পাহাড়ি ছাগল ঘুরে বেড়ায়। ৩ পথে তারা পাথর দিয়ে তৈরি মেষের খোঁয়াড় দেখতে পেল আর সেখানে একটা গুহা ছিল। শৌল গুহার ভিতর হালকা হতে* গেলেন। সেই গুহারই একেবারে ভিতরের দিকে দায়ূদ এবং তার লোকেরা লুকিয়ে বসে ছিলেন। ৪ তখন দায়ূদের লোকেরা তাকে বলল: “আজ যিহোবা আপনাকে বলছেন, ‘দেখো! আমি তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছি। তোমার যা ভালো মনে হয়, তার প্রতি তা-ই করো।’” তখন দায়ূদ উঠে চুপি চুপি শৌলের কাছে গেলেন আর তার হাতকাটা জামার নীচের অংশ কেটে নিলেন। ৫ কিন্তু তারপর, দায়ূদের বিবেক দংশন করতে থাকল কারণ তিনি শৌলের জামার নীচের অংশ কেটে নিয়েছিলেন। ৬ তিনি তার লোকদের বললেন: “আমি আমার প্রভুর উপর আক্রমণ করার কথা ভাবতেও পারি না। তিনি যিহোবার অভিষিক্ত ব্যক্তি। আমি যিহোবার অভিষিক্ত ব্যক্তির উপর আক্রমণ করলে সেটা যিহোবার দৃষ্টিতে অন্যায় হবে।” ৭ একথা বলে দায়ূদ তার লোকদের থামিয়ে দিলেন* আর তাদের শৌলের উপর আক্রমণ করতে দিলেন না। তারপর, শৌল উঠে গুহা থেকে বের হলেন আর নিজের পথে চলতে লাগলেন।
৮ তারপর, দায়ূদ উঠে গুহা থেকে বের হয়ে এলেন আর চিৎকার করে শৌলকে ডেকে বললেন: “হে আমার প্রভু, হে রাজা!” শৌল পিছনে ঘুরে তাকালেন আর দায়ূদ উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকালেন। ৯ তিনি শৌলকে বললেন: “আপনি কেন সেই লোকদের কথা শোনেন, যারা বলে, ‘দেখুন! দায়ূদ আপনার ক্ষতি করার চেষ্টা করছে’? ১০ আজ আপনি নিজের চোখে দেখেছেন, আপনি যখন গুহার মধ্যে ছিলেন, তখন যিহোবা কীভাবে আপনাকে আমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন। কিন্তু, কেউ যখন আমাকে বলল, যেন আমি আপনাকে মেরে ফেলি, তখন আমি আপনার প্রতি দয়া দেখালাম এবং বললাম, ‘আমি আমার প্রভুর উপর আক্রমণ করব না কারণ তিনি যিহোবার অভিষিক্ত ব্যক্তি।’ ১১ হে আমার বাবা, এই দেখুন, আপনার জামার নীচের অংশের একটা টুকরো আমার হাতে রয়েছে। আমি যখন আপনার জামার নীচের অংশটা কাটছিলাম, তখন আমি চাইলে আপনাকে মেরেও ফেলতে পারতাম। কিন্তু, আমি তা করিনি। এর থেকে বুঝতেই পারছেন, আপনার ক্ষতি করার বা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি আপনার কোনো ক্ষতি করিনি, তারপরও আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে-পড়ে লেগেছেন। ১২ এখন যিহোবাই আমাদের বিচার করুন আর যিহোবাই আমার হয়ে আপনার কাছ থেকে প্রতিশোধ নিন। কিন্তু, আমি আপনার সঙ্গে লড়াই করব না। ১৩ একটা প্রাচীন প্রবাদ বাক্য বলে, ‘মন্দ লোকই মন্দ কাজ করে।’ তাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না। ১৪ হে ইজরায়েলের রাজা, আপনি কার পিছু ধাওয়া করছেন? কাকে ধরার চেষ্টা করছেন? একটা মৃত কুকুরকে? একটা ছোটো পোকাকে? ১৫ যিহোবাই বিচারক হয়ে আমাদের মধ্যে বিচার করুন। তিনিই এই মামলা খতিয়ে দেখবেন, আমার হয়ে কথা বলবেন, আমার বিচার করবেন এবং আপনার হাত থেকে আমাকে উদ্ধার করবেন।”
১৬ দায়ূদ এই কথাগুলো বলে শেষ করার পর শৌল জিজ্ঞেস করলেন: “দায়ূদ, ছেলে আমার, এটা কি তোমার গলা?” তারপর, শৌল জোরে জোরে কাঁদতে লাগলেন। ১৭ তিনি দায়ূদকে বললেন: “তুমি আমার চেয়েও ধার্মিক। তুমি সবসময় আমার প্রতি ভালো আচরণ করেছ। কিন্তু, প্রতিদানে আমি তোমার প্রতি কেবল খারাপ আচরণই করেছি। ১৮ আর যেমন তুমি আমাকে বললে, আজ যিহোবা যখন আমাকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছিলেন, তখন তুমি আমাকে হত্যা না করে আমার প্রতি ভালো আচরণ করেছ। ১৯ কেউ কি তার শত্রুকে হাতে পেয়েও এমনি এমনি ছেড়ে দেয়? আজ তুমি আমাকে হত্যা না করে আমার প্রতি যে-ভালো আচরণ করেছ, সেটার জন্য যিহোবা তোমাকে পুরস্কার দেবেন। ২০ আমি জানি, তুমি অবশ্যই রাজা হবে আর ইজরায়েলের উপর তোমার রাজত্ব চিরস্থায়ী হবে। ২১ এখন তুমি যিহোবার নামে দিব্য করো, আমার মৃত্যুর পর তুমি আমার বংশধরদের বিনষ্ট করবে না আর আমার বাবার পরিবার থেকে আমার নাম মুছে দেবে না।” ২২ তখন দায়ূদ শৌলের কাছে দিব্য করলেন আর তারপর, শৌল নিজের বাড়ি ফিরে গেলেন। কিন্তু, দায়ূদ এবং তার লোকেরা উপরে সুরক্ষিত জায়গায় চলে গেলেন।