দ্বিতীয় বিবরণ
৫ মোশি সমস্ত ইজরায়েলীয়কে ডাকলেন এবং তাদের বললেন: “ইজরায়েলীয়েরা, আজ আমি তোমাদের যে-আইনকানুন এবং বিচার সংক্রান্ত রায় সম্বন্ধে জানাচ্ছি, সেগুলো তোমরা মন দিয়ে শুনবে। তোমরা সেগুলো সম্বন্ধে শিখবে এবং সেগুলো ভালোভাবে পালন করবে। ২ আমাদের ঈশ্বর যিহোবা হোরেবে আমাদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন। ৩ যিহোবা এই চুক্তি আমাদের পূর্বপুরুষদের সঙ্গে নয় বরং আজ আমরা যারা বেঁচে রয়েছি, আমাদের সঙ্গে করেছিলেন। ৪ যিহোবা সেই পর্বতে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। ৫ সেইসময় আমি যিহোবার বার্তা তোমাদের জানানোর জন্য যিহোবা ও তোমাদের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম কারণ তোমরা পর্বতে আগুন দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলে আর তোমরা পর্বতের উপরে গেলে না। সেইসময় ঈশ্বর বলেছিলেন:
৬ “‘আমি তোমার ঈশ্বর যিহোবা। আমি তোমাকে দাসত্বের দেশ মিশর থেকে বের করে এনেছি। ৭ আমাকে ছাড়া তুমি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না।*
৮ “‘তুমি নিজের জন্য কোনো খোদিত মূর্তি তৈরি করবে না। উপরে আকাশে, নীচে মাটিতে এবং জলে যা-কিছু রয়েছে, সেগুলোর আকারের কোনো কিছুই তৈরি করবে না। ৯ তুমি তাদের সামনে মাথা নত করবে না অথবা প্ররোচিত হয়ে তাদের সেবা করবে না কারণ আমি তোমার ঈশ্বর যিহোবা। আমি চাই যেন তুমি একমাত্র আমার প্রতি ভক্তি দেখাও। যারা আমাকে ঘৃণা করে, আমি তাদের ভুলের শাস্তি তাদের ছেলেদের, নাতিদের ও পুতিদেরও দিই। ১০ কিন্তু, যারা আমাকে ভালোবাসে এবং আমার আজ্ঞা পালন করে, আমি তাদের হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা* দেখাই।
১১ “‘তুমি তোমার ঈশ্বর যিহোবার নামের অপব্যবহার করবে না কারণ যারা তাঁর নামের অপব্যবহার করে, যিহোবা তাদের শাস্তি থেকে রেহাই দেন না।
১২ “‘তুমি বিশ্রামবার পালন করবে আর সেটাকে পবিত্র হিসেবে দেখবে, ঠিক যেমন তোমার ঈশ্বর যিহোবা তোমাকে আজ্ঞা দিয়েছেন। ১৩ ছয় দিন পর্যন্ত তুমি তোমার সমস্ত কাজ করবে, ১৪ কিন্তু সপ্তম দিন হল বিশ্রামবার, যে-দিনটাকে তুমি যিহোবার সমাদর করার জন্য আলাদা করে রাখবে। সেই দিন তুমি, তোমার ছেলে-মেয়েরা কিংবা তোমার নগরে* থাকা বিদেশিরা, তোমরা কেউই যেন কোনো কাজ না কর। তুমি তোমার ষাঁড়, গাধা অথবা কোনো গৃহপালিত পশুকে দিয়ে কোনো কাজ করাবে না। তুমি তোমার দাস-দাসীদের দিয়েও কোনো কাজ করাবে না, যাতে তারাও তোমার মতো বিশ্রাম নিতে পারে। ১৫ ভুলে যেয়ো না, মিশরে তুমিও দাস ছিলে আর তোমার ঈশ্বর যিহোবা তাঁর শক্তিশালী হস্ত বিস্তার করে সেখান থেকে তোমাকে বের করে এনেছিলেন। এই কারণে তোমার ঈশ্বর যিহোবা তোমাকে বিশ্রামবার পালন করার আজ্ঞা দিয়েছেন।
১৬ “‘তোমার বাবা ও মাকে সমাদর কোরো, ঠিক যেমন তোমার ঈশ্বর যিহোবা তোমাকে আজ্ঞা দিয়েছেন। এভাবে তুমি সেই দেশে দীর্ঘসময় বেঁচে থাকতে এবং সমৃদ্ধিশালী হতে পারবে,* যে-দেশ তোমার ঈশ্বর যিহোবা তোমাকে দিতে চলেছেন।
১৭ “‘খুন করবে না।
১৮ “‘ব্যভিচার* করবে না।
১৯ “‘চুরি করবে না।
২০ “‘তুমি অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না।
২১ “‘তুমি অন্যের স্ত্রীর প্রতি লোভ করবে না। তুমি তার বাড়ি, খেত, দাস-দাসী, ষাঁড়, গাধা বা অন্য কোনো কিছুর প্রতিই লোভ করবে না।’
২২ “যিহোবা তোমাদের পুরো মণ্ডলীকে সেই সময়ে এই আজ্ঞাগুলো সম্বন্ধে* জানিয়েছিলেন, যখন তিনি পর্বতে আগুনের মধ্য থেকে কথা বলেছিলেন। সেইসময় চারিদিকে মেঘ এবং গাঢ় অন্ধকার ছেয়ে গিয়েছিল আর তিনি উচ্চস্বরে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন। এই আজ্ঞাগুলোর সঙ্গে তিনি আর কিছুই যুক্ত করেননি। তারপর, তিনি এই আজ্ঞাগুলো পাথরের দুটো ফলকে লিখে আমাকে দিয়েছিলেন।
২৩ “সেই পর্বত যখন আগুনে দাউ দাউ করে জ্বলছিল, তখন গাঢ় অন্ধকারের মধ্য থেকে তোমরা কণ্ঠস্বর শোনামাত্র তোমাদের বংশের প্রধান ব্যক্তি ও প্রাচীনেরা আমার কাছে এসেছিল। ২৪ তখন তোমরা আমাকে বললে, ‘আজ আমাদের ঈশ্বর যিহোবা নিজের মহিমা ও মহত্ত্ব আমাদের দেখিয়েছেন আর আমরা আগুনের মধ্য থেকে তাঁর কণ্ঠস্বর শুনেছি। আজ আমরা জানতে পারলাম, ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলতে পারেন আর মানুষ তাঁর কণ্ঠস্বর শোনার পরও বেঁচে থাকতে পারে। ২৫ কিন্তু আমাদের ভয় হচ্ছে যে, এই আগুন আমাদের ভস্ম করে ফেলবে এবং আমরা মারা পড়ব। আমরা যদি যিহোবার কণ্ঠস্বর শুনতে থাকি, তা হলে নিশ্চয়ই মারা পড়ব। ২৬ আজ পর্যন্ত এমনটা কি কখনো হয়েছে যে, কোনো মানুষ আমাদের মতো জীবিত ঈশ্বরকে আগুনের মধ্য থেকে কথা বলতে শুনেছে আর তারপরও বেঁচে থেকেছে? ২৭ তাই আমাদের ঈশ্বর যিহোবা যা বলছেন, তা শোনার জন্য এখন তুমিই তাঁর কাছে যাও। তারপর তুমি ফিরে এসে আমাদের বোলো, আমাদের ঈশ্বর যিহোবা তোমাকে কী কী বলেছেন। আমরা তোমার কাছ থেকে তা শুনব আর সেইমতো কাজ করব।’
২৮ “তোমরা যখন আমাকে এই কথাগুলো বলছিলে, তখন যিহোবা সব কিছু শুনছিলেন। যিহোবা আমাকে বললেন, ‘এই লোকেরা তোমাকে যা-কিছু বলেছে, আমি সব শুনেছি। এরা ঠিকই বলছে। ২৯ কতই-না ভালো হবে, যদি এরা সবসময় হৃদয় থেকে আমাকে ভয় করে এবং আমার সমস্ত আজ্ঞা পালন করে! এমনটা করলে এদের এবং এদের সন্তানদের সবসময় মঙ্গল হবে। ৩০ এখন তুমি যাও এবং এদের বলো: “তোমরা সবাই নিজেদের তাঁবুতে ফিরে যাও।” ৩১ কিন্তু, তুমি এখানে আমার কাছেই থাকো। আমি তোমাকে আমার সমস্ত আজ্ঞা, আইনকানুন ও বিচার সংক্রান্ত রায় সম্বন্ধে জানাব। এরপর তুমি গিয়ে এদের এই সমস্ত বিষয় শেখাবে, যাতে এরা সেই দেশে গিয়ে সেগুলো পালন করতে পারে, যে-দেশ আমি এদের দখল করার জন্য দিতে চলেছি।’ ৩২ তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের যে-সমস্ত আজ্ঞা দিয়েছেন, সেগুলো ভালোভাবে পালন কোরো। তোমরা সেগুলো অমান্য কোরো না।* ৩৩ তোমরা সেই পথেই চোলো, যে-পথে চলার আজ্ঞা তোমাদের ঈশ্বর যিহোবা তোমাদের দিয়েছেন। এমনটা করলে তোমরা সেই দেশে দীর্ঘসময় ধরে এবং আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারবে, যে-দেশ তোমরা দখল করতে চলেছ।